চরমুগুরিয়া ইকোপার্ক
অবয়ব
চরমুগুরিয়া ইকোপার্ক | |
---|---|
অবস্থান | নয়াচর, কুমাড়াখালি, মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা |
স্থানাঙ্ক | ২৩°১০′২৮″ উত্তর ৯০°১২′২৪″ পূর্ব / ২৩.১৭৪৪৫০৮° উত্তর ৯০.২০৬৭৫৮১° পূর্ব |
আয়তন | ৪.২০ hectare (১০.৪ একর) |
নির্মিত | ২০১৫ |
চরমুগুরিয়া ইকোপার্ক বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় অবস্থিত ইকোপার্ক।[১][২]
আবস্থান
[সম্পাদনা]ইকোপার্কটি মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার কুমাড়াখালি মৌজার নয়াচর এলাকায় অবস্থিত।[৩]
বিবরণ
[সম্পাদনা]ইকোপার্কটির আয়তন ৪.২০ হেক্টর। ২০১৫ সালে ইকোপার্কটি তৈরি করা হয়।[৪] মূলত বানরের জন্য চরমুগুরিয়া পরিচিত। ২০১৫ সালে বনবিভাগ বানরগুলির জন্য নয়াচর এলাকায় এই অভয়াশ্রম তৈরি করে এদের স্থানান্তরের জন্য, যদিও বানরগুলিকে পুরোপুরি সেখানে নেওয়া সম্ভব হয়নি।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৮-১৯" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "মাদারীপুরে বসতি উচ্ছেদ করে ইকোপার্ক নির্মাণ,এলাকায় আতঙ্ক"। shibcharbarta। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইকোপার্ক"। বন অধিদপ্তর। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ "ভালো নেই মাদারীপুরের দেড় হাজার বানর"। thebengalitimes। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।