বিষয়বস্তুতে চলুন

শহীদুল ইসলাম খোকন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদুল ইসলাম খোকন
জন্ম(১৯৫৭-০৫-১৫)১৫ মে ১৯৫৭[তথ্যসূত্র প্রয়োজন]
বরিশাল জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৪ এপ্রিল ২০১৬(2016-04-04) (বয়স ৫৮)[]
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৭৪-২০১৬
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীজয় ইসলাম
সন্তান

শহীদুল ইসলাম খোকন (১৫ মে ১৯৫৭ - ৪ এপ্রিল ২০১৬) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করেছেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শহীদুল ইসলাম খোকন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইমামকাঠির অন্তর্গত বোয়ালিয়ায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে অভিনেতা ও প্রযোজক সোহেল রানার হাত ধরে। সোহেল রানা পরিচালিত মাসুদ রানা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র রক্তের বন্দী তেমন সাফল্য পায় নি। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রটিও সাফল্যের মুখ দেখে নি। এরপর তিনি সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে নির্মাণ করেন অ্যাকশন নির্ভর লড়াকু যা ব্যবসাসফল হয়। ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক, সিরাজ পান্না, চিত্রনায়িকা মিশেলাদের নিয়ে মার্শাল আর্ট এবং অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে তিনি সফলতা লাভ করেন।[]

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিচালিত বজ্রমুষ্টি চলচ্চিত্রটির শুটিং স্পটে বসে শুটিং দেখেন।[] তিনি পালাবি কোথায় চলচ্চিত্রটি নির্মাণকালে অর্থসঙ্কটের কারণে নিজের উত্তরার বাড়ি বিক্রি করে দেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শহীদুল ইসলাম খোকন জয় ইসলামকে বিয়ে করেন। তাদের ১ মেয়ে ও ২ ছেলে।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক চিত্রনাট্যকার প্রযোজক টীকা
১৯৮৫রক্তের বন্দীহ্যাঁপ্রথম পরিচালিত চলচ্চিত্র
১৯৮৬লড়াকুহ্যাঁপ্রথম ব্যবসাসফল চলচ্চিত্র
১৯৮৭পদ্ম গোখরাহ্যাঁ
১৯৮৮বীরপুরুষহ্যাঁ
১৯৮৯বজ্রমুষ্টিহ্যাঁ
১৯৯২উত্থান পতনহ্যাঁপ্রথম অভিনয় করেন
১৯৯৩সতর্ক শয়তানহ্যাঁ
১৯৯৪কমান্ডারহ্যাঁহ্যাঁ
ঘাতকহ্যাঁহ্যাঁ
দুঃসাহসহ্যাঁহ্যাঁ
১৯৯৫বিশ্বপ্রেমিকহ্যাঁ
সন্ত্রাসহ্যাঁহ্যাঁহ্যাঁ
১৯৯৬পালাবি কোথায়হ্যাঁহ্যাঁ
রাক্ষসহ্যাঁ
লম্পটহ্যাঁ
১৯৯৭পালাবি কোথায়হ্যাঁ
চারিদিকে শত্রুহ্যাঁ
নরপিশাচহ্যাঁ
১৯৯৮ভণ্ডহ্যাঁহ্যাঁ
১৯৯৯ম্যাডাম ফুলিহ্যাঁহ্যাঁহ্যাঁ
পাগলা ঘণ্টাহ্যাঁ
২০০০যোদ্ধাহ্যাঁ
২০০১ভেজা বিড়ালহ্যাঁ
২০০২মুখোশধারীহ্যাঁ
২০০৩চাই ক্ষমতাহ্যাঁ
২০০৫লাল সবুজহ্যাঁহ্যাঁ
টাকাহ্যাঁহ্যাঁ
২০০৬বাঙলাহ্যাঁ
২০০৮স্বপ্নপূরণহ্যাঁ
২০১০চেহারা: ভন্ড ২হ্যাঁহ্যাঁহ্যাঁ
২০১২ভালোবাসা সেন্টমার্টিনেহ্যাঁ

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই"
  2. চিন্তামন তুষার; আব্দুল মান্নান (৫ জানুয়ারি ২০১৬)। "জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শহীদুল ইসলাম খোকন"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬
  3. "লাইফ সাপোর্টে শহীদুল ইসলাম খোকন"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬
  4. "গুরুতর অসুস্থ শহীদুল ইসলাম খোকন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২২ নভেম্বর ২০১৫। ৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬
  5. "শহীদুল ইসলাম খোকন লাইফ সাপোর্টে"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১ জানুয়ারি ২০১৬। ১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬
  6. "Shahidul Islam Khokon: A Dhallywood powerhouse bows out"দ্য ডেইলি স্টার। ৫ এপ্রিল ২০১৬।
  7. "লাইফ সাপোর্টে শহীদুল ইসলাম খোকন"বাংলানিউজ। ঢাকা, বাংলাদেশ। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]