বিষয়বস্তুতে চলুন

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি-এর সকল ম্যাচ ২০২৪ সালের ১৬ হতে ২৫শে জুন তারিখ পর্যন্ত স্টুটগার্টের স্টুটগার্ট এরিনা, গেলসেনকির্খেনের আরেনা আউফশালকে, মিউনিখের আলিয়ানৎস আরেনা, ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনা এবং কোলনের কোলন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]

দল[সম্পাদনা]

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য[ক] অবস্থান
বাছাইপর্ব[খ] ফিফা র‍্যাঙ্কিং[গ]
সি১  স্লোভেনিয়া গ্রুপ এইচ-এ দ্বিতীয় স্থান অধিকারী ২০ নভেম্বর ২০২৩ ২য় ২০০০ গ্রুপ পর্ব (২০০০) ১৫
সি২  ডেনমার্ক গ্রুপ এইচ-এ প্রথম স্থান অধিকারী ১৭ নভেম্বর ২০২৩ ১০ম ২০২০ বিজয়ী (১৯৯২)
সি৩  সার্বিয়া[ঘ] গ্রুপ জি-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৯ নভেম্বর ২০২৩ ৬ষ্ঠ ২০০০ রানার-আপ (১৯৬০, ১৯৬৮) ১৯
সি৪  ইংল্যান্ড গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী ১৭ অক্টোবর ২০২৩ ১১তম ২০২০ রানার-আপ (২০২০)

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ২০২৩ সালের নভেম্বর থেকে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
  3. এই অবস্থানগুলো ২০২৪ সালের জুন মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং জুন মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।
  4. ১৯৬০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সার্বিয়া যুগোস্লাভিয়া হিসেবে এবং ২০০০ সালে যুগোস্লাভিয়া হিসেবে প্রতিযোগিতা করেছিল।

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ইংল্যান্ড +১ নকআউট পর্বে উত্তীর্ণ
 ডেনমার্ক [ক]
 স্লোভেনিয়া [ক] নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 সার্বিয়া −১
১৬ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
টীকা:
  1. ফেয়ার প্লে পয়েন্ট: ডেনমার্ক –১, স্লোভেনিয়া –২।

১৬ দলের পর্বে,[২]

  • গ্রুপ সি-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ ডি, গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর তৃতীয় স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।
  • গ্রুপ সি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ এ-এর প্রথম স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।
  • গ্রুপ সি-এর তৃতীয় স্থান অধিকারী দল গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর প্রথম স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।

ম্যাচ[সম্পাদনা]

স্লোভেনিয়া বনাম ডেনমার্ক[সম্পাদনা]

স্লোভেনিয়া[৪]
ডেনমার্ক[৪]
গো ইয়ান অবলাক (অধি:)
রা.ব্যা. জান কারনিচনিক
সে.ব্যা. ২১ ভানিয়া দ্রকুশিচ
সে.ব্যা. ইয়াকা বিজোল
লে.ব্যা. ১৩ এরিক ইয়ানজা
রা.মি. ২০ পেতার স্তোয়ানোভিচ হলুদ কার্ড ৫৩' ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.মি. ২২ আদাম গনেজদা চেরিন
সে.মি. ১০ তিমি মাক্স এলশনিক ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
লে.মি. ১৭ ইয়ান ম্লাকার ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
সে.ফ. আন্দ্রাজ স্পোরার ৯০+৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৫'
সে.ফ. ১১ বেঞ্জামিন শেশকো ৯০+৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৫'
বদলি খেলোয়াড়:
বেঞ্জামিন ভেরবিচ ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
১৯ জান সেলার হলুদ কার্ড ৮৪' ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
জন গোরেনৎস স্তানকোভিৎস ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
২৩ দাভিদ ব্রেকালো ৯০+৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৫'
১৪ ইয়াসমিন কুর্তিচ ৯০+৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৫'
প্রধান কোচ:
স্লোভেনিয়া মাতিয়াশ কেক
গো ক্যাসপার স্মাইকেল (অধি:)
সে.ব্যা. আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন
সে.ব্যা. ইয়োয়াখিম আন্দেরসেন
সে.ব্যা. ইয়ানিক ভেস্তেরগর
রা.মি. ১৮ আলেক্সান্ডার বাহ
সে.মি. ২১ মোর্তেন হিউলম্যান হলুদ কার্ড ৪৯' ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.মি. ২৩ পিয়ের-এমিল হোইবিয়ার ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
লে.মি. ১৭ ভিক্তোর ক্রিস্তিয়ানসেন ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
অ্যা.মি. ১০ ক্রিস্টিয়ান এরিকসেন
সে.ফ. ১৯ ইয়োনাস উইন্দ ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
সে.ফ. রাসমুস হয়লন ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
বদলি খেলোয়াড়:
ইয়োয়াকিম মেহলে ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
২০ ইউসুফ ইউরারি পোলসেন ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
১২ ক্যাস্পার দলবার্গ ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
১৫ ক্রিস্তিয়ান নরগর ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
থমাস ডেলেনি ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
প্রধান কোচ:
ডেনমার্ক ক্যাস্পার হিউলম্যান

