অম্বালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অম্বালিকা
পরিবারপিতামাতা
  • কাশ্য (পিতা)
  • কৌশল্যা (মাতা)
সহোদরা

সহোদর

  • সেনাবিন্দু
দাম্পত্য সঙ্গীবিচিত্রবীর্য
সন্তানপাণ্ডু
আত্মীয়পাণ্ডবগণ (নাতিগণ)

অম্বালিকা (Hindi: अम्‍बालिका) হলেন কাশীরাজের কনিষ্ঠতমা কন্যা। তিনি রাজা বিচিত্রবীর্যের দ্বিতীয় স্ত্রী এবং পাণ্ডুর জননী।

ইতিহাস[সম্পাদনা]

ভীষ্ম অম্বাঅম্বিকার সাথে তাকে স্বয়ম্বরসভা হতে হরণ করে আনেন। বিবাহের মাত্র সাত বৎসর পর বিচিত্রবীর্য নিঃসন্তান অবস্থায় মারা যান। এসময় ইনি শ্বশ্রূ সত্যবতীর অনুরোধে ঋষি বেদব্যাসের আশ্রমে যান নিয়োগের জন্য।[১] নিয়োগের সময় অম্বালিকা ব্যাসের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। এজন্য এঁর পুত্র পাণ্ডুবর্ণ হয়ে জন্মান। পাণ্ডু পাণ্ডবদের পিতা। তিনি শেষ জীবন ভগিনী অম্বিকা ও শ্বশ্রূ সত্যবতীর সাথে তপস্বিনীর ন্যায় অতিবাহিত করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Mahabharata, Book 1: Adi Parva: Sambhava Parva: Section CV" 
  2. মহাভারত - রাজশেখর বসু