উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২

সময়কাল

@Aishik Rehman: এটি কবে হচ্ছে? যাইহোক, নিশ্চিত করেন যে এটা ও নারীবাদ এডিটাথন যেন একসাথে না পড়ে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৫, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

@Nettime Sujata, RockyMasum, এবং ANKAN: আপনাদেরও উল্লেখ করছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১৮, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
@আফতাবুজ্জামান দুটো একইসাথেই পড়বে বলে মনে হচ্ছে, এবং এটা নিয়ে গত সভাতেও আমরা আলোচনা করেছিলাম যেখানে অংকন দা এবং রকি ভাইও উপস্থিত ছিলেন। এখন বিষয় হচ্ছে নারীবাদ যেহেতু আন্তঃউইকি প্রতিযোগিতা সেটার তারিখ পরিবর্তন করা আমদের পক্ষে মুশকিল। আবার অমর একুশে তো ফেব্রুয়ারিতে হওয়া উচিত এবং হয়েও আসছে। গতবারও এই দুটো একই সময়ে আয়োজিত হয়েছিল, তাতে খুব একটা ঝামেলা হয়েছে বলে মনে হয় নি। অধিকন্তু একটি যেহেতু নতুন নিবন্ধ তৈরি এবং অন্যটি মানোন্নয়ন বিষয়ক, সেহেতু ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিষয়ে কাজ করবে। সবাই হয়ত একই বিষয়ে আগ্রহী না। আমি এই দুটো একই সময়ে হওয়া ছাড়া বিকল্প দেখছি না। ⋯Aishik Rehman (আলাপ) ০৩:২৭, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

জমা হয় না

জমা হয় না কেন, জমাদান সহজ করুন মো. মাহমুদুল আলম (আলাপ) ০৬:৪৭, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম আপনি জমা দেওয়ার সময় কোন ধরণের সমস্যার মুখোমুখি হচ্ছেন? —শাকিল (আলাপ · অবদান) ১০:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
জি, যোগ করতে পারছি না। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১১:২৮, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম নিবন্ধের নাম বলুন, আমি জমা দিয়ে দিচ্ছি —শাকিল (আলাপ · অবদান) ১২:০৪, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
শরীয়ত নামে নিবন্ধ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:২০, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম:  করা হয়নি নিবন্ধটির সকল সম্পাদনা ১ ফেব্রুয়ারির আগের। দয়া করে, তালিকা থেকে একটি নিবন্ধ বাছাই করে অনুবাদ শুরু করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৩০, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

টেনিস এবং রাফায়েল নাদাল যোগের অনুরোধ

খেলাধুলা তালিকায় টেনিস এবং জীবনী তালিকায় রাফায়েল নাদাল অন্তর্ভুক্তের অনুরোধ জানাচ্ছি।--সাজিদ রেজা করিম ১১:০৮, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Sajid Reza Karim রাফায়েল নাদাল যোগ করা হয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৩, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তাগালোগ ভাষা যোগ করার অনুরোধ

ভাষার তালিকায় তাগালোগ ভাষা (ইংরেজি লিঙ্ক:[language]) যোগ করার জন্য অনুরোধ করছি। Md. Rayan Alam Rifat (আলাপ) ১১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Md. Rayan Alam Rifat এই নামে কোন নিবন্ধ নেই। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
এই নিবন্ধটির ইংরেজি উইকি লিঙ্ক:https://en.m.wikipedia.org/wiki/Tagalog_language Md. Rayan Alam Rifat (আলাপ) ০১:২৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@Md. Rayan Alam Rifat: ভাইয়া সমস্যা হল বাংলা উইকিতে তাগালোগ ভাষা নামে কোনও নিবন্ধ নেই। অন্যদিকে এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল ইতোমধ্যে থাকা অসম্পূর্ণ/প্রায় খালি নিবন্ধের মান বৃদ্ধি করা। এখন যদি প্রতিযোগিতার অংশ হিসেবে আপনাকে এই নিবন্ধটি সৃষ্টির অনুমতি দেওয়া হয়, তাহলে আমি মোটামুটি নিশ্চিত আরও প্রতিযোগী একই অনুরোধ করবে। তখন তাদের "না" করলে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে।
আপনি এখান থেকে কোনও নিবন্ধ বেছে নিন ও এখানে আমাদের জানান। তখন আমরা যাচাই করে বলে দিব সেটি নিয়ে কাজ করা যাবে কিনা। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

চলচ্চিত্র বিভাগ

আমি আশা করেছিলাম নিবন্ধ তালিকা থেকে একটি বা একের ছেয়ে বেশি চলচ্চিত্র-সম্পর্কিত নিবন্ধ বাছাই করব, কিন্তু এই রকম কোন নিবন্ধ বা বিভাগ নেয়। নিশ্চিত করুন যদি এই প্রকারের কোন নিবন্ধ ভবিষ্যৎ যোগ করা হবে বা না। — 50-Man🦸🏽 (আলাপ) ১৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

