বিষয়বস্তুতে চলুন

বটতৈল ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
০৪ নং বটতৈল ইউনিয়ন
বাংলাদেশের ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুষ্টিয়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল১৯৭৪; ৫০ বছর আগে (1974)
সরকার
 • ইউনিয়ন চেয়ারম্যানমোঃ মিন্টু ফকির (স্বতন্ত্র)
আয়তন
 • মোট৪৪.৯৯ বর্গকিমি (১৭.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪৩,৮১৭
 • জনঘনত্ব৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড+৮৮০
ওয়েবসাইট4nobottailup.kushtia.gov.bd

বটতৈল ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি ৪৪.৯৯ কিলোমিটার (১৭.৩৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৩,৮১৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৩টি ও মৌজার সংখ্যা ৩টি।[]

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান বটতৈল ইউনিয়ন পরিষদ পূর্বে আলমপুর ইউনিয়নের অংশ ছিল। পরবর্তিতে জগতি ইউনিয়ন পরিষদ হিসাবে ১৯৭৮ সাল হইতে কার্যক্রম চালু হয়। পরবর্তীতে জগতি ইউনিয়নের আংশিক কুষ্টিয়া পৌরসভার অন্তভূক্ত হওয়ায় গত ৪/২/১০ ইং তারিখ হইতে বটতৈল ইউনিয়ন হিসাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।[]

সাংগঠনিক কাঠামো

[সম্পাদনা]
ইউনিয়নের সাংগঠনিক কাঠামো
ইউনিয়নের সাংগঠনিক কাঠামো[]

পূর্বের চেয়ারম্যানবৃন্দ

[সম্পাদনা]

পূর্বের চেয়ারম্যানবৃন্দের তালিকা[]:

ক্রম নাম মেয়াদ
০১ মো: শওকত আলী ১৬/১২/১৯৭৩-১৯/০২-১৯৮৪
০২ মো: নিজাম উদ্দিন ২০/০২/১৯৮৪-৩০/০৬/১৯৮৮
০৩ মো: শাহীন সালাহ্‌উদ্দিন ০১/০৭/১৯৮৮-১৫/০৪/১৯৯২
০৪ মো: খসরুব হোসেন খোকন ১১/০৪/১৯৯২-০৮/০২/১৯৯৮
০৫ মো: শাহীন সালাহ্‌উদ্দিন ০৯/০২/১৯৯৮-১৬/০৮/২০১১
০৬ মো: আব্দুল মজিদ বাবলু ১৭/০৮/২০১১-২১/০৮/২০১৬
০৭ এম.এ. মোমিন মন্ডল ২১/০৮/২০১৬-২০২১
০৮ মিন্টু ফকির ২০২১-বর্তমান

ওয়ার্ডের তালিকা

[সম্পাদনা]

বটতৈল ইউনিয়নে ০৯টি ওয়ার্ড রয়েছে।[] এগুলো হলো:

  • ১ নং বটতৈল টাকিমারা, টাকিমারা, কুমারগাড়া(আংশিক)
  • ২ নং বরিয়া, বরিয়া বেড়পাড়া
  • ৩ নং বরিয়া ভাদালিয়া পাড়া, বটতৈল ভাদালিয়া পাড়া
  • ৪ নং বটতৈল দক্ষিণ পাড়া, বটতৈল মিল পাড়া, বটতৈল শিশিরমাঠ
  • ৫ নং বটতৈল উত্তর পাড়া, বটতৈল মধ্য পাড়া
  • ৬ নং কবুরহাট মাদ্রাসা পাড়া, কদমতলা, খলিফা পাড়া, মিঞা পাড়া
  • ৭ নং কবুর হাট দক্ষিণ পাড়া, সর্দ্দারপাড়া, মন্ডল পাড়া
  • ৮ নং খাজাণগর পূর্ব পাড়া
  • ৯ নং খাজাণগর পশ্চিম পাড়া

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

উচ্চ বিদ্যালয়

[সম্পাদনা]
বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ
বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

[সম্পাদনা]
  • কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯৮৬)

প্রাথমিক বিদ্যালয়

[সম্পাদনা]
  • ২৮ নং বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬০)
২৮ নং বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২৮ নং বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ১৪৩ নং বটতৈল ভাদালিয়া পাড়া সরকারি প্রাথমিক (১৯৯৪)
  • বটতৈল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৯৪)
বটতৈল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
বটতৈল দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ২৯ নং বটতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাদ্রাসা

