সাগরখালী নদী
অবয়ব
সাগরখালী নদী | |
---|---|
মাজিহাটে সাগরখালী নদীতে পানি কম থাকায় স্থানীয় ব্যক্তিরা মাছ ধরছেন | |
ব্যুৎপত্তি | হিশনা-ঝাঞ্চা নদী |
অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
জেলা | কুষ্টিয়া |
উপজেলা | |
ইউনিয়ন | |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | পদ্মা নদী |
মোহনা | |
দৈর্ঘ্য | ১৫ কিলোমিটার (৯.৩ মা)[১] |
সাগরখালী নদী কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি ছোট নদী।[১][২][৩] এই নদীটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষ দেয়। প্যারীসুন্দরী দেবী এই ব্রিটিশ বিরোধীন আন্দোলন করেন। তিনি প্রায় দুই শতাধিক ব্রিটিশকে জমিদার বাড়িতে বলি দেন এবং সেই ব্রিটিশদের রক্ত সাগরখালী নদীতে বয়ে যায়।[৪]
প্রবাহ
[সম্পাদনা]নদীটি কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার হিশনা-ঝাঞ্চা নদী থেকে উৎপত্তি হয়ে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন, চিথলিয়া ইউনিয়ন, আমলা ইউনিয়ন ও সদরপুর ইউনিয়ন হয়ে দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নে মাথাভাঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়েছে।[৪] আমলা থেকে আরেকটি অংশ মাজিহাট হয়ে কুষ্টিয়া সদর উপজেলার চাঁপাইগাছির বিলে মিলিত হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ এস.এম. আলী আহসান পান্না, কুষ্টিয়া (২০১৯-০২-২৬)। "কুষ্টিয়ায় নদী দখলের মহোৎসব"। দৈনিক ইনকিলাব। ২০২৪-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫।
- ↑ "নদীসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - মিরপুর উপজেলা। ২০২৪-০৭-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫।
- ↑ এ.এইচ.এম আরিফ, কুষ্টিয়া (২০২২-০১-২২)। "অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার আট নদী"। আলোকিত বাংলাদেশ। ২০২৪-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫।
- ↑ ক খ "সাগরখালী নদী ও সদরপুর বাজার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-সদরপুর ইউনিয়ন, মিরপুর। ২০২৪-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে সাগরখালী নদী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "সাগরখালী নদী ও সদরপুর বাজার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-সদরপুর ইউনিয়ন, মিরপুর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৫।