এব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, আপনি নিয়ম অনুসরন করে আপনার পছন্দের নিবন্ধ যোগ করার অনুরোধ করতে পারেন। পরবর্তীতে আয়োজক দল সেটি বিবেচনা করবে। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তালিকা-বহির্ভুত নিবন্ধ

ইতিপূর্বে বাংলায় অনুদিত হয়নি এমন ইংরেজি নিবন্ধ কি অনুবাদ (সম্পূর্ণ অংশ) করে এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে? Nakul Barman (আলাপ) ১৩:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

না, এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নতুন নিবন্ধের প্রস্তাব

শূন্য দ্বারা ভাগ নিবন্ধটি এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা যেতে পারে।Nakul Barman (আলাপ) ১৪:১৬, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Nakul Barman নিবন্ধটির ইংরেজি সংস্করণ আর বাংলা আকার মোটামুটি কাছাকাছি। অন্য একটি বাছাই করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:২৬, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

গুণ (গণিত) নিবন্ধটি যোগ করা যেতে পারে।— Nakul Chandra Barman (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nakul Chandra Barman:  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ২১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

মলদোভা নিবন্ধটি যোগ করা যেতে পারে। 🌍🌍আ҉হ҉ো҉প҉্҉র҉🌍🌍 ০৪:২০, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Ahp101:  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৫:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অমৃতসর জেলা নিবন্ধটি যোগ করা যেতে পারে। আহোপ্রআলোচনা ০৬:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

 করা হয়নি। ছোট নিবন্ধ। অন্য একটি বাছাই করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

গুগল ম্যাপস প্রযুক্তি ও প্রকৌশল বিভাগে যোগ করা যেতে পারে। Fsbot777 (আলাপ) ১৭:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Fsbot777  করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

হ্যাঁ Mijanur Rahman Sowrov (আলাপ) ০২:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

করা হয়েছে। Yeaminur Rahman Kinnor (আলাপ) ২২:২১, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

)

যুক্ত করা: বরফ, খরা

হয়তো যুক্ত করা যাবে — AKanik 💬 ১৩:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
ধন্যবাদ। — AKanik 💬 ০৪:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জীবনী

উইকিপিডিয়া সর্বশেষ নবি,নবি মোহাম্মাদ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), ওনার জীবনী সংক্রান্ত নিবন্ধ নিয়ে কাজ করতে চাচ্ছি।জীবনী সেংশনে উনার নাম যোগ করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব। জাযাকুমুল্লাহ খাইরান! Fakir Alamgir Shiam (আলাপ) ২২:০১, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Fakir Alamgir Shiam প্রতিযোগীতার উদ্দেশ্য হলো বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন, আপনি যেই নিবন্ধের কথা বললেন সেটা ইতিমধ্যে ভালো নিবন্ধ হিসাবে স্বীকৃত। তাই  করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ০৩:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Ami hitler er jiboni nie likhbo Aziz rakib (আলাপ) ০৫:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

All amin Ruf3346 (আলাপ) ১৩:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Mashfiqul Hasan (আলাপ) ১০:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জেমস জয়েস

জেমস জয়েস এর পাতা অনুবাদ করতে চাই। দয়া করে যুক্ত করুন। --এস রাসুল

@এস রাসুল:  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৯:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রতিযোগিতার জন্য বিবেচনা করা যেতে পারে

এইগুলো যোগ করা যেতে পারে: দশমিক পদ্ধতি, দিওফান্তোস, অ্যালগরিদম, ভৌত বস্তু, ভৌত রাশি Nakul Barman (আলাপ) ০১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অ্যালগরিদম যুক্ত করেছি। বাকিগুলো ছোট মনে হচ্ছে। শেষের দুটিতে একাধিক সমস্যা দেখতে পাচ্ছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

উপদাহী অন্ত্র সংলক্ষণ নিবন্ধটি যোগ করা প্রসঙ্গে

উপদাহী অন্ত্র সংলক্ষণ নিবন্ধটি যোগ করা যায় কি? যোগ করার অনুরোধসহ,
FARMER 💬 ✒️ ১০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@FARMER: অন্যান্য অনুচ্ছেদে যুক্ত  করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ। জীববিজ্ঞানের সাথে কিছুটা সংশ্লিষ্টতা থাকায় নিবন্ধটিকে জীববিজ্ঞান অনুচ্ছেদে যোগ করেছি। -- FARMER 💬 ✒️ ১১:১২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

বাস্কেটবল

বাস্কেটবল খেলা কি খেলাধুলা অংশে যোগ করা যায়? PG Turjo (আলাপ) ১৭:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@PG Turjo করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৬:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

দেশ ও শহর

বৃহত্তর ম্যানচেস্টার যোগ করা যেতে পারে। ইমতিয়াজ (আলাপ) ১৭:০০, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Imtiaz ahmed rifat:  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৭:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জীববিজ্ঞান

