ছাতিয়ান ইউনিয়ন
অবয়ব
ছাতিয়ান | |
---|---|
ইউনিয়ন | |
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ছাতিয়ান ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৫′৫৪″ উত্তর ৮৯°০′১৫″ পূর্ব / ২৩.৯৩১৬৭° উত্তর ৮৯.০০৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | কুষ্টিয়া জেলা |
উপজেলা | মিরপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ছাতিয়ান ইউনিয়ন বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]৩২ বর্গ কি.মি.।
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গ্রাম সমূহ:-
- ছাতিয়ান দক্ষিণ পাড়া, ইসলামপুর
- ছাতিয়ান উত্তর পাড়া, মহনপুর, সারুটিয়া, দূর্গাপুর
- ভারল, নিশ্চিন্তপুর
- আটিগ্রাম (পুরাতন)
- আটিগ্রাম (নতুন)
- ধলসা, পয়ারী
- কালিনাথপুর
- শোন্দহ, নফরকান্দি, ভাগাইপুর, ভুরারদাইড়
- বেশীনগর, নওদাকুর্শা, গঙ্গাতলা
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন - ২৩৩০ একর। নিবন্ধিত জনসংখ্যা - ৩৪,৩২৬ জন। ভোটার সংখ্যা আনুমানিক - ২২০০০ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৮২%
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ ১টি
- মাধ্যমিক বিদ্যালয় ৩টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি
- আলিয়া মাদ্রাসা ২টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫টি
- কেজি স্কুল ২টি
- কওমী মাদ্রাসা ৫টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]ছাতিয়ান কৈ মারার বিল, কবি দাদ আলীর মাজার (আটিগ্রাম)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- আব্দুল ওয়াহেদ – ধলসা গ্রামে জন্মগ্রহণ কারী সাবেক সাংসদ।
- বিচারপতি আবু জাফর সিদ্দিকী - সুপ্রিম কোর্ট বিভাগ, হাইকোর্ট।
- মোঃ আনোয়ার হোসেন - সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
- এ. কে. এম টিপু সুলতান - যুগ্ন সচিব, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
- মোঃ লিটন আলী - ইউএনও, তেরখাদা।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- মোঃ জসিম উদ্দিন বিশ্বাস
ক্রমিক নং | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | বিল্লাল হোসেন বিশ্বাস | ২৫ জানুয়ারি ১৯৭১-২৮ জুন ১৯৭১ |
০২ | আহাম্মদ হোসেন বিশ্বাস | ২৮ জুন ১৯৭১-৩০ অক্টোবর ১৯৭২ |
০৩ | মাহাবুল হক | ১৯৭৩-১৯৭৪ |
০৪ | আতাউল হক বকুল | ১৯৭৪-১৯৭৭ |
০৫ | আহাম্মদ হোসেন বিঃ | ১৯৭৭-১৯৮৪ |
০৬ | আতাউল হক বকুল | ১৯৮৪-১৯৮৮ |
০৭ | আমির আলী বাগজা | ১৯৮৮-১৯৯০ |
০৮ | আমিরুল ইসলাম | ১৯৯০-১৯৯২ |
০৯ | আনছার আলী | ১৯৯২-১৯৯৮ |
১০ | আমিরুল ইসলাম | ১৯৯৮-১৯৯৮ |
১১ | জামাল উদ্দিন | ১৯৯৮-২০০৩ |
১২ | আনছার আলী | ২০০৩-২০১১ |
১৩ | মোঃ জসীম উদিাদন বি: | ২০১১-২০১৬ |
১৪ | মোঃ জসিম উদ্দিন বিশ্বাস | ২০১৬- বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]@শোন্দহ গ্রামে ব্রিটিশ আমল থেকে শোন্দহ খাদ্য গুদাম ঘর, কৃষি অফিস, ভূমি অফিস,ইউনিয়ন পরিষদ অবস্থিত এবং বর্তমানে সেখানে কোন কার্যক্রম চালু নেই।তার পাশেই শোন্দহ পুলিশ ক্যাম্প গড়ে উঠেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ছাতিয়ান ইউনিয়ন"। chhatianup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
- ↑ "মিরপুর উপজেলা (কুষ্টিয়া) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |