ব্যবহারকারী আলাপ:মেহেদী হাসান সুশীল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই মেহেদী হাসান সুশীল ২২:০১, ১১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

List of countries by GDP (nominal) ইতিমধ্যে আছে[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, আপনি যে List of countries by GDP (nominal) তৈরি করেছেন তা ইতিমধ্যে বাংলা উইকিতে জিডিপির ভিত্তিতে রাষ্ট্রসমূহের তালিকা (মনোনীত) নামে রয়েছে। দয়া করে অন্য কোন নিবন্ধ অনুবাদ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৪, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আর অনুগ্রহ করে আইসল্যান্ডীয় ক্রোনা নিবন্ধটি আরো সম্প্রসারণ করুন অনুবাদ করে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৫, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

৯৩ তম এই বিষয়টি যোগ করতে চাচ্ছিলাম।[সম্পাদনা]

শুধু মাত্র ৯৩তম এই বিষয়ে কোন তথ্য ছিল না যা লাল দাগ হয়ে ছিল। আমি বিস্তারিত ভাবে যোগ করতে চেয়েছিলাম। মেহেদী হাসান সুশীল ০১:০০, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)

যেহেতু বাংলা উইকিতে এটি আছে, আপনি অন্য কোন নিবন্ধ তৈরি করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৯, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আগস্ট 2019[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, শামসুল হকের প্রস্তাব এবং আওয়ামী মুসলিম লীগের প্রথম ম্যানিফেষ্টো, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪২, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে জীবিত ব্যাক্তির জীবনী সম্পর্কে এমন কোন নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন যা পুরুপুরি উৎসবিহীন ও নেগিটিভ দৃষ্টিভঙ্গি থেকে লেখা। উইকিপিডিয়ার যাচাইযোগ্যতা সম্পর্কে নীতিমালা রয়েছে এবং কোন ধরনের নেগিটিভ দৃষ্টিভঙ্গির লেখা যোগ করলে তা অবশ্যই কোন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্বিৃতি দিতে হবে ও নিবন্ধটি অবশ্যই নিরপেক্ষ হতে হবে। নেগিটিভ দৃষ্টিভঙ্গির উৎসহীন সম্পাদনা উইকিপিডিয়ায় সহ্য করা হয় নাঅতি-দ্রুততার সাথে অপসারন করা হয়। কোন ব্যবহারকারী সতর্ক করে দেওয়া স্বত্ত্বেও বারংবার এই ধরনের লেখা বা চিত্র যোগ অব্যাহত রাখলে, তাকে উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী সংক্রান্ত নীতিমালার অওতায় বাধাপ্রদান করা হয়। ধন্যবাদ।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:১২, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অবদান রাখা নিবন্ধ, Alamgir II[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

শুভেচ্ছা নিন, আমি লক্ষ্য করেছি যে আপনি সম্প্রতি Alamgir II নামে একটি নতুন পাতা তৈরি করেছেন। প্রথমে, আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই; উইকিপিডিয়া সম্পূর্ণরূপে আপনার মতো স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার উপর নির্ভর করে। দুর্ভাগ্যক্রমে, আপনার তৈরি পাতাটি এমন একটি বিষয়কে উপস্থাপন করে যার উপরে ইতিমধ্যে আমাদের দ্বিতীয় আলমগীর নামে একটি পাতা রয়েছে। সদৃশতার কারণে, আপনার নিবন্ধটি দ্রুত অপসারণ করার জন্য ট্যাগ করা হয়েছে। দয়া করে লক্ষ্য করুন যে এটি ব্যক্তিগতভাবে আপনার সম্পর্কে কোনও মন্তব্য নয় এবং আমরা আশা করি আপনি উইকিপিডিয়া উন্নত করতে সহায়তা করা চালিয়ে যাবেন। আপনি যে নিবন্ধটি তৈরি করেছেন সেই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন তবে আপনি সম্ভবত দ্বিতীয় আলমগীর নামের পাতায় সহায়তা করতে পারেন। যদি আপনার কাছে যোগ করার জন্য নতুন তথ্য থাকে, তবে আপনি তা নিয়ে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করতে পারেন।

আপনি যদি মনে করেন যে আপনার তৈরি নিবন্ধটি পৃথক হিসেবে থাকা উচিত, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। গোলাম মুকিত(আলাপ)০৩:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আগুন্তকঃ[সম্পাদনা]

আগন্তুক নক্ষত্রগুলো Strangers worldwide (আলাপ) ২১:৩৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অক্টোবর 2021[সম্পাদনা]

দয়া করে উইকিপিডিয়ায় মন্তব্যমূলক ও নিজস্ব মৌলিক গবেষণামূলক লেখা যুক্ত করা থেকে বিরত থাকুন , যা আপনি রেদওয়ান মুজিব সিদ্দিক ববি নিবন্ধে করেছেন। এটি করার মাধ্যমে উইকিপিডিয়ার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতিমালা ভঙ্গ করবেন না এবং উইকিপিডিয়াকে একটি সাধারন বিশ্বকোষের পর্যায়ে আনতে এর নীতিমালা মেনে চলুন। ধন্যবাদ। মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:০৪, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

চাইলে যোগ দিন[সম্পাদনা]

আপনি এখানে, এখানে বা এই টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে পারেন ও বিভিন্ন প্রশ্ন করতে পারেন। অন্যথায় উইকিতেই প্রশ্ন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৪, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]