কাদিগড় জাতীয় উদ্যান
কাদিগড় জাতীয় উদ্যান | |
---|---|
![]() ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কাদিগড় জাতীয় উদ্যানের একটি ছবি | |
অবস্থান | কাচিনা,ভালুকা, ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ |
নিকটবর্তী শহর | ভালুকা |
স্থানাঙ্ক | ২৪°২০′১৮″ উত্তর ৯০°১৯′৪২″ পূর্ব / ২৪.৩৩৮৪২৯° উত্তর ৯০.৩২৮৩৯৩° পূর্ব |
আয়তন | ৩৪৪.১৩ হেক্টর |
স্থাপিত | ২০১০ |
কাদিগড় জাতীয় উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিস্তৃত একটি জাতীয় উদ্যান।[১][২] ২০১০ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। ৩৪৪.১৩ হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত।[৩]
অবস্থান
[সম্পাদনা]এই উদ্যানটি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের সিডষ্টোর বাজার টু সখিপুর রাস্তার কাচিনা বাজার হইতে প্রায় ১ কিঃ মিঃ উত্তরে পালগাও চৌরাস্তার পাশে, কাচিনা গ্রামের উত্তর এবং পালগাও গ্রামের পূর্ব দিকে অবস্থিত।[৪]
হুমকি
[সম্পাদনা]কাদিগড় জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী কাচিনা, বাটাজোর, পালগাঁও, তামাট ও ডাকুরিয়া গ্রামে বন বিভাগের নীতিমালাকে লঙ্ঘন করে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ১৫টি করতকল। আর এসব করাতকলে অনবরত চলছে প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে শাল বনের বড় বড় গাছ কেটে কাঠ চেরাই। আর সেই চেরাই কাঠ করে আশপাশ এলাকার বাজারে অবস্থিত আসবাবপত্রের দোকানে হচ্ছে বিক্রি।[৫]
চিত্রশালা
[সম্পাদনা]-
দেশি শুমচা, কাদিগড় জাতীয় উদ্যানে
-
কাদিগড় জাতীয় উদ্যানের ভেতরে একটি বিশ্রামাগার
-
উদ্যানের ভেতরের অংশ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৮-১৯" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Protected Areas of Bangladesh"। বাংলাদেশ বন বিভাগ। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৬, ২০১৩।
- ↑ "দর্শনীয় স্থান"। kachinaup.mymensingh.gov.bd। ২১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৫।
- ↑ "ভালুকায় অবৈধ স'মিলের ছড়াছড়ি"। যুগান্তর। ঢাকা: সালমা ইসলাম। ১৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]