[সম্পাদনা]
  • নুরুল ইসলাম সিদ্দিক দারুল উলুম মাদ্রাসা (১৯৯৫)
  • খাজানগর জামেয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা

চিকিৎসা ও স্বাস্থ্য কেন্দ্র

[সম্পাদনা]

বটতৈল ইউনিয়নে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র রয়েছে। এর অবস্থান কবুরহাট হাইস্কুল ও কবুরহাট বাজারের মাঝামাঝিতে। এখানে বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা, ইপিআই গর্ভবর্তী, ডেলিভারী, গর্ভোত্তর অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি দেওয়া হয়।[]

এছাড়াও বটতৈল ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক রয়েছে যেখানে গ্রামীন তৃণমূল পর্যায়ে জনগনকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।[]

  • বটতৈল দক্ষিনপাড়া কমিউনিটি ক্লিনিক
  • খাজানগর কমিউনিটি ক্লিনিক
  • বটতৈল ভাদালিয়া পাড়া কমিউনিটি ক্লিনিক
  • বরিয়া-টাকিমারা কমিউনিটি ক্লিনিক
  • কুমারগাড়া কমিউনিটি ক্লিনিক

বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মত কুষ্টিয়াতেও প্রধানত ধান, পাট, আখ, ভূট্টা, পিয়াজ, রসুন, ডাল, তৈলবীজ ইত্যাদি চাষ করা হয়। এছাড়াও এখানে মনোহারী সবজি ও ফল উৎপাদন হয়

সরিষা ক্ষেত, বরিয়া
সরিষা ক্ষেত, বরিয়া

সংগঠন সমূহ

[সম্পাদনা]

ক্রীড়া সংগঠন

[সম্পাদনা]
  • কবুরহাট যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব
  • দোস্তপাড়া যুব উন্নয়ন একাদশ
  • খাজানগর ক্লাব
  • কবুরহাট তরুন একাদশ

সাংস্কৃতিক সংগঠন

[সম্পাদনা]
  • খাজানগর নিরুপমা ক্লাব
  • দোস্তপাড়া অনুপমা ক্লাব
  • কবুরহাট ইসলামী সমাজ কল্যান পরিষদ

পেশাজীবি সংগঠন

[সম্পাদনা]
  • খাজানগর মুক্তিযোদ্ধা কল্যান সমিতি
  • কবুরহাট ফ্রেন্ডস ক্লাব
  • চাউল মালিক সমিতি
  • চাষী ক্লাব
  • এসো গড়ি (কবুরহাট-দোস্তপাড়া)
  • মাটির মানুষ সমবায় সমিতি

ব্যাংক

[সম্পাদনা]

অর্থ গচ্ছিত রাখা, অর্থ লেনদেন করা, বিভিন্ন ধরনের ঋণসেবা প্রদান, দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করা, এসএমইর উন্নয়নসহ নানাবিধ কার্যক্রমে ব্যাংকিং খাত সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে

বর্তমানে বটতৈল ইউনিয়নে জনতা ব্যাংক, খাজানগর শাখা কার্যক্রম পরিচালনা করছে।

এনজিও

[সম্পাদনা]

অত্র ৪নং বটতৈল ইউনিয়ন পরিষদ এলাকায় এনজিও এর কোন প্রতিষ্ঠান নেই। বিভিন এনজিও গ্রামে গিয়ে অসহায় মানুষের মাঝে ঋন কার্যক্রম প্রদান করে থাকে । যেমনঃ-

চিত্রশালা

[সম্পাদনা]
নুরুল ইসলাম সিদ্দিকীয়া মাদ্রাসার পুকুর পাড়

শিল্প প্রতিষ্ঠান

[সম্পাদনা]

কিয়াম এগ্ৰো ফিড, মেসার্স কর্ণফুলী অটো ফ্লাওয়ার মিলস, দিবা এগ্রো বেইস ইন্ডাস্ট্রি, যাফর ফুড প্রোডাক্টস, জাহানারা এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ, সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্ট লিঃ, গড়াই এগ্রো ফুড প্রোডাক্টস এছাড়া খাজাননগরে প্রচুর রাইচ মিল রয়েছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে বটতৈল ইউনিয়ন"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  2. "বটতৈল ইউনিয়নের ইতিহাস"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  3. "সাংগঠনিক কাঠামো"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  4. "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  5. "বটতৈল ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক লোক সংখ্যা"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫ 
  6. "বটতৈল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, কুষ্টিয়া সদর , কুষ্টিয়া"4nobottailup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৫