চর কুকরি-মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য
চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল) | |
অবস্থান | ভোলা, বরিশাল বিভাগ, বাংলাদেশ |
নিকটবর্তী শহর | চরফ্যাশন |
স্থানাঙ্ক | ২১°৫৫′৩১″ উত্তর ৯০°৩৮′৪৭″ পূর্ব / ২১.৯২৫২৫০° উত্তর ৯০.৬৪৬৩৩৪° পূর্ব |
আয়তন | ৪০.০০ হেক্টর |
স্থাপিত | ১৯৮১ |
কর্তৃপক্ষ | বাংলাদেশ বন বিভাগ |
চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য বা চর কুকরি-মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের সবচেয়ে বৃহওম দ্বীপ ভোলা জেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণের অভয়ারণ্য।[১] ভোলা শহর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরের উপকন্ঠে মেঘনাও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠা চর কুকরি-মুকরিতে এই বনভূমির অবস্থান। এ বনে রয়েছে ১৫ হাজারেরও বেশি হরিণ। এ ছাড়া রয়েছে অতিথি পাখি, লাল কাঁকড়া, বুনো মহিষ, বানর, বনবিড়াল, উদবিড়াল, শেয়াল, বনমোরগসহ নানা প্রজাতির বন্য প্রাণী।
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বন্যপ্রানী অভয়ারণ্য"। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। ২০১৭-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০২।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে চর কুকরি-মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য সংক্রান্ত মিডিয়া রয়েছে।