জামিয়া ফারুকিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামিয়া ফারুকিয়া
ধরনইসলামি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৬৭ (৫৭ বছর আগে) (1967)
প্রতিষ্ঠাতাসলিমুল্লাহ খান (পণ্ডিত)
রেক্টরমুহাম্মদ আদিল খান (মৃ. ১০ অক্টোবর ২০২০)
শিক্ষার্থী২৩০০[১]
ঠিকানা
ওয়েবসাইটfarooqia.com

জামিয়া ফারুকিয়া পাকিস্তানের একটি মাদ্রাসা, যার দুটি শাখা রয়েছে, একটি করাচির শাহ ফয়সাল কলোনী এবং অন্যটি হাব চৌকিতে অবস্থিত। দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী সলিমুল্লাহ খান (পণ্ডিত) ১৯৬৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩০০।

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৭ সালে সলিমুল্লাহ খান এটি প্রতিষ্ঠা করেন।[১][২] এর দুটি শাখা রয়েছে, একটি শাহ ফয়সাল কলোনীতে এবং অন্যটি হাব চৌকিতে। [৩] ১৫ জানুয়ারী ২০১৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার প্রধান ছিলেন সলিমুল্লাহ খান। তার পুত্র মুহাম্মদ আদিল খান তার স্থলাভিষিক্ত হন। [৩]

নিজামউদ্দিন শামজাই, যিনি বিশ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলেন, তাকে ২০০৪ সালের ৩০ মে হত্যা করা হয়েছিল। [৪][৫]

শিক্ষার্থী[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে :

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ali Riaz (২০০৮)। Faithful Education: Madrassahs in South Asia। পৃষ্ঠা 85। আইএসবিএন 9780813543451। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 
  2. "Founder of Jamia Farooqia passes away"The Nation। ১৬ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 
  3. Dogar, Afzal Nadeem। "کراچی میں شہید کیے گئے مولانا عادل خان کون تھے؟"Daily Jang। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 
  4. "Religious scholar Shamzai shot dead"Dawn। ৩১ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 
  5. "Life-sketch of Shamzai"Dawn। ৩১ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]