বিষয়বস্তুতে চলুন

কঙ্কালেশ্বরী কালীমন্দির, বর্ধমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবরত্ন কঙ্কালেশ্বরী কালীমন্দির

কঙ্কালেশ্বরী কালীমন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নিকটে কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত নবরত্ন কালী মন্দির[] এই মন্দির দুহাজার বছরের চেয়েও পুরনো।[]

বিগ্রহ

[সম্পাদনা]

১৯১৩ খ্রিষ্টাব্দে (১৩২০ বঙ্গাব্দ) দামোদর নদের বন্যার সময় বর্ধমান শহরের পশ্চিমে নদীগর্ভ থেকে এই কালী মূর্তি পাওয়া যায়। মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা হয়নি। মূর্তিটি আসলে তিন ফুট চওড়া ও পাঁচ ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ বিশেষ। দুই দিকে চারটি করে, মোট আটটি হাত আছে। মূর্তিটি পাথরে খোদিত এবং মানব কঙ্কালের মতো দেখতে। বিগ্রহটি অষ্টভূজা, গলায় নরমুন্ডমালা, পদতলে শিব ও তার দুইপাশে দুইজন সহচরীর মূর্তি অবস্থিত। আটটি হাতে নরমুণ্ড, শঙ্খ, চক্র, ধনু, খড়্গ, পাশ ইত্যাদি রয়েছে। প্রতিমার দেহের শিরা উপশিরার নিখুঁত ভাস্কর্য বর্তমান।[]:১০৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সংবাদদাতা, নিজস্ব। "দীপাবলির আগে সেজে উঠছে বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীমন্দিরকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৪ 
  2. "stories and myths behind kankaleshwari kali of kanchannagar, east midnapur– News18 Bangla"News18 Bengali। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৪ 
  3. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১