সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য
অবয়ব
সাঙ্গু বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() সাঙ্গু নদীর তীরে জঙ্গল | |
অবস্থান | বান্দরবান, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২১°৪১′২২″ উত্তর ৯২°১০′০১″ পূর্ব / ২১.৬৮৯৪৪° উত্তর ৯২.১৬৬৯৪° পূর্ব |
আয়তন | ২৩৩১.৯৮ হেক্টর |
স্থাপিত | ২০১০ |
কর্তৃপক্ষ | বাংলাদেশ বন বিভাগ |
সাঙ্গু বন্যপ্রাণ অভয়ারণ্য বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১০ সালের ৬ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। ২৩৩১.৯৮ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।[১] এটি সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলের অংশ। এটির দায়িত্বে রয়েছে বাংলাদেশ বন বিভাগের অধীনস্থ লামা বন বিভাগ। এটির জৈব-পরিবেশগত এলাকা চট্টগ্রামের পাহাড় ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে পড়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বন্যপ্রানী অভয়ারণ্য"। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। ২০১৭-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০২।