আমি Suvankar Das.Lac operon নিয়ে কাজ করতে ইচ্ছুক 2409:4060:E8D:87C3:DF57:7E66:5764:A0C5 (আলাপ) ০৩:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Lac operon এর নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ায় এখনও তৈরি হয়নি তাই এটা যোগ করা যাচ্ছে না। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটি

তথ্যসূত্র ও লিঙ্ক সংযোগ

অনুবাদের সময় কি তথ্যসূত্র ও লিঙ্ক সংযুক্ত করা আবশ্যক? Oliur Rahman ১৪:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)Oliur Rahman

@Orsuhag হ্যাঁ, অনুবাদ করার সময় এগুলোও যোগ করতে হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

হ্যাঁ আবশ্যক ! তবে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আপনার অনুবাদে আর কোথাও লিংক দেওয়া যাচ্ছে না তখন আপনি লিংক যুক্ত নাও করতে পারেন । কিন্তু তথ্যসূত্র দেওয়া লাগবে । জে আহমেদ (আলাপ) ১০:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

plant-- উদ্ভিদ রাকিবুল হোসেন রাকিব (আলাপ) ০৮:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

টিউটোরিয়াল

এই অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এর অনুবাদ করার নিয়ম এর শুরু থেকে শেষ পর্যন্ত একটি টিউটোরিয়াল রাখা প্রয়োজন উইকিমিডিয়া ফাউন্ডেশন এর। Fsbot777 (আলাপ) ১৬:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Fsbot777: উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন দেখুন। না বুঝলে, কোথাও আটকে গেলে এখানে জানাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ

কাজের পদ্ধতি কেন জানি না স্পষ্ট হচ্ছে না। Sitangshu Kar (আলাপ) ১৭:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@সিতাংশু কর: এখান থেকে একটা নিবন্ধ বাছাই করে সেটির অনুবাদ শুরু করুন। উদাহরণ: আপনি অমুক নিবন্ধ বাছাই করলেন, এবার ইংরেজি উইকি থেকে নিবন্ধটির লেখা কপি করে এনে ব্যবহারকারী:সিতাংশু কর/খেলাঘর-এ যোগ করুন ও ইংরেজি লাইন বাংলা করুন। খেলাঘরে কাজ শেষ হলে, অনুবাদগুলি মূল বাংলা নিবন্ধে যোগ করে দিন। এটা একটা পদ্ধতির উদাহরণ মাত্র। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে অনুবাদ করুন। চেষ্টা করুন, কোথায় যেয়ে আটকে গিয়েছেন তাও জানান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২১, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
বুঝিনি !😭😭😭 Taspia (আলাপ) ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

কিছুই বুঝতে পারিনি মোঃশামীম ইসলাম (আলাপ) ২২:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

I can't realise nothing more মোঃশামীম ইসলাম (আলাপ) ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

স্বাস্থ্য বিষয়ে যোগ করা উচিত

স্বাস্থ্য সম্পর্কিত কোন বিভাগ দেখলাম না উইকিপিডিয়ার এডমিন মহোদয় যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো আরটিকেলের অনুবাদ করার বিষয় দিলে খুবই ভালো হয় 2401:4900:1043:FA7C:0:47:133E:F701 (আলাপ) ০৫:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

স্বাস্থ্য সম্পর্কিত নির্দিষ্ট কোনো নিবন্ধ অনুবাদ করতে চাইলে নিবন্ধটির নাম এখানে বলুন, প্রতিযোগিতার নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে আমরা তালিকায় যুক্ত করে দেবো। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:২০, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ডোপ টেস্ট আরিফ হোসেন সন্তনু (আলাপ) ০৯:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@আরিফ হোসেন সন্তনু দুঃখিত এইনামে কোন নিবন্ধ বিদ্যমান নেই, তাই  করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ১৫:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ব্যবহারকারীর পৃষ্ঠা

নিবন্ধ দিতে গেলে ব্যবহারকারীর পৃষ্ঠা থাকা কি প্রয়োজন?? ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ১০:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH না, ব্যবহারকারী পাতা থাকার প্রয়োজনীয়তা নেই। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আমি কোথায় পাঠাবো এটি ? Taspia (আলাপ) ০৫:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@Taspia আপনি কি পাঠাতে চাচ্ছেন? —শাকিল (আলাপ · অবদান) ১৫:১১, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অন্য ভাষায থেকে অনুবাদ

