মিহতারলাম জেলা

স্থানাঙ্ক: ৩৪°৩৮′৪৪″ উত্তর ৭০°১০′৫৩″ পূর্ব / ৩৪.৬৪৫৬° উত্তর ৭০.১৮১৪° পূর্ব / 34.6456; 70.1814
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিহতারলাম জেলা
Mihtarlam

مهترلام
City
দেশ আফগানিস্তান
প্রদেশলাঘমান প্রদেশ
জেলামিহতারলাম জেলা
উচ্চতা৭৭৯ মিটার (২,৫৫৬ ফুট)
জনসংখ্যা
 • পৌর এলাকা৩২,৯৪৯ [১]
সময় অঞ্চলআফগানিস্তান স্ট্যান্ডার্ড টাইম (ইউটিসি+৪:৩০)

মিহতারলাম জেলা আফগানিস্তানের লাঘমান প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত ৫টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। শহুরে কেন্দ্রীয়স্থল এবং প্রাদেশিক রাজধানী মিহরতলা নিয়ে গঠিত হয়েছে জেলাটি। এছাড়াও ২৪ টি প্রধান গ্রাম এবং ২৬৬ টি উপ-গ্রাম গঠন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা, পশ্চিমে কাবুল প্রদেশ, উত্তরে আলিশিং জেলাআলিঙ্গার জেলা এবং পূর্বে ও দক্ষিণের কার্ঘাই জেলা সীমানা ঘিরে রেখেছে।

২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১২১,২০০ জন এর মত, যার মধ্যে থেকে প্রায় ৬০% পশতু, ৩৫% তাজিক এবং ৫% পশাই সম্প্রদায়ের লোক বসবাস করে থাকে। মেহতারলাম শহরের জনসংখ্যা প্রায় ৩২,৯৪৯ জন এর মত।[১] এখানে ১০টি গ্রাম রয়েছে এবং মোট জমি এলাকা ১,৩৯৭ হেক্টর।[২] এই শহরে মোট বসবাসযোগ্য মানুষের সংখ্যা প্রায় ৩,৬৬১ জন এর মত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The State of Afghan Cities report 2015"। ২০১৫-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "The State of Afghan Cities report 2015"। ৩১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]