তুষার ইমরান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুষার ইমরান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশেখ তুষার ইমরান
জন্ম (1983-12-10) ১০ ডিসেম্বর ১৯৮৩ (বয়স ৪০)
যশোর, খুলনা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৮)
২৮ জুলাই ২০০২ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট১১ জুলাই ২০০৭ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৪)
২৩ নভেম্বর ২০০১ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই৩১ ডিসেম্বর ২০০৭ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০১-বর্তমানখুলনা বিভাগ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৪১ ৭৭ ৯৭
রানের সংখ্যা ৮৯ ৫৭৪ ৪,৪৩৩ ২,৩৫৬
ব্যাটিং গড় ৮.৯০ ১৪.৩৫ ৩৩.৮৩ ২৫.৩৩
১০০/৫০ ০/০ ০/২ ১০/২২ ১/১৩
সর্বোচ্চ রান ২৮ ৬৫ ১৯৮ ১০৬*
বল করেছে ৬০ ১২৬ ১,৭৫৩ ৪৪৪
উইকেট ১৮
বোলিং গড় ১০৩.০০ ৫২.৫৫ ৪৩.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ০/৪৮ ১/২৪ ৩/২২ ৪/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৬/– ৩৬/– ২৯/–
উৎস: CricketArchive, ২৭ ডিসেম্বর ২০০৮

শেখ তুষার ইমরান (জন্ম: ১০ ডিসেম্বর, ১৯৮৩) খুলনা বিভাগের যশোরে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে ৪ টেস্ট ও ৩৭টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন। দলে তিনি মূলতৎ মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে আক্রমণাত্মক ভঙ্গীমায় খেলতেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০০০-০১ মৌসুমে সতের বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে খুলনা বিভাগের পক্ষে ১০৬ বলে ১৩১ রান করে আলোচনায় আসেন। একই মৌসুমে বাংলাদেশ ক্রিকেট দলে টেস্ট মর্যাদা পেলেও ২০০১ সালে তাকে জাতীয় দলের পক্ষে একদিনের আন্তর্জাতিকে খেলার সুযোগ দেয়া হয়। ২৮ জুলাই, ২০০২ তারিখে শ্রীলঙ্কা সফরে স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। প্রথম ইনিংসে ৮ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন তিনি। ঐ খেলায় বাংলাদেশ দল ২৮৮ রানে পরাজিত হয়।

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের জন্য তাকে বেশ চেষ্টা করতে হলেও তিনি বাংলাদেশ এ-দলের অধিনায়কত্ব করেছেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফরে বাংলাদেশ এ-দলের সদস্য মনোনীত হন। সারের বিপক্ষে তিনি রান-বল সমান রেখে ৭০ রান করেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]