কার্ল ফের্ডিনান্ড ব্রাউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্ল ফের্ডিনান্ড ব্রাউন
কার্ল ফের্ডিনান্ড ব্রাউন
জন্ম(১৮৫০-০৬-০৬)৬ জুন ১৮৫০
মৃত্যু২০ এপ্রিল ১৯১৮(1918-04-20) (বয়স ৬৭)
জাতীয়তা জার্মান
মাতৃশিক্ষায়তনমারবুর্গ বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসিআরটি, ক্যাট্‌স হুইস্কার ডায়োড
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯০৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রউদ্ভাবন এবং পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহস্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাAugust Kundt
ডক্টরেট শিক্ষার্থীLeonid Isaakovich Mandelshtam
ফার্দিনান্দ ব্রাউনের জন্মস্থান, ফুলদা

কার্ল ফের্ডিনান্ড ব্রাউন[টীকা ১] (৬ জুন, ১৮৫০ - ২০ এপ্রিল, ১৯১৮) জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। [১] তিনি ১৯০৯ সালে গুলিয়েলমো মার্কোনির সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯০৯ সালে। [২] তার জন্ম জার্মানির ফুলদা নামক স্থানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন। বেতার যোগাযোগ প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

পাদটীকা[সম্পাদনা]

  1. এই জার্মান ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ferdinand Braun | German physicist | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০ 
  2. "The Nobel Prize in Physics 1909"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

পেটেন্ট
অন্যান্য