ইংরেজি ছাড়া অন্য ভাষা থেকে অনুবাদ করা যাবে? ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ১০:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH আমাদের তালিকাটি তৈরি করা হয়েছে ইংরেজি ভাষার নিবন্ধের আকার ও সম্পূর্ণতা বিবেচনা করে। অন্য ভাষা থেকেও অনুবাদ করা যেতে পারে। তবে অনুবাদ শুরুর আগে এখানে সেই ভাষার নিবন্ধের নামসহ বার্তা দেওয়ার অনুরোধ করছি, যাতে একজন অভিজ্ঞ সম্পাদক যাচাই করে বলতে পারেন নিবন্ধটি প্রতিযোগিতার নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ভাষার নাম : ইংরেজি। এটি একটি আন্তর্জাতিক ভাষা।English ভাষা যা ১৬০টিরও বেশি দেশে ব্যবহৃত হয়। Tauhidul Islam Sourov (আলাপ) ০৫:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Language Name: English.It is an international language.It is English language which is used almost 160 countries in the world. Omor Hosssen Emon (আলাপ) ০৯:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আরবি হতে বাংলা ভাষায় অনুবাদ Mst. Arifa aktar (আলাপ) ০০:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জৈব সার নিবন্ধ তালিকায় যোগ করার অনুরোধ

জৈব সার ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ১২:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

রেডমি সংযুক্ত করা

বর্তমান বিশ্বের অন্যতম সফল স্মাটফোন ব্রান্ড রেডমি এটি প্রযুক্তি ও প্রকৌশল বিভাগে যোগ করা যেতে পারে।এটির ইংলিশ নিবন্ধ Redmi Fsbot777 (আলাপ) ১৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Fsbot777 ইংরেজি নিবন্ধটির আকার অনেক বড় হলেও মূল বিষয়বস্তু কম। পুরোটাই টেবিল। তাছাড়া একাধিক ট্যাগও দেখতে পাচ্ছি। দয়া করে অন্য একটা নিবন্ধ বাছাই করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তাহলে অনুগ্রহপূর্বক রেডমির parent কোম্পানি শাওমিনিয়ে একটু দেখুন,যে এটা যোগ করা যায় কি না? Farhaniks000 (আলাপ) ১৪:২০, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

দুঃখিত টাইপিং মিস্টেক,ওইটা শাওমি Farhaniks000 (আলাপ) ১৪:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রযুক্তি ও প্রকৌশল বিভাগে ওয়ানপ্লাস যোগ করা যেতে পারে। Farhaniks000 (আলাপ) ১৬:০২, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000 ইংরেজি নিবন্ধটি যথেষ্ট বড় কিংবা তথ্যবহুল নয় তাছাড়া বিভিন্ন সমস্যাও বিদ্যমান, তাই  করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ০৩:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ওয়ানপ্লাস ব্রান্ডটির বয়স খুব একটা বেশি নয়।সে অনুযায়ী তথ্য বেশি থাকবে না,এটাই কী স্বাভাবিক নয়? Farhaniks000 (আলাপ) ০৬:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000 আপনি হয়তো লক্ষ্য করেছেন আমাদের প্রতিযোগীতার উদ্দেশ্য হলো বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন। এখন আমরা যদি এমন নিবন্ধ তালিকায় যোগ করি যেগুলোতে তেমন কোন তথ্য নেই বা সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধগুলো মানসম্মত নয় তাহলে সেটা ব্যবহার করে কি মানোন্নয়ন করা যাবে? আপনি যদি প্রযুক্তি নিয়ে আগ্ৰহী হন তাহলে আমি আপনাকে নিবন্ধ খুঁজতে সাহায্য করতে পারি অব্যশই —শাকিল (আলাপ · অবদান) ০৯:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অংশগ্রহণ

এই প্রতিযোগিতায় অংশ গ্রহণে কিভাবে নিবন্ধন যুক্ত করব? কোথায় থেকে অনুবাদ করবো? শগুপ্তা মারিয়া (আলাপ) ১০:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@শগুপ্তা মারিয়া: প্রথমে উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২#নিয়মাবলি পড়ুন। উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন দেখুন। এতে বিস্তারিত লেখা আছে। এগুলি পড়েও যদি না বুঝেন, তাহলে এখানে নিচে প্রশ্ন করুন। আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
Ami bujhte Parini Taspia (আলাপ) ০৫:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আমি কি করবো অংশ নেওয়ার জন্নো ? Taspia (আলাপ) ০৫:২১, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
প্লিজ তাড়াতাড়ি করুন Taspia (আলাপ) ০৫:২২, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@Taspia প্রথমে উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/অংশগ্রহণকারী পাতায় আপনার নাম যোগ করুন, এরপর উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ তালিকা থেকে কোন নিবন্ধ উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন-তে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনুবাদ করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৫:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আমি কোথায় অনুবাদ করবো ?

