কপালকুণ্ডলা কালীমন্দির, কাঁথি
কপালকুণ্ডলা কালীমন্দির, কাঁথি | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
অবস্থান | |
অবস্থান | দারিয়াপুর গ্রাম, কাঁথি দেশপ্রাণ ব্লক, পূর্ব মেদিনীপুর জেলা |
স্থাপত্য | |
ধরন | বঙ্গীয় স্থাপত্যশৈলী |
কপালকুণ্ডলা কালীমন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির।[১] রসুলপুর নদীর মোহনায় দরিয়াপুরের এই কপালকুণ্ডলা মন্দিরের উল্লেখ পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে। সেই বর্ণনা অনুসারে জানা যায় এখানে কাপালিকরা তন্ত্রসাধনার জন্য নরবলি দিতেন।[২]
সংস্কার[সম্পাদনা]
এই মন্দিরটি দীর্ঘকাল জীর্ণ, ভগ্নপ্রায় অবস্থায় ছিল। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে ২০০৯ সালে মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়। দায়িত্বে ছিল রাজ্য হেরিটেজ কমিশন ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। তবে নানা সমস্যার কারণে মন্দিরটি সংস্কারের কাজ বিলম্বিত হয়। অবশেষে ২০১৩ সালের শেষের দিকে মন্দিরের সংস্কার সম্পূর্ণ হয়। এর জন্য খরচ হয় প্রায় ৪০ লক্ষ টাকা খরচ।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "সংস্কার হলেও ঝোপের আড়ালে লুকিয়ে কপালকুণ্ডলা মন্দির"। Sangbad Pratidin Digital। সংবাদ প্রতিদিন। ১৪ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।
- ↑ "দীপাবলিতেও অন্ধকারে থাকবে বাংলার এই প্রাচীন কালীমন্দির, প্রতিমাই যে নেই"। এবেলা। ২৮ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০।