খুকী কালীমন্দির, বজবজ
অবয়ব
খুকী কালীমন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বজবজ শহরে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির।
বিবরণ
[সম্পাদনা]বজবজে চিত্রগঞ্জের শ্মশানে আটচালা খুকী কালীমন্দির অবস্থিত। কষ্টিপাথর নির্মিত এক ফুট উচ্চ চতুর্ভূজা ত্রিনয়না দেবী বিগ্রহের পদতলে শিব অনুপস্থিত।[১]:৯৩ অতীতে বর্ধমান থেকে ডাকাতি করে ফেরার পথে এই কালীমূর্তিকে ডাকাতসর্দার, দয়াল ঠাকুর সাধকের কাছে রেখেই চলে যায়। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ বিগ্রহটি স্থাপনা করেন।[২] কথিত আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফেরার সময় এই মন্দির দর্শন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১
- ↑ Prohor। "বুকের ওপর মূর্তি রেখে সাধনা; কমলাকান্তের আরাধ্য কালীই বজবজের 'খুকি'! - Prohor"। বুকের ওপর মূর্তি রেখে সাধনা; কমলাকান্তের আরাধ্য কালীই বজবজের ‘খুকি’! - Prohor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।
- ↑ "অতিজাগ্রত কালীমন্দির, যেখানকার বিগ্রহের পুজো করতেন ইতিহাস প্রসিদ্ধ এক সাধক"। Indian Express Bangla। ২০২৩-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।