মোবাইলে টাইপ করে নাকি কাগজে লেখে ? Taspia (আলাপ) ০৫:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Taspia মোবাইলে টাইপ করেই লিখতে হবে। —শাকিল (আলাপ · অবদান) ০৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Thanks Mislam210 (আলাপ) ১১:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জমা করার বিষয়

আমি আমার নিবন্ধ জমা করেছি।এখন কী সেটা পর্যালচনার ছকে আমি এন্ট্রি করে দেব।নাকি এমনই হয়ে যাবে..... Yuvraj Ghosh Bipro (আলাপ) ১২:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Yuvraj Ghosh Bipro: আপনারকে কিছু করতে হবে না। কোন পর্যালোচক তা করবে। আপনি নিবন্ধটির মানোন্নয়ন অব্যাহত রাখেন (বাক্য গঠন ঠিক আছে কিনা তা দেখুন) অথবা নতুন আরেকটি নিবন্ধ নিয়ে কাজ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আমি লিখন পদ্ধতির ইতিহাস -- এই নিবন্ধটা নিয়ে সম্প্রতি অনুবাদ করেছি , এটা কি প্রতিযোগিতায় পাঠানো যাবে? কোন বিভাগের মধ‍্যে এটা গ্রাহ‍্য হবে সুপ্রীতি ভট্টাচারিয়া (আলাপ) ০৬:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আমি শুভাশিস বেরা আমার নিবন্ধনটি হল পাললিক শিলা , আমার নিবন্ধনটি জমা পড়েছে,দয়া করে বলুন? শুভাশিস বেরা (আলাপ) ০১:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তথ্যসূত্র

আমি এক জায়গায় অনুবাদ করার সময় নিচের অংশটি আসলো। ইংরেজি নিবন্ধে এরকমই ছিল <ref name=":0" /> এরকম। বাংলা নিবন্ধে হুবহু এরকম তুলেছি।

খেলা ঘরে প্রকাশ করার সময় নিচের মত দেখাচ্ছে

উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি। ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ১৪:২২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH: এটা নিয়ে ভাববেন না। নিবন্ধ জমা দেওয়ার পর এই রকম টুকটাক সমস্যা থাকলে আমরা ঠিক করে দিব। আপনি নিবন্ধটির মানোন্নয়ন অব্যাহত রাখুন। বিশেষ করে নিবন্ধের বাক্যগুলির গঠন যেন যান্ত্রিক না হয় সেদিকে নজর রাখবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ধন্যবাদ ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ০২:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

জমা দিতে পারছি না

জমা দেওয়ার অপশনে গিয়ে লিখতে পারছি না। লিখলে সেটা আগের জনের জমা দেওয়া নিবন্ধের সাথে হয়ে যাচ্ছে। Umme Sofa (আলাপ) ০৭:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Umme Sofa পাতাটির একদম শেষে # [[নিবন্ধের নাম]] ~~~~ লিখে দিলেই হবে। না পারলে যে নিবন্ধটা জমা দিতে চান, তার নাম এখানে লিখুন। আমি আপনার পক্ষে জমা দিয়ে দিবো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

রকেট Umme Sofa (আলাপ) ০৯:২১, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Umme Sofa নিবন্ধটিতে আপনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করেন নি। দয়া করে নিবন্ধটা সম্পূর্ণ অনুবাদ করুন। যান্ত্রিক অনুবাদ প্রকাশ করবেন না। যান্ত্রিক অনুবাদসহ জমা দিলে নিবন্ধ গৃহীত হবে না। অনুবাদ শেষ হলে এখানে জানাবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:০২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধটিতে আপনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করেন নি। দয়া করে নিবন্ধটা সম্পূর্ণ অনুবাদ করুন। যান্ত্রিক অনুবাদ প্রকাশ করবেন না। যান্ত্রিক অনুবাদসহ জমা দিলে নিবন্ধ গৃহীত হবে না। অনুবাদ শেষ হলে এখানে জানাবেন। Ruf3346 (আলাপ) ১৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ বলতে আপনি কী গুগল ট্রান্সলেশন কে বুঝাচ্ছেন? দেবশ্রী মন্ডল (আলাপ) ১১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

রেফারেন্স

ইংরেজি নিবন্ধ থেকে বাংলা নিবন্ধে অনুবাদ করার সময় রেফারেন্স দিতে হবে কী? 27.147.191.57 (আলাপ) ০৮:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইংরেজি নিবন্ধের তথ্যসূত্রগুলো এনে দিলেই হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

রেফারেন্স কী একেবারে হুবহু দিতে হইবে? Farhaniks000 (আলাপ) ১১:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসিসি)

প্রযুক্তি বিভাগে শাওমি যোগ করা যেতে পারে। Snigdhobis777 (আলাপ) ১২:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সার্টিফিকেট

