ইনানী জাতীয় উদ্যান
অবয়ব
(শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান থেকে পুনর্নির্দেশিত)
ইনানী জাতীয় উদ্যান | |
---|---|
![]() | |
অবস্থান | কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২১°০৮′২৪″ উত্তর ৯২°০৪′৫৬″ পূর্ব / ২১.১৪০০০২৫° উত্তর ৯২.০৮২০৮৩৪° পূর্ব |
আয়তন | ৭০৮৫.১৬ হেক্টর |
স্থাপিত | ২০১৯ |
ইনানী জাতীয় উদ্যান বাংলাদেশের একটি সংরক্ষিত জাতীয় উদ্যান। এটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত।
২০১৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।[১] জাতীয় উদ্যানটি রিজার্ভ উখিয়ার ঘাট এবং রিজার্ভ উত্তর হ্নীলা মৌজায় ৭০৮৫.১৬ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্যাজেট"। বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০।
- ↑ "জাতীয় উদ্যান"। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০।