উইকিপিডিয়া:অনুরোধের খাতা
(উইকিপিডিয়া:Requested articles থেকে পুনর্নির্দেশিত)
![]() | এই পাতায় জমা কাজ রয়েছে যেটিতে অভিজ্ঞ সম্পাদকদের মনোনিবেশ প্রয়োজন। যদি বা যখন জমা কাজ পরিষ্কার করা হয়, তখন এই বিজ্ঞপ্তি সরিয়ে ফেলুন। |
অনুরোধকৃত ভুক্তিসমূহ |
এটি উইকিপিডিয়ার অনুরোধকৃত ভুক্তিসমূহের পৃষ্ঠা। যদি আপনি নতুন একটি ভুক্তি অনুরোধ করতে চান, তাহলে এই পৃষ্ঠাতেই করুন। নিবন্ধনের আগে দয়াকরে নির্দেশাবলী পড়ে নিন। |
নিবন্ধ সৃষ্টিকরণ |
|
অনুগ্রহপূর্বক এই পাতায় আপনার অনুরোধ যুক্ত করবেন না। এর পরিবর্তে নিচের নির্দেশনাটি পড়ুন: |
|
অবদানকারীর জন্য |
|
"হাতের পাঁচ" তালিকা[সম্পাদনা]
শর্তাবলী[সম্পাদনা]
- ভুক্তির সংখ্যা - এখানে ৫টি ভুক্তি থাকবে। এক বারে ৫টির বেশি ভুক্তি এখানে দেয়া হবে না।
- কে প্রস্তাব রাখবেন? - যে কেউ নতুন ভুক্তির প্রস্তাব রাখতে পারেন। নতুন ভুক্তির পাশে সংশ্লিষ্ট বিষয়ের ইংরেজি নাম / ইংরেজি উইকির লিংক দিলে ভালো হয়।
- ভুক্তি যোগ প্রতিস্থাপন -
- কোনো ভুক্তি তৈরী হয়ে গেলে সেটার বদলে অন্য একটি দেয়া হবে।
- যিনি নতুন ভুক্তিটি তৈরী করবেন, তিনি হাতের পাঁচ তালিকা থেকে সেটি সরিয়ে তৈরী হয়ে যাওয়া ভুক্তির তালিকায় সেটাকে যোগ করে দেবেন। তবে ভুক্তির আকারের শর্ত মানতে হবে (নিচে দেখুন)।
- আকারের শর্ত - একটি ভুক্তি তৈরী করার সময় অবশ্যই কমপক্ষে ৩ প্যারাগ্রাফ লেখা (স্ক্রিন ভরতে পারে এরকম) দিয়ে ভুক্তিটি শুরু করতে হবে। এর কম লেখা দিয়ে শুরু করলে তা হিসাবে ধরা হবে না, এবং "তৈরী হয়ে গেছে" এমন তালিকায় সরানো যাবে না।
- উইকিপিডিয়া:অনুরোধের খাতা/সেপ্টেম্বর ২০১৯
- উইকিপিডিয়া:অনুরোধের খাতা/আগস্ট ২০১৯
- গ্লাডিওলাস ফুল গাছ এটি সমপ্রতি বাংলাদেশে চাষ করা হচ্ছে এবং এটি অনেক লাভজনক হয়েছে। তাই বিনত আবেদন এই যে, এটির ইনফরমেশন বাংলাতে সংযুক্ত করুন।
সংক্ষিপ্ত সহযোগিতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের তালিকা এবং পয়েন্ট[সম্পাদনা]
নিচের তালিকায় আপনার নাম এবং অন্যান্য তথ্য যোগ করুন। তালিকায় নাম যোগ করতে তালিকার শেষে |} এর আগে নতুন লাইন তৈরি করে নিচের সংকেত কপি করে পেষ্ট করুন,
|-
|ঘর১ || ঘর২ || ঘর৩ || ঘর৪
এবং কলাম শিরোনাম অনুযায়ী ঘরের মান পরিবর্তন করুন।
নাম | নিবন্ধের সংখ্যা | নিবন্ধের তালিকা | শেষ হালনাগাদকৃত তারিখ |
---|---|---|---|
অয়ন | ৮ | হেলিকপ্টার, ফ্লুরসেন্ট বাতি, নীল (বর্ণ), প্যাঁচা, বেলুন, শামুক, ভোঁদড়, কাঁথা | জুলাই ১১, ২০০৯ |
ফয়সল | ৩ | মোমবাতি, বেলন, থার্মোমিটার | জুলাই ১০, ২০০৯ |
রেজওয়ান | ১ | হালুয়া | জুলাই ০৪, ২০০৯ |
বেলায়েত | ১ | কম্বল | জুলাই ০৪, ২০০৯ |
রাগিব | ১ | বেগুন | সেপ্টেম্বর ৭, ২০০৯ |
মুনতাসির | ১ | পুরি (খাদ্য) | জুলাই ১, ২০০৯ |
জয়ন্ত | ২ | খরা, তিস্তা নদী | জুলাই ৯, ২০০৯ |
মুনির হাসান | ০ | ||
নাসির খান | ০ | ||
রিয়াদ | ১ | ইস্পাত | জুলাই ২৪, ২০০৯ |
তানভির | ২ | টাক, স্কুইড | সেপ্টেম্বর ৯, ২০০৯ |
রোহান | |||
আলী হায়দার খান (তন্ময়) | ২ | বায়েজিদ বোস্তামি, তেল | জুলাই ২২, ২০১০ |
মহীন রীয়াদ | ২ | কামরাঙা, কামিনী | ফেব্রুয়ারি ২৪, ২০১৪ |
|-
|Sultanpur Hanif Bhuiyan School and Collage|| 1970 ||Begumganj,Noakhali || Alliapur Unionঘর৪
পুরনো পরিসংখ্যান[সম্পাদনা]
মাস | মোট নিবন্ধ | সর্বাধিক নিবন্ধদাতা |
---|---|---|
জুন ২০০৯ | ৯০ | ফয়সল (৩৪) |
জুলাই ২০০৯ | ১৩ |
বাংলার ফুল[সম্পাদনা]
বাংলাদেশে জন্মে এমন ফুল বা ফুলের গাছের জন্য নিবন্ধ তৈরী করতে অনুরোধ জানাতে টেবিলের একেবারে শেষে নাম যোগ করুন। কোন ফুলের ইংরেজি নাম জানা থাকলে পাশের সংশ্লিষ্ট কলামে তার লিংক দিন। নিবন্ধ তৈরী হয়ে গেলে তা দেখান এবং সম্পূর্ন হয়ে গেলে মুছে ফেলুন।
শ্বেত ঝিন্টি
ফল[সম্পাদনা]
ধর্ম[সম্পাদনা]
হিন্দুধর্ম[সম্পাদনা]
জীবনী[সম্পাদনা]
নিবন্ধ তৈরীর অনুরোধ | সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধের লিংক | অবস্থা |
---|---|---|
মোঃ ছুন্নত আলী মল্লিক (বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক) | ||
সুদীপ্ত চন্দ রায় (জলবায়ু কর্মী এবং লেখক) | ||
এম আবদুল আলীম (লেখক, গবেষক, শিক্ষাবিদ ) | ||
ডা. দীনবন্ধু মিত্র হোমিওপ্যাথি | ||
ডা. আব্দুল গফফার খান (এ জি খান) হোমিওপ্যাথি | ||
ডা. আব্দুর রহিম খান (এ আর খান) হোমিওপ্যাথি | ||
মাওলানা মুহাম্মদ জুনাগড়ী (রহ.) ইসলাম ধর্মীয় বিদ্বান | ||
সৈয়দা রাশিদা বারী সাহিত্যিক ও বহুমাত্রিক লেখক | ||
ব্যাসহান্টার | en:Basshunter |
মিশ্র বিষয়[সম্পাদনা]
- এই লেখার নীচে আপনার প্রার্থিত নিবন্ধটির শিরোনাম যোগ করুন। এর সাথে ঐ বিষয়টি কী, তা নিয়ে দুই একটি বাক্যে বর্ণনা দিন।
- টর ব্রাউজার
- বাংলাদেশে খাদ্য
- সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশের বিভিন্ন নীতিনির্ধারণ বিষয়ক গবেষণা সংস্থা
- আনন্দ আলো ইমপ্রেস গ্রুপ প্রকাশিত সাময়িকী
- Carmine Crocco (en, fr, it) Italian bandit
- গুড়াকু, নস্যি, খৈনী, সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- গুল (জ্বালানি), সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- পেঁড়া সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- কালিয়া, ছক্কা (খাবার), মুর্গমসল্লম সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- লাঙলবন্ধ, হিন্দু ধর্মের পবিত্র স্থান। --রাগিব (আলাপ | অবদান) ০১:৫৫, ১৫ মার্চ ২০০৭ (UTC)
- দই, টমটম (গুলিস্তানের ঘোড়ার গাড়ি গুলো), মন্ডা (ছোট ছোট ঘনক আকৃতির মিস্টি, ময়দার তৈরি পরে শিরায় ভিজানো হয়), চিনির পুতুল (পূজার মেলায় পাওয়া যায়, হাতি ঘোড়া প্রভৃতি আকৃতির চিনির মিস্টি), ভাঁপা পিঠা, শুঁটকি মাছ, স্পঞ্জ মিস্টি (স্পঞ্জের মত ভেতরটা ফাপা ধরণের রসগোল্লা, কেমন যেন ইলাস্টিসিটি আছে), রস কদম (মিস্টিগুলা ছোট ছোট চিনির দানা দিয়ে ঘেরা থাকে, দেখতে কদম ফুলের মত), ছানা --মুনতাসির ০৪:৪৬, ৩০ জুন ২০০৯ (UTC)