একটি নিবন্ধ অনুবাদ করলে কি কেবলমাত্র গৃহীতরাই সার্টিফিকেট পাবে? না কি যারা গৃহীত হয়নি তারাও সার্টিফিকেট পাবে? Snigdhobis777 (আলাপ) ১৬:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Snigdhobis777 নূন্যতম একটি নিবন্ধ গৃহীত হলেই সার্টিফিকেট পাওয়া যাবে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
হ্যাঁ, কেবলমাত্র গৃহীতরাই সার্টিফিকেট পাবে। কারণে কেউ যদি গুগল অনুবাদ ব্যবহার করে যান্ত্রিক অনুবাদ করে নিবন্ধ জমা দেয় ও যান্ত্রিক অনুবাদ করে যদি সেই ব্যক্তি সার্টিফিকেট পায় তা কিন্তু সঠিক হবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সার্টিফিকেট এর সফটকপি কীভাবে প্রেরণ করা হবে? Farhaniks000 (আলাপ) ১০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000 ফলাফল ঘোষণার পর আপনার কাছে ই-মেইল ঠিকানা ও অন্যান চাওয়া হবে এবং পরবর্তীতে সেই ঠিকানায় কপি প্রেরণ করা হবে। —শাকিল (আলাপ · অবদান) ১২:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সার্টিফিকেট কি ব্যবহারকারীনাম /username দিয়ে লিখা হবে? Farhaniks000 (আলাপ) ১১:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ জমা সম্পর্কে

আমি আমার নিবন্ধটি সম্পন্ন করেছি কিন্তু আমি জমাদান করতে পারছি না। এখন বুঝতে পারছি না এটা কি জমা হয়ে গেছে নাকি অন্য কোনো ভাবে করতে হবে? আদিত্য সাহা (আলাপ) ১৬:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@আদিত্য সাহা আপনার জমাদান সফল হয়েছে, এখন আরেকটি নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন। অল্প সময়ের মধ্যেই একজন পর্যালোচক আপনাকে ফিডব্যাক জানাবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সংশোধন

"অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা 2022 "নিবন্ধের যোগাযোগ অংশ তে পরবর্তী সভার তারিখ ১১জানুয়ারি* ২০২২ লেখা আছে। ওখানে *ফেব্রুয়ারি হওয়ার কথা ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ০১:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@RockyMasum:AKanik 💬 ০৪:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@Ahmad Kanik এবং ABDUL HAQUE BANGLADESH: ঠিক করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৪:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সামরিক বাহিনীর তথ্য

সামরিক বাহিনীর অনেক তথ্য ইংরেজি ভাষায় থাকলেও বাংলায় পুরোপুরি নেই। এসব বিষয়ে মানোন্নয়ন করতে পারলে, দেশের সামরিক বোদ্ধা দের জ্ঞান বৃদ্ধি পাবে PG Turjo (আলাপ) ১৭:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@PG Turjo: আপনি সামরিক বাহিনীর কোন নিবন্ধ নিয়ে কাজ করতে চান? এখানে নাম বলুন, তাহলে আমরা যাচাই করে দেখব তা প্রতিযোগিতায় যোগ করা যাবে কিনা। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইতিহাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস Arafat amin joy (আলাপ) ২০:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Arafat amin joy এমন কোনো নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় নেই। প্রতিযোগিতার নিয়মানুসারে শুধুমাত্র বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান এমন নিবন্ধের মানোন্নয়ন করা হবে। দয়া করে এমন একটি নিবন্ধ বাছাই করুন, যেটি বাংলা উইকিপিডিয়ায় আছে। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:০০, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রশ্ন উওর

সবাই মিলে উওর দেওয়া চেষ্টা করুন 2401:4900:3A02:8034:679:4AFC:A24B:197 (আলাপ) ০৬:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অনুবাদ

যান্ত্রিক অনুবাদ ব্যবহার না করলে, কীভাবে ইংরেজি লেখা বাংলায় অনুবাদ করব? Yuvraj Ghosh Bipro (আলাপ) ০৭:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ ব্যবহার করেই ফেলে রাখবেন না। সাবলীলভাবে পড়ার উপযোগী করতে সংশোধন করবেন, বাক্য পুনর্গঠন করবেন। ইমতিয়াজ (আলাপ) ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইংরেজিতে দক্ষতা অর্জন করুন Mashfiqul Hasan (আলাপ) ১০:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

Lumbini Textile, Bandarban

এটি একটি দারুণ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান যা বান্দরবান এর মতো একটি প্রান্তিক জায়গায় পাহাড়ি ও বাঙালিদের কর্মসংস্থান এর নতুন এক দ্বার উন্মোচন করে দিয়েছে। এটি উইকিপিডিয়ায় সংযুক্ত করলে খুব ভালো হবে বলে আমি মনে করি নওরীন আফরোজ ঋতু (আলাপ) ০৮:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

দুঃখিত, এটি যোগ করা যাবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রশ্ন(??)

