বিষয়বস্তুতে চলুন

আমর ইবনে মুয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমর ইবনে মুয়াজ (মৃত্যুঃ ২৩ মার্চ, ৬২৫ খ্রিষ্টাব্দ) রাসুলের একজন সাহাবা ছিলেন। যিনি সাদ ইবনে মুয়াজ এর ছোট ভাই ছিলেন। যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ।

একটি হাদিস বর্ণনা

[সম্পাদনা]

তিনি হাদিস বর্ণনা করেছেন । তার একটি হাদিস, 'আমর ইবনে মুয়াজ তাহার দাদী হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলিয়াছেন, হে মু’মিন মহিলাগণ তোমাদের কেহ যেন স্বীয় প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে, যদিও সে ছাগলের একটি পোড়া খুর পাঠায় তাহাও তোমরা কবুল কর' ।[]

মৃত্যু

[সম্পাদনা]

আমর ইবনে মুয়াজ ৬২৫ খ্রিষ্টাব্দে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গ্রন্থঃ মুয়াত্তা মালিক - হাদিস নং ১৮৭৫ 
  2. "সাদ ইবনে মুয়াজ"উইকিপিডিয়া। ২০১৯-১০-১৪।