ব্যবহারকারী আলাপ:শুভাশিস বেরা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

--সজীব (আলাপ) ০২:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ফেব্রুয়ারি 2022[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত, আমি Prince ovy। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি ভাজক কলা, ছত্রাক-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ Prince ovy (আলাপ) ০৪:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

জমাদান নিয়ে[সম্পাদনা]

সুধী, আপনি পুরো নিবন্ধ অনুবাদ না করে জমা দিয়েছেন। পুরো অনুবাদ না করলে তা গৃহীত হবে না। আপনার প্রতি পরামর্শ হল, প্রথমে ১টি নিয়ে কাজ করুন। ১টি শেষ হলেই আরেকটি ধরুন।

উদাহরণ: আপনার নিজ থেকে কিছু লেখার দরকার নেই। আপনি শুধু en:Sedimentary rock দেখে এর ইংরেজি বাক্য অনুবাদ করে পাললিক শিলা নিবন্ধে লেখা যোগ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@শুভাশিস বেরা: শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুসারে আপনাকে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। পাললিক শিলা, ভাজক কলা, ছত্রাক নিবন্ধগুলো আপনি অনুবাদ করেননি। ইংরেজি নিবন্ধ থেকে সম্পূর্ণ অনুবাদ করলে প্রতিযোগিতার জন্য গৃহীত হবে। আফতাব ভাই উপরে যা বলেছেন, সে পরামর্শ অনুসরণ করার অনুরোধ রইল। আর অনুবাদ সম্পূর্ণ করে আবারও প্রতিযোগিতা পাতায় জমা দিতে হবে না, আমি এমনিই আবার কিছুদিন পরে পর্যালোচনা করব। শুভকামনা! -- অংকন (আলাপ) ১৪:৩৫, ১১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটি প্রতিযোগিতার নিয়মাবলী না অনুসরণ করায় তা গৃহীত হিসেবে বিবেচিত হবে না। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৭:০৪, ৩ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে[সম্পাদনা]

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং ছত্রাক নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ১ মাস ১৫ দিন দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:৫০, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]