আপনাদের অনুষ্ঠান, কর্মসূচী এবং চিন্তাধারা কে সাধুবাদ জানাচ্ছি। তবে শুধুমাত্র উইকিপিডিয়া থেকে (ইংরেজী- বাংলা) অনুবাদ করা, এটা ঠিক না। কারোর সতস্ফুর্ত মতবাদ, লেখনী, প্রবন্ধ এগুলো প্রকাশ করার ও সুযোগ করে দিন। ধন্যবাদ।। 2409:4060:286:BDCA:DDB4:D43E:941F:C2DD (আলাপ) ০৭:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া কোন ব্লগ সাইট নয়, তাই এখানে স্বতঃস্ফূর্ত মতবাদ বা লেখনী প্রকাশের সুযোগ নেই। এছাড়া নতুন নিবন্ধ তৈরি করার জন্য প্রায়ইশ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তবে এই প্রতিযোগিতার লক্ষ্য মানোন্নয়নের তাই এর নিয়মাবলীও একটু ভিন্ন। —শাকিল (আলাপ · অবদান) ০৭:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

দেশ সম্পর্কিত নতুন নিবন্ধ

দেশের নিবন্ধ তালিকায় আরো কিছু দেশ যোগ করা যেতে পারে কিনা,

যেহেতু বিদ্যমান অধিকাংশ নিবন্ধেই কাজ চলমান।Sajeeb16 (আলাপ) ১৩:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Sajeeb16 এই চারটি নিবন্ধ তালিকায় যুক্ত করা হয়েছে, ধন্যবাদ। ⋯Aishik Rehman (আলাপ) ১৫:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অনুবাদ

আমি আসলে সঠিক জানিনা কিভাবে কাজ করতে হবে। আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে কি সেই পেজে শুধু লিখে দেবো নাকি আলাদা কিছু যোগ করতে হবে? যেমন কিছু কিছু শব্দ আলাদা পপআউট লিঙ্ক হিসেবে দেখা যায়, সেগুলো কিভাবে যোগ করবো? সামিউল হোসেন সরকার শান্ত (আলাপ) ০০:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@সামিউল হোসেন সরকার শান্ত: আপনাকে প্রথমে উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন পড়ার অনুরোধ করছি। পড়েও যদি না বুঝেন, তাহলে অনুগ্রহ করে আমার এই লেখার নিচে প্রশ্ন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রশ্ন

(অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২)

আমি আসলে বুঝতে পারছি না, কিভাবে নিবন্ধ যুক্ত করবো।তালিকার প্রত্যেকটা বিষয়ের বাংলা অনুবাদই তো আছে (সবগুলো বাংলা শব্দই নীল)। তাহলে কি ঐ তালিকা থেকে নিবন্ধ অনুবাদ করার আর সুযোগ নেই? অনুবাদ করতে চাইলে, কীভাবে করবো? Jarin Autoshi (আলাপ) ০৪:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Jarin Autoshi আমাদের এবারের প্রতিযোগীতার উদ্দেশ্য হলো বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন, এইজন্য তালিকায় থাকা সবগুলো নিবন্ধ ইতিমধ্যে বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান। আপনি তালিকায় থাকা নিবন্ধ থেকে পছন্দ অনুযায়ী নিবন্ধ উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন-এ দেওয়া নির্দেশনা অনুযায়ী ইংরেজি অনুবাদ করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রবন্ধ চয়ন এবং চিহ্নিতকরণ

নমস্কার। আমি পিউ নন্দী। আমি আসলে বুঝতে পারছি না ঠিক কি পদ্ধতিতে প্রবন্ধ অনুবাদের জন্য চয়ন করে তাকে দ্বারা চিহ্নিতকরণ করতে হবে তা বোধগম্য হচ্ছে না। দয়া করে আলোকপাত করবেন। PIEU NANDY (আলাপ) ১২:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@PIEU NANDY: আপনি কি আপনার প্রশ্নটি একটু স্পষ্ট করবেন? অনুবাদ করার জন্য নির্দেশিকা উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন-এ পাওয়া যাবে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

প্রবন্ধ চয়নের সময় যে PIEU NANDY (আলাপ) চিন্হ দ্বারা চিহ্নিতকরণ করা হচ্ছে নির্বাচিত প্রবন্ধটি সেই পদ্ধতিটি আমি সঠিক ভাবে অনুকরণ করছি কিনা তা জানতে চাইছি। উদাহরণ স্বরূপ বলছি ধরুন জীবনী বিষয় থেকে ' স্যাফো ' এই প্রবন্ধটি অনুবাদ করতে চাই। কিন্তু এটি নিয়ে যে আমি কাজ করছি তার জন্য আমায় উৎস কোডে গিয়ে বদল আনতে হচ্ছে তারপরে আমার নাম টি প্রবন্ধের পাশে এসে বসছে। কিন্তু এই পদ্ধতিটি সঠিক কিনা জানতে চাই।

এছাড়াও আরেকটি প্রশ্ন আছে সেটি হলো অনুবাদের সময় ইংলিশ পেজে যেসব শব্দ হাইপারলিংক করা রয়েছে সেই গুলি কি বাংলা অনুবাদে ও হাইপারলিংক করতে হবে? কারণ সব বিষয়ের ওপর বাংলায় পেজ উপলব্ধ নেই। PIEU NANDY (আলাপ) ০৩:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@PIEU NANDY হ্যাঁ, আপনি যেই পদ্ধতিতে নিবন্ধ চিহ্নিত করেছেন সেটা ঠিক আছে, দ্বিতীয়ত উদাহরণস্বরূপ [[Bangladesh|Bangladesh]] থাকলে সেটাকে [[বাংলাদেশ|বাংলাদেশ]] আকারে লিখতে হবে, আর পাতা না থাকলেও সমস্যা নেই, ভবিষ্যতে হয়তোবা এই বিষয়ের উপর পাতা তৈরি হবে। আপনার আরও প্রশ্ন থাকলে বা অন্যান বিষয় নিয়ে জানার থাকলে আজকে বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হতে যাওয়া অনলাইন আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, জুম লিংকশাকিল (আলাপ · অবদান) ০৫:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

কারাটে

Taspia (আলাপ) ০৫:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অনাক্রমতন্ত্র

এই বিষয়ে লিখতে আগ্রহী। কিন্তু 103.134.255.115 (আলাপ) ১১:২২, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) দিয়ে নাম লিখতে পারছি না। এটি কি অনুবাদ করা যাবে?

আপনি সম্ভবত অনাক্রম্যতন্ত্র নিবন্ধের কথা বলছেন। জ্বি, এটা অনুবাদ করা যাবে। তবে তার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:০২, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
দুঃখিত, নিবন্ধটি User:Tohfa অনুবাদ করছেন। আপনি যদি এই ব্যক্তি হন, তবে লগইন করে সম্পাদনা করুন। অন্যথায় একটি অ্যাকাউন্ট খুলে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে অনলাইন সভা

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৮:০০ (বাংলাদেশ) বা ৭:৩০ (ভারত) বা ১৪:০০ (ইউটিসি) -এ অনুষ্ঠিত হবে। প্রথম সভা অনুষ্ঠিত হবে আজকে। সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। মিটিং লিংক: https://us02web.zoom.us/j/85901669142

সভাটি সকলের জন্য উন্মুক্ত। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

খিচুনি ( Convulsion )

এই বিষয় কি তালিকায় সংযুক্ত করা যায়? নুরিয়া মারিয়াম (আলাপ) ১৫:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@নুরিয়া মারিয়াম: নিবন্ধ খুব বড় নয়। আপনি অন্য একটি নিবন্ধ বাছাই করুন। অথবা আপনি চাইলে প্রতিযোগিতার বাইরে নিবন্ধটি নিয়ে কাজ করতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ সেভ করার প্রক্রিয়া

কি চাপ দিলে আমার নিবন্ধে যা অনুবাদ করেছি,তা সেভ করতে পারব? মোঃ তারিক হাবিবুল্লাহ (আলাপ) ১৫:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@মোঃ তারিক হাবিবুল্লাহ: যখন লিখবেন, তখন ডানদিকে উপরে দেখবেন একটা বোতাম ধূসর থেকে নীল হয়ে যাচ্ছে। সেই নীল বোতামে চাপ দিন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:০০, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

থাইরয়েড গ্রন্থি রোগ

Thyroid gland disease কি তালিকায় যোগ করা যায় ? নুরিয়া মারিয়াম (আলাপ) ০৭:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@নুরিয়া মারিয়াম আপনি সম্ভবত Thyroid disease নিবন্ধটির কথা বলছেন। নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ায় নেই। প্রতিযোগিতার নিয়মানুসারে শুধু বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন করা হবে। তাই দয়া করে এমন একটি নিবন্ধ বাছাই করুন যেটি বাংলা উইকিপিডিয়ায় আছে কিন্তু যথেষ্ট মানসম্মত নয়। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তারিখ

পরবর্তী সভার তারিখ ঠিক করতে হবে, এখানে ১১ তারিখ আছে, ১৮ তারিখ হবে পরবর্তী শুক্রবার। ‌‌‌‌‌‌‌Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ১৩:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Joysriramsarkar.manathetiger56 ঠিক করা হয়েছে, আপনাকে ধন্যবাদশাকিল (আলাপ · অবদান) ১৫:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নতুন

পূর্বদেশীয় সনাতনপন্থী মণ্ডলী, এটাও তালিকায় যোগ করা যেতে পারে। Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ০৭:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Joysriramsarkar.manathetiger56  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৮:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

তথ্যসূত্র, লিঙ্ক এবং ছবি সংযোগ কীভাবে করবো ?

বুঝতে পারছি না । Nasima Rahaman (আলাপ) ১১:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Nasima Rahaman: আপনি শুধু নিবন্ধের লাইন, বাক্যগুলি অনুবাদ করে জমা দিন। তথ্যসূত্র, লিঙ্ক এবং ছবি এগুলি পরে আমরা ঠিক করে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ যোগ

ইসলামি বর্ষপঞ্জি নিবন্ধটি যোগ করার জন্য অনুরোধ করছি। মেহেদী আবেদীন ১৯:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Mehediabedin  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৯:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)