বিষয়বস্তুতে চলুন

কুমারখালী এম.এন. পাইলট মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমারখালী এম.এন. মাধ্যমিক বিদ্যালয়
Kumarkhali M.N. Secondary School
গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়া ভবন, এই ভবনেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল
ঠিকানা
মানচিত্র
পুরাতন কলেজ রোড

এলাঙ্গী


তথ্য
অন্য নামকুমারখালী মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়
প্রাক্তন নামকুমারখালী এম.এন. উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৫৬; ১৬৭ বছর আগে (1856)
প্রতিষ্ঠাতাশ্রী যুক্ত বাবু মথুরানাথ কুন্ডু
বিদ্যালয় বোর্ডযশোর বোর্ড
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৬৫৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সভাপতিজাকারিয়া খান জেমস[]
প্রধান শিক্ষকফিরোজ মোহাম্মদ বাশার[]
শ্রেণি৬ষ্ঠ-১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ০১টি
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটkumarkhalimnsecondaryschool.jessoreboard.gov.bd

কুমারখালী এম.এন. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার কুমারখালীতে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়[] বিদ্যালয়টি ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাচীনত্বের দিক দিয়ে বিদ্যালয়টি শুধু কুষ্টিয়া জেলাতেই নই সমগ্র নদিয়া জেলাতেও উল্লেখযোগ্য।

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান কুমারখালী পৌর এলাকায় একটি পরিত্যক্ত নীলকুঠি ছিল। ১৮৫৬ সালে শ্রী যুক্ত বাবু মথুরানাথ কুন্ডু পরিত্যক্ত নীলকুঠিতে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত করে‌। তখন বিদ্যালয়টি প্রতিষ্ঠাতার নামানুসারেই কুমারখালী মথুরানাথ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত লাভ করে।

উল্লেখ্য যে বিদ্যালয়টি যে নীলকুঠিতে প্রতিষ্ঠিত হয় সে ভবনটি কালের বিবর্তনে গড়াই নদীতে বিলীন হয়ে যায়।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালযটি মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে রয়েছে।[] ৯ম-১০ম শ্রেণীতে ০৩টি বিভাগ রয়েছে, এগুলো হলো-

  1. বিজ্ঞান বিভাগ
  2. মানবিক বিভাগ
  3. বানিজ্য বিভাগ

অবকাঠামো

[সম্পাদনা]

উল্লেখযোগ্য শিক্ষার্থী

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২২)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ১৯২। আইএসবিএন 978-984-8950-41-8 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্টাফ রিপোর্টার, মোস্তাফিজুর রহমান স্বপন (২০২৪-০২-১২)। "কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হলেন জাকারিয়া খান জেমস"দৈনিক একুশে নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭ 
  2. "Kumarkhali M.N. Secondary School"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৩