কাঁচের দেয়াল
কাঁচের দেয়াল | |
---|---|
পরিচালক | জহির রায়হান |
প্রযোজক | জহির রায়হান |
রচয়িতা | জহির রায়হান |
চিত্রনাট্যকার | জহির রায়হান |
কাহিনিকার | জহির রায়হান |
উৎস | কাঁচের দেয়াল (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | সুমিতা দেবী আনোয়ার হোসেন খান আতাউর রহমান রানী সরকার |
সুরকার | খান আতাউর রহমান |
চিত্রগ্রাহক | আফজাল চৌধুরী |
সম্পাদক | এনামুল হক |
প্রযোজনা কোম্পানি | লিটল সিনে সার্কেল |
মুক্তি |
|
দেশ | পাকিস্তান পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
ভাষা | বাংলা ভাষা |
কাঁচের দেয়াল, ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেন জহির রায়হান। ছবিটিতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন, সুমিতা দেবী, খান আতাউর রহমান প্রমুখ।[১]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]অসহায় এক তরুণী মামার বাড়িতে লালিত পালিত। মায়ের মৃত্যুর পর তার বাবা হয়ে যায় বাউন্ডুলে। মামার পরিবারে মেয়েটির লাঞ্ছনা গঞ্চনার শেষ নেই। তবে এক মামা ও মামাতো ভাই তাকে আলাদা চোখে দেখে। মেয়েটি হঠাত লটারীতে প্রচুর টাকা পেয়ে যায়। এ সময় মামার পরিবারে তার আদর যত্নও বেড়ে যায়। কিছুদিন পরেই সংবাদ আসে যে লটারি মিথ্যে। মেয়েটির ভাগ্যে আবার দুর্ভোগ নেমে আসে। শেষ পর্যন্ত বিদ্রোহ করে এবং বাড়ি থেকে কাঁচের দেয়াল ভেঙ্গে বেড়িয়ে পড়ে।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- আনোয়ার হোসেন -
- সুমিতা দেবী -
- খান আতাউর রহমান -
- রানী সরকার
- রোজী সামাদ
- ইনাম আহমেদ
- শওকত আকবর
- নারায়ণ চক্রবর্তী
- আসিয়া
- বি,এ, মালেক
- পূর্ণিমা সেন
- আবদুল মতিন
- আবুল খায়ের
সঙ্গীত
[সম্পাদনা]কাঁচের দেয়াল চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন খান আতাউর রহমান। শ্যামল বরণ মেয়েটি এই চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।
পুরস্কার
[সম্পাদনা]'কাঁচের দেয়াল' ১৯৬৫ সালে পাকিস্তান চলচ্চিত্র উত্সবে ১টি পুরস্কার পায় এবং জহির রায়হান শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননাসহ কয়েকটি পুরস্কার পান।[১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাঁচের দেয়াল (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে কাঁচের দেয়াল