ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
অবয়ব
ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৪°০১′১৮″ উত্তর ৮৮°৫৯′০৫″ পূর্ব / ২৪.০২১৫৬৩৪° উত্তর ৮৮.৯৮৪৬৭১৬° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি, মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৯ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |
বিদ্যালয় জেলা | কুষ্টিয়া জেলা |
ইআইআইএন | ১১৭৪৬৯ |
শ্রেণি | ৩য় থেকে ১০ম শ্রেণি |
ক্যাম্পাসসমূহ | ০১টি |
শিক্ষায়তন | ১ একর (৪,০০০ মি২) |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ওয়েবসাইট | bheramarasecondarygirlsschool |
ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ১ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯৫৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৭ সালের ১০ই আগস্ট প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়।[১]
প্রতিষ্ঠার ইতিহাস
[সম্পাদনা]ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থানীয় নারী শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৫৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।
অবকাঠামো
[সম্পাদনা]ছাত্রীদের কোলাহলে প্রায় ১ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। স্কুলে রয়েছে ২টি ভবন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে।