উইকিপিডিয়া:আন্তর্জাতিক মহিলা সহযোগিতা সম্পাদনা
১ সেপ্টেম্বর-২০ সেপ্টেম্বর, ২০১৯
মূল পাতা | নিবন্ধ তালিকা | সাহায্য | প্রচার ও কর্মশালা | প্রতিযোগী |
ইতিহাস[সম্পাদনা]আন্তর্জাতিক মহিলা সহযোগিতা সম্পাদনা করবার ধারণা জন্ম নেয় উইকিমানিয়া ২০১৭ সালে মন্ট্রিয়ালের ১০০ উইকিডেস মিটআপে হয়েছিল। আর্মেনিয়া থেকে আর্মাইন অহায়ান, ইতালি থেকে ক্যামেলিয়া বোবান এবং আর্জেন্টিনা থেকে আন্ড্রে প্যাট্রিসিয়া ক্লেমনসিদ্ধান্ত নেয় যে একটি আন্তর্জাতিক সহযোগিতা সম্পাদনা শুরু করা যা লিঙ্গ ব্যবধান পূরণে সহায়তা করবে। আর্মেনিয়া, আর্জেন্টিনা এবং ইতালি থেকে আসা উইকিপিডিয়ানদের একটি অবিচ্ছিন্ন সহযোগিতা থাকবে যার সময় অংশগ্রহনকারীরা সংগঠকদের দেওয়া তালিকা অনুসারে মহিলাদের বিষয়গুলিতে কোন এক বা তার বেশি ভাষায় লিখবেন। প্রধান লক্ষ্য[সম্পাদনা]আমাদের প্রধান লক্ষ্য হল সমস্ত ভাষায় এবং দেশগুলিতে মহিলাদের সম্পর্কে একটি সংস্কৃতি তৈরি করা। কেবল উইকিপিডিয়ায় নয়, অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পগুলিতেও (Wikidata, , Wikiquote, Wikisource, Open Street Map ইত্যাদি)। এক দেশের মহিলার জীবনীর নিবন্ধ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় যাতে পাওয়া যায়। মাইনড দ্যা গ্যাপ বার্নস্টার[সম্পাদনা]লিঙ্গ ব্যবধানে কমাতে যে অংশগ্রহণকারীরা সর্বাধিক নিবন্ধ সম্পাদনা করবেন তার জন্যে। নিয়ম[সম্পাদনা]
টেমপ্লেটটি মোটামুটি এইরকম দেখাবে:
|