আইদেউ
আইদেউ | |
---|---|
পরিচালক | অরূপ মান্না |
প্রযোজক | নবামিকা বরঠাকুর |
শ্রেষ্ঠাংশে | আইদেউ সন্দিকৈ, সালে্দনা শর্মা নবামিকা বরঠাকুর সপোনটি বরদনিয়ে |
সুরকার | মানস হাজারিকা |
চিত্রগ্রাহক | অরুপ মান্না |
প্রযোজনা কোম্পানি | ত্রিনয়ন মিডিয়া ফাউণ্ডেশন, নগাঁও |
মুক্তি | ২০০৭ |
স্থিতিকাল | ৮১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
আইদেউ (অসমীয়া: আইদেউ) ২০০৭ সালেত মুক্তিপ্রাপ্ত, অরূপ মান্নার দ্বারা পরিচালিত প্রথম অসমীয়া চলচ্চিত্র "জয়মতী"র নামভূমিকায় অভিনয় করা আইদেউ সন্দিকৈর জীবনী-ভিত্তিক চলচ্চিত্র। ছবিটিতে আইদেউ সন্দিকৈ এর নিজের দৃশ্যও সংবলিত হয়েছে। অবশ্য ছবিটি মুক্তির আগেই তাঁর মৃত্যু হয়।
ছবিটিতে'৫৪-তম রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের 'শ্রেষ্ঠ অসমীয়া ছবি'র সম্মান লাভ করেন[১]
- আইদেউ সন্দিকৈ (নিজে)
- সালে্দনা শর্মা (আইদেউ সন্দিকৈ)
- প্রশান্ত কুমার দাস (জ্যোতিপ্রসাদ আগরয়ালা)
- দুলন বরা (আইদেউর দেউতাক)
- নবামিকা বরঠাকুর (আইদেউর মাক)
- সপোনটি বরদনিয়ে (ডিম্ব গোহাঁই)
- পিঠুরাজ গোস্বামী (কেশয়, আইদেউর ভাইটি)
নির্মাণের কাহিনী
[সম্পাদনা]আইদেউর নির্মাণের কাজ আরম্ভ হয় ২০০২ সালে ও মুক্তি দেওয়া হয় ২০০৭ সালে । ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লেখা হয়েছিল আইদেউ সন্দিকৈর সাথে অরূপ মান্নার কথোপকথনের সময়। নগাঁওর ত্রিনয়ন মিডিয়া ফাউণ্ডেশনের বেনারে ছবিটি নির্মাণ করা হয়।[২]
মুক্তি ও পুরস্কার
[সম্পাদনা]ছবিটি মুম্বাই আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসবত মুক্তি দেওয়া হয় ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে। পুনা আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসব, দিল্লী হেবিটেট চলচ্চিত্র উৎসয় ও মিউনিখ আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শন করা হয়। ব্রাজিলে অনুষ্ঠিত সাউ-পাউলো চলচ্চিত্র উৎসবে ছবিটি "দ্যা নিউ ফিল্ম কার্স" প্রতিযোগিতা শাখাতে প্রদর্শিত হয়।[২] [৩][৪][৫]
ছবিটি ৫৪-তম রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অসমীয়া ছবির সম্মান লাভ করে[১]। রাজ্যিক চলচ্চিত্র উৎসবে, ছবিটি শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ মহিলা অভিনেতা ও রূপসজ্জার পুরস্কার লাভ করে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ http://www.pib.nic.in/archieve/others/2008/jun/54th_nfa.pdf
- ↑ ক খ গ ঘ "Santanava Hazarika, Reel Reality, The Assam Tribune, October 2007"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
- ↑ Cinematógrafo। "Lista de filmes da 31ª Mostra" (ইংরেজি ভাষায়)। Cinematografo.com.br। ২০১২-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৯।
- ↑ http://en.mostra.org/movie/4955[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Aideu, the story of Assam's first actress" (ইংরেজি ভাষায়)। Indian Express। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৯।