শ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ভারতীয় সিনেমায় অবদানের জন্য জাতীয় পুরস্কার
বিবরণবছরের শ্রেষ্ঠ অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
পৃষ্ঠপোষকচলচ্চিত্র উৎসব অধিদপ্তর
অবস্থানদিল্লি
দেশভারত
পূর্বের নামশ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক (১৯৫৫–৬৮)
পুরস্কার
  • রজত কমল (রৌপ্য পদ্ম)
  •  ১,০০,০০০ (US$ ১,২২২.৩৩)
প্রথম পুরস্কৃত১৯৫৫
সর্বশেষ পুরস্কৃত২০১৮
অতি সাম্প্রতিক বিজয়ীবুলবুল ক্যান সিংগ
সারাংশ
মোট পুরস্কার৪৫
প্রথম বিজয়ীপিয়ালি ফুকন
ওয়েবসাইটdff.nic.in


  • ২০২০ →

শ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত, চলচ্চিত্র উৎসব অধিদপ্তর দ্বারা প্রতিবছর আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলির মধ্যে একটি। এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলির জন্য প্রদানকৃত কয়েকটি পুরস্কারের মধ্যে একটি, যেখানে প্রাপককে রজত কমল (রৌপ্য পদ্ম) ভূষিত করা হয়।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল ভারতের সর্বাধিক বিশিষ্ট চলচ্চিত্র পুরস্কার যা ভারতীয় চলচ্চিত্রের মধ্যে শ্রেষ্ঠ যেখানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় চলচ্চিত্রের জন্যও পুরস্কার দেওয়া হয়।

সাতটি আঞ্চলিক ভাষার (বাংলা, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল এবং তেলুগু) চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান চালু হয়েছিল ২ ডিসেম্বর ১৯৫৫ সাল আয়োজিত ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে।[১] শুরু থেকে "শ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক" (১৯৫৫–৬৮), "দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রশংসাপত্রের সনদ" এবং "তৃতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রশংসাপত্রের সনদ" এই তিনটি বিভাগে পুরস্কার প্রদানের মাধ্যমে এই অয়োজন শুর হয়। পরবর্তীতে ১৯৬৭ সাল দুটি প্রশংসাপত্রের পুরস্কার ১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফণী শর্মা পরিচালিত, ১৯৫৫ সালের পিয়ালি ফুকন চলচ্চিত্রটিকে "শ্রেষ্ঠ অসমীয়া ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক" প্রদান করা হয়েছিল। অতি সাম্প্রতিক ২০১৮ সালে আয়োজিত ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ২০১৮ সালের ছবি বুলবুল ক্যান সিংগ

বিজয়ী[সম্পাদনা]

পুরস্কারের মধ্যে রয়েছে 'রজত কমল' (রৌপ্য পদ্ম পুরস্কার) এবং নগদ অর্থ পুরস্কার। নিম্নলিখিত বছর অনুযায়ী পুরস্কার বিজয়ীরা হলেন:

পুরস্কারের কিংবদন্তি
*
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক
*
দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যোগ্যতার সনদ
*
তৃতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যোগ্যতার সনদ
*
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যোগ্যতার সনদ
*
বছরের যৌথ পুরস্কার প্রাপক ইঙ্গিত দেয়

অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির জাতীয় পদক (রজত কমল) প্রাপ্ত ছবি সমূহের তালিকা[২][৩][৪]:

বর্ষ ছবি পরিচালক প্রযোজক
১৯৬৯ ডাক্তার বেজবরুয়া ব্রজেন বরুয়া
১৯৭১ অরণ্য সমরেন্দ্র নারায়ণ দেব
১৯৭২ উপজা সোণর মাটি ব্রজেন বরুয়া
১৯৭৩ মমতা নলিন দুবরা
১৯৭৫ চামেলি মেমচাহাব আব্দুল মজিদ
১৯৭৬ পুতলা ঘর সমরেন্দ্র নারায়ণ দেব
১৯৭৭ সন্ধ্যারাগ ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৭৮ কল্লোল অতুল বরদলৈ
১৯৮১ অনির্বাণ ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৮২ অপরুপা জাহ্নু বরুয়া
১৯৮৩ অলকার আহ্বান চারুকমল হাজারিকা
১৯৮৪ সোণ মইনা শিবপ্রসাদ ঠাকুর
১৯৮৫ অগ্নিস্নান ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৮৬ বান চারুকমল হা্জারিকা
১৯৮৭ প্রথম রাগিনী ধীরু ভূঞা
১৯৮৯ কোলাহল ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৯০ যুঁজ হেমেন দাস
১৯৯২ সারথি ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৯৩ রেলর আলির দুবরি বন পুলক গগৈ
১৯৯৪ আবর্তন ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৯৫ সাগরলৈ বহু দূর জাহ্নু বরুয়া জাহ্নু বরুয়া, শৈলধর বরুয়া, গায়ত্রী বরুয়া
১৯৯৬ ইতিহাস ভবেন্দ্র নাথ শইকীয়া
১৯৯৭ অদাহ্য সান্ত্বনা বরদলৈ সান্ত্বনা বরদলৈ
১৯৯৮ কুশল জাহ্নু বরুয়া
১৯৯৯ পখী জাহ্নু বরুয়া শৈলধর বরুয়া
২০০২ কণিকার রামধেনু জাহ্নু বরুয়া শৈলধর বরুয়া
২০০৩ আকাশীতরার কথারে... মঞ্জু বরা সঙ্গীতা তামূলী
২০০৪ দীনবন্ধু মুনিন বরুয়া কৃষ্ণ রায়, গোপাল জালান
২০০৫ কদমতলে কৃষ্ণ নাচে সুমন হরিপ্রিয়া সুমন হরিপ্রিয়া
২০০৬ আইদেউ অরুপ মান্না নবমিকা বরঠাকুর
২০০৮ মন যায় এম মনিরাম এম মনিরাম, সবিতা সনম, জয়ন্ত গোস্বামী
২০০৯ বসুন্ধরা - দ্যা আর্থ হীরেন বরা হীরেন বরা
২০১০ জেতুকা পাতর দরে যদুমণি দত্ত নুরুল সুলতান
২০১২ বান্ধোন[৫] জাহ্নু বরুয়া অসম রাজ্যের চলচ্চিত্র (ভিত্তি এবং উন্নয়ন) নিগম
২০১৩ অজেয় জাহ্নু বরুয়া শিবেন আর্টস

বি.দ্র. অনুল্লেখিত বর্ষসমূহে পুরস্কার প্রদান করা হয় নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2nd National Film Awards" (পিডিএফ)। ১৬ মার্চ ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১ 
  2. "History"। rupaliparda.com। মে ১০, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১৩ 
  3. "NFA Archives"। Directorate of Film Festivals, India। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১৩ 
  4. "History of Assamese Cinema"। itsmynortheast.com। ১৭ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১৩ 
  5. "60th National Film Awards Announced" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Press Information Bureau (PIB), India। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]