চিথলিয়া ইউনিয়ন, মিরপুর

স্থানাঙ্ক: ২৩°৫৬′৫৯.৬″ উত্তর ৮৮°৫৭′১৯.৮″ পূর্ব / ২৩.৯৪৯৮৮৯° উত্তর ৮৮.৯৫৫৫০০° পূর্ব / 23.949889; 88.955500
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিথলিয়া ইউনিয়ন
ইউনিয়ন
০১ নং চিথলিয়া ইউনিয়ন
চিথলিয়া ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
চিথলিয়া ইউনিয়ন
চিথলিয়া ইউনিয়ন
চিথলিয়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
চিথলিয়া ইউনিয়ন
চিথলিয়া ইউনিয়ন
বাংলাদেশে চিথলিয়া ইউনিয়ন, মিরপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৬′৫৯.৬″ উত্তর ৮৮°৫৭′১৯.৮″ পূর্ব / ২৩.৯৪৯৮৮৯° উত্তর ৮৮.৯৫৫৫০০° পূর্ব / 23.949889; 88.955500 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলামিরপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউপি চেয়ারম্যানমোঃ গিয়াস উদ্দিন
আয়তন
 • মোট৮২.৮৮ বর্গকিমি (৩২.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৬,২৮৭
 • জনঘনত্ব২০০/বর্গকিমি (৫১০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০৩০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চিথলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত মিরপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

৮২.৮৮ বর্গ কি.মি. (৩২.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৬,২৮৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৭ টি ও মৌজার সংখ্যা ৫টি।[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

ইউনিয়নটিতে মোট ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

নং নাম স্থাপিত
০১ চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯১৬
০২ পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৬১
০৩ মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭১
০৪ গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৭২

মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

ক্রমিক নং নাম প্রতিষ্ঠাকাল প্রধান শিক্ষক
০১ পাহাড়পুর লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৯৪
০২ চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৭ মোহাঃ আবদুল্লাহ হেল বাকী
০৩ মহিষাখোলা বালিকা বিদ্যালয় ২০০০ মোঃ ফারুক আহমেদ

কলেজ[সম্পাদনা]

চিথলিয়া ইউনিয়নেে একটি মাত্র কলেজ সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ চিথলিয়া গ্রামের সাগরখালী নদীর উপকন্ঠে সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। চিথলিয়া গ্রামের উন্নয়নের রূপকার মরহুম হাশেম আলী চেয়ারম্যান পশ্চাৎপদ ও উচ্চ শিক্ষা বঞ্চিত এলাকার সুধিজনদের নিয়ে ১৯৯৯ সালে চিথলিয়ার প্রাণ কেন্দ্র বাজার সংলগ্ন কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের বর্তমান অধ্যক্ষ রবিউল ইসলাম

খাল ও নদ-নদী[সম্পাদনা]

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ১নং চিথলিয়া ইউনিয়নের গ্রামসংলগ্ন চিথলিয়া এবং পাহাড়পুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশ এবং ১০ নং কুর্শা ইউনিয়নের রামনগর ও মাজিহাট গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া সাগরখালী নদী। বর্ষাকালে নদীতে অনেক মাছের দেখা মেলে। মিরপুরের আমলা বাজার এর নিকট সাগরখালী স্থান থেকে বয়ে আসার কারনে এই নদীটিকে সাগরখালী নদী হিসেবে নাম দেয়া হয় বলে জানা যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চিথলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