শান্তিতে নোবেল পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শান্তিতে নোবেল পুরস্কার
পুরস্কারদাতাNorwegian Nobel Committee উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটhttps://www.nobelprize.org/prizes/peace/ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

শান্তিতে নোবেল পুরস্কার (ইংরেজি: Nobel Peace Prize, নরওয়েজীয়: Nobels fredspris, প্রতিবর্ণী. নোবেলস ফ্রেডসপ্রিস) প্রদান নোবেল পুরস্কারের একটি বিভাগ। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।

মনোনয়ন ও নির্বাচন[সম্পাদনা]

নরওয়েজিয়ান পালার্মেন্ট 'নরওয়েজিয়ান নোবেল কমিটি'র মনোনয়ন দেন।

সমালোচনা[সম্পাদনা]

হেনরি কিসিঞ্জার এবং লি ডাক থো'র নোবেল শান্তি পুরস্কার প্রদানের ফলে নরওয়েজিয়ান নোবেল কমিটি ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়। কিন্তু পরবর্তীতে লি ডাক থোপুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান।[১] এরফলে নরওয়েজিয়ান নোবেল কমিটির দুইজন সদস্য পদত্যাগ করেন। জানুয়ারি, ১৯৭৩ সালে উত্তর ভিয়েতনামমার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার যুদ্ধ বিরতির আলোচনা এবং সেখান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। কিন্তু যখন এ পুরস্কারের বিষয়টি ঘোষিত হয়, তখনও উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা অব্যাহত ছিল।[২] অনেক সমালোচকদের অভিমত, কিসিঞ্জার শান্তি প্রণেতা ছিলেন না; বরঞ্চ যুদ্ধের ব্যাপক প্রসারে সুদূরপ্রসারী ভূমিকা রেখেছিলেন।[৩]

তালিকা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

  1. নোবেল পুরস্কার
  2. নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা‎
  3. সাহিত্যে নোবেল পুরস্কার
  4. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
  5. রসায়নে নোবেল পুরস্কার
  6. চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার
  7. অর্থনীতিতে নোবেল পুরস্কার
  8. নোবেল পুরস্কার বিজয়ী নারীদের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]