- বাতি (en:Lamp), ঝাড়বাতি (en:Chandelier), হ্যারিকেন লন্ঠন, হ্যাজাগ (en:Hugo_Schneider_AG) / পেট্রোম্যাক্স (en:Petromax) লন্ঠন, লম্ফ/কূপি, প্রদীপ (en:Oil lamp), পঞ্চপ্রদীপ (পঞ্চমুখী প্রদীপ), পিলসুজ (প্রদীপের মত বাতির দানি), পলতে/সলতে/(en:Candle wick), মোম্বাতি দানি (en:Candlestick/en:Candelabra) --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:২৬, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ধুপ ধুনো (en:Incense), ধুনচি (en:Censer), --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:২৬, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- বাঙালিদের নিজস্ব আচার, অনুষ্ঠান ও বিশ্বাস (যে কোন ধর্মের) বাংলা ছাড়া অন্যান্য ভাষার বিশ্বকোষে পাওয়া সম্ভব নয়। আমি আপাতত বাঙালি হিন্দু লোকাচার যেগুলির নাম জানি (বর্তমান বা প্রাচীন) সেগুলির একটি অসম্পূর্ণ তালিকা করার চেষ্টা করলাম, অন্যরা অন্যান্য ধর্মের গুলিরও তালিকা করুন। তালিকাগুলি সুন্দর ভাবে সাজানো হলে সেগুলি সম্পর্কিত কোন নিবন্ধে যোগও করা যেতে পারে।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:২৩, ২৫ মার্চ ২০০৭ (UTC)
- মুস্কিল আসান, পীরের দরগায় শিরনি চড়ানো,
- বাঙালি মুসলিম বিবাহ ও আনুষঙ্গিক অনুষ্ঠান।
- হিল্লা বিবাহ
- মোহরানানকীব সরকার (আলাপ) ০৭:০৩, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- তত্ত্ব (বিবাহ), পলা, আলতা, টিপ (সজ্জা), অলঙ্কার (আভরণ), টিকলি, টায়রা, নথ,
- শ্বশুড়বাড়ি, পিত্রালয় (বাপের বাড়ি), আত্মীয় সজন (শ্যালক, সম্বন্ধী, কুটুম্ব, ইত্যাদি এগুলি উইকি অভিধানে যাবে না এদের অনেকগুলিকে একসঙ্গে করে নিবন্ধ ভুক্তি করা যায় সেটা ঠিক করা দরকার)।
- পণ প্রথা, বহু বিবাহ প্রথা, বিধবা
- অন্দরমহল, পর্দা প্রথা, চিক, জাফ্রি (পাথরের তৈরী জালি?)
- মৃত্যু সম্পর্কিত লোকাচার:
- জন্ম সম্পর্কিত লোকাচার:
- ভিক্ষা-মা, কড়ি দিয়ে কেনা,
- হাতে-খড়ি, নাড়া বাঁধা,
- খতনা > টেবলি তালিকায় সরানো হয়েছে--উজ্জ্বল (আলাপ) ১৭:২৯, ১৫ মে ২০১৫ (ইউটিসি)
- বাঙালি মুসলমানদের অনুষ্ঠান ও বিশ্বাস সমুহের (বর্তমান বা প্রাচীন) অসম্পূর্ণ তালিকাঃ
পেজ দরকার]
- ইসলাম
- জাতীয়তা অনুযায়ী মুসলমান
- মহাদেশ অনুযায়ী ইসলাম
- দক্ষিণ এশিয়ায় মুসলমান, উইকিপ্রোজেক্ট ইসলাম
- মহাদেশ অনুযায়ী ইসলাম
- ধোপা, মেথর, তাঁতী, দর্জী, ফেরি ওয়ালা, শিল কাটাও, দিল্লীকা লাড্ডু, ছুরি কাঁচি ধার (শান) দেওয়া যন্ত্র, কাবলি ওয়ালা
- সেপাই, পাইক, বরকন্দাজ
- বাবু, পায়রার লড়াই, মুর্গা লড়াই,
- কবিয়াল,যাত্রা, বাইজী, খেমটা নাচ
- ঠুংরি, খেয়াল
- মশক (মশা নয়, ভিস্তার জন্য এখানে লিখছি।)
- ইসলাম পুর গ্রাম(en), ঐতিহ্যবাহী গ্রাম, প্রায় ২০০ বছর আগের মসজিদ ( ইসলামপুর-প্রাচীন ব্রাহ্মণ গাও। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত একটি ছোট গ্রাম। এ গ্রামের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে।)
- Modular Audio Recognition Framework/MARF ((en),(simple))
- প্রাগৈতিহাসিক বাংলা en:Prehistoric Bengal
- বাংলার ভূতাত্ত্বিক ইতিহাস en:Geological history of Bengal
- দ্বিতীয় চীন-ভারত যুদ্ধ
en:Political history of China and India
- ফুমফৌঙ দৌঙছান (en:Pumpuang Duangjan)
- মিকে ফিরমফোন (en:Mike Phiromphon)
- যোদরাক সলাকজাই (en:Yodrak Salakjai)
- উপাসনালয় (en:Place of worship) উপাসনা করার স্থান
- অ্যা – যদিও বাংলার স্বরবর্ণের তালিকায় থাকে না, কিন্তু বিভিন্ন ইংরেজি ঋণশব্দে (এমনকী বিভিন্ন বাংলা ভাষায়) এই স্বরবর্ণের ব্যবহার পাওয়া যায়