বিষয়বস্তুতে চলুন

উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা

স্থানাঙ্ক: ২০°১৫′৪৬″ উত্তর ৮৫°৪৭′১০″ পূর্ব / ২০.২৬২৮৩১২° উত্তর ৮৫.৭৮৬০২৯৭° পূর্ব / 20.2628312; 85.7860297
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদয়গিরি
খণ্ডগিরি থেকে দেখা উদয়গিরি গুহার দৃশ্য
উদয়গিরির ১ নং গুহা রাণীগুম্ফ
উদয়গিরির ১০ নং গুহা গণেশগুম্ফ
উদয়গিরির ১৪ নং গুহা হাতীগুম্ফ
খণ্ডগিরি গুহা
উদয়গিরি গুহা

উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা (ওড়িয়া: ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା) হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে।[] গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত, যাদেরকে হাথিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলো চমত্কারভাবে খনন করা। এগুলো কলিঙ্গ রাজ খারবেলের রাহত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত্ হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে ১৮ টি এবং খণ্ডগিরি পাহাড়ে ১৫ টি গুহা রয়েছে।

Inscription in Udaigiri

উদয়গিরির গুহাসমূহের তালিক

[সম্পাদনা]
উদয়গিরির ১২ নং গুহা ব্যাঘ্রগুম্ফ
উদয়গিরি
খন্ডগিরির গুহা মন্দিরাশ্রম
  1. রাণীগুম্ফা
  2. বাজাহারাগুম্ফা
  3. ছোট হাতীগুম্ফা
  4. অলকাপুরীগুম্ফা
  5. জয়-বিজয়গুম্ফা
  6. পানাসগুম্ফা
  7. ঠাকুরাণীগুম্ফা
  8. পাতালপুরীগুম্ফা
  9. মঞ্চপুরীগুম্ফা
  10. গণেশগুম্ফা
  11. জাম্বেশভরাগুম্ফা
  12. ব্যাঘ্রগুম্ফা
  13. সর্পগুম্ফা
  14. হাতীগুম্ফা
  15. ধ্যানহারাগুম্ফা
  16. হরিদাসগুম্ফা
  17. জগন্নাথগুম্ফা
  18. রোসাইগুম্ফা

খন্ডগিরির গুহাসমূহের তালিক

[সম্পাদনা]
  1. তাতোয়াগুম্ফা - ১
  2. তাতোয়াগুম্ফা - ২
  3. অনন্তগুম্ফা
  4. তেন্তুলিগুম্ফা
  5. খন্ডগিরিগুম্ফা
  6. ধ্যানগুম্ফা
  7. নবমুনীগুম্ফা
  8. রড়ভূজিগুম্ফা
  9. ত্রিশূলগুম্ফা
  10. আম্বিকাগুম্ফা
  11. ললাটেদু:খেশ্বরীগুম্ফা
  12. নামহীন
  13. নামহীন
  14. একাদশীগুম্ফা
  15. নামহীন

টিকিট

[সম্পাদনা]

উদয়গিরি এবং খণ্ডগিরি গুহায় প্রবেশমূল্য নিম্নরূপ:

  • ভারত, সার্ক-ভুক্ত ও বিমসটেক-ভুক্ত রাষ্ট্রগুলির অধিবাসীদের জন্য জন প্রতি - 45.০০ টাকা
  • অন্যান্য বিদেশি রাষ্ট্রের অধিবাসীদের জন্য জন প্রতি - 3০০.০০ টাকা বা 5 ডলার
  • ১8 বছরের কম বয়সীদের জন্য - বিনামূল্যে প্রবেশ।
  • আপনি যদি শুধুমাত্র খন্ডগিরি পরিদর্শন করেন তবে টিকিটের দরকার নেই |

সময়সূচী

[সম্পাদনা]

এই স্থাটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটক/দর্শকদের জন্য খোলা থাকে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহি:সংযোগ

[সম্পাদনা]