ম্যান অব দ্য ম্যাচ:
ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)[৫]

সহকারী রেফারি:[৪]
স্টেফান ডে আলমেইদা (সুইজারল্যান্ড)
বেকিম জোগায় (সুইজারল্যান্ড)
চতুর্থ রেফারি:
দোনাতাস রুমশাস (লিথুয়ানিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
আলেকসান্দ্র রাদিউশ (লিথুয়ানিয়া)
ভিডিও সহকারী রেফারি:
ফেদায়ি সান (সুইজারল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
তোমাশ কভিয়াতকোভস্কি (পোল্যান্ড)

সার্বিয়া বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

সার্বিয়া[৭]
ইংল্যান্ড[৭]
গো প্রেদ্রাগ রায়কোভিচ
সে.ব্যা. ১৩ মিলোশ ভেলিয়কোভিচ
সে.ব্যা. নিকোলা মিলেনকোভিচ
সে.ব্যা. স্ত্রাহিনিয়া পাভলোভিচ
ডি.মি. নেমানিয়া গুদেলিয় হলুদ কার্ড ৩৯' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি. ২০ সের্গেই মিলিনকোভিচ-সাভিচ
সে.মি. ২২ সাশা লুকিচ ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
রা.উ. ১৪ আন্দ্রিয়া জিভকোভিচ ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
লে.উ. ১১ ফিলিপ কোস্তিচ ৪৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৩'
সে.ফ. দুশান ভ্লাহোভিচ
সে.ফ. আলেকসান্দার মিত্রোভিচ (অধি:) ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
বদলি খেলোয়াড়:
২৫ ফিলিপ ম্লাদেনোভিচ ৪৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৩'
১৭ ইভান ইলিচ ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১০ দুশান তাদিচ হলুদ কার্ড ৭৫' ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
লুকা ইয়োভিচ ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
২৬ ভেলিয়কো বিরমানচেভিচ ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
প্রধান কোচ:
সার্বিয়া দ্রাগান স্তোয়কোভিচ হলুদ কার্ড ৮৩'
গো জর্ডান পিকফোর্ড
রা.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. মার্ক গেয়ি
লে.ব্যা. ১২ কিরান ট্রিপিয়ার
সে.মি. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
সে.মি. ডেকলান রাইস
রা.উ. বুকায়ো সাকা ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
অ্যা.মি. ১০ জুড বেলিংহাম ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
লে.উ. ১১ ফিল ফোডেন
সে.ফ. হ্যারি কেন (অধি:)
বদলি খেলোয়াড়:
১৬ কনর গ্যালাগার ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
২০ জারড বোয়েন ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
২৬ কোবি মাইনু ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
প্রধান কোচ:
ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট

ম্যান অব দ্য ম্যাচ:
জুড বেলিংহাম (ইংল্যান্ড)[৫]

সহকারী রেফারি:[৭]
চিরো কারবোনে (ইতালি)
আলেসসান্দ্রো জাল্লাতিনি (ইতালি)
চতুর্থ রেফারি:
ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ব্রানিস্লাভ হানকো (স্লোভাকিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
কাতালিন পোপা (রোমানিয়া)

স্লোভেনিয়া বনাম সার্বিয়া[সম্পাদনা]

ডেনমার্ক বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া[সম্পাদনা]

ডেনমার্ক বনাম সার্বিয়া[সম্পাদনা]

শাস্তিমূলক পয়েন্ট[সম্পাদনা]

গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 স্লোভেনিয়া –২
 ডেনমার্ক –১
 সার্বিয়া –৩
 ইংল্যান্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "Full Time Report – Slovenia v Denmark" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  4. "Tactical Line-ups – Slovenia v Denmark" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  5. "Every Euro 2024 Player of the Match"UEFA.com। Union of European Football Associations। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  6. "Full Time Report – Serbia v England" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 
  7. "Tactical Line-ups – Serbia v England" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৬ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]