ব্যবহারকারী আলাপ:Bellayet/সংকলন০৮

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy (প্রশাসক) ২ কর্তৃক ১১ বছর পূর্বে "লাল লিঙ্ক দূরীকরণ" অনুচ্ছেদে

নিবন্ধ বাতিল করার কারোন[সম্পাদনা]

অমি ১৮ তারিকে গ্রেরীফ শার্ক নিয়ে একটা নিবন্ধ লেখা সুরু কোরেছিাম ১৯ তারিকে নিবন্ধ নিয়ে আবার লিখতেবোসে দেখি নিবন্ধটি মুছে ফেলা হোয়েছে আমি জানতে চাই কেনো এমোনটা করা হোলো ?-----ভাস্কর রায় (আলাপ)১:৪৭,৯-১০-১২

নামাজ শিরোনাম প্রসঙ্গে[সম্পাদনা]

আপনি www.priyoboi.com/2009/01/blog-post_3882.html ওয়েবসাইট টি তুলে ধরেছেন যেটি থেকে আমি নামাজে কোন ভাবেই যুক্ত করিনি। আপনি আমার পূর্ববতি নিবন্ধ গুলো পর্যালোচনা করলেই বুঝতে পারবেন যে আমি উইকিপেডিয়াতে কোন ফালতু এডিট করিনা। ব্লগ থেকে তোঁ কোনভাবেই না। উইকিপেডিয়ার নিয়ম সম্পর্কে আমি ভালই অবগত আছি এবং আমি একজন নিয়মিত উইকিপেডিয়ান। ইন্টারনেটের সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাটের জন্য অনেক সময় তথ্য সুত্র দিতে পারিনা কিন্তু তা পরে দিয়ে দেই। আমি বহিস্থ ওয়েবসাইট থেকেই নামাজ সম্পর্কে লিখেছি এবং তা সূত্র হিসেবে উল্লেখ করার আগেই আপনি তা সরিয়ে ফেলেছেন। তাই, ত্বরিত ব্যবস্থা নেয়ার আগে একটু সময় নিবেন বলে আসা করছি।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:৫১, ১৯ অক্টোবর ২০১২ (ইউটিসি))উত্তর দিন

নামাজ প্রসঙ্গে[সম্পাদনা]

আপনি http://www.bangla-quran.co.uk/salah-/110-salah-according-to-prophetpbuh http://banglakitab.wordpress.com/islamic-book/salat3/ http://www.priyoboi.com/2009/01/blog-post_3882.html http://pdfislamicbook.wordpress.com/2011/08/24/%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81-%E2%80%98%E0%A6%86/ লিঙ্কগুলো তুলে ধরেছেন এবং বলছেন লেখার সাথে যোগ করা লেখাগুলোর বেশ মিল রয়েছে। অবশ্যই মিল রয়েছে কারণ এগুলো কুরআন এবং হাদিসের বানী আছে যা আপনি পরিবর্তন করতে পারবেননা আপনাকে তা হুবহু দিতে হবে এবং বাকি লেখা গুলো আপনি পড়েননি বলে আমার ধারণা কারণ ওগুলোতে অনেক পরিবর্তন ছিল। দুটো লিঙ্কের লেখা প্রায় হুবহু ছিল আপনি তা খেয়াল করেননি বলে মনে হয়। যদি হুবহু থাকে তাহলে কপিরাইটের কথা আসে কিভাবে এবং আপনি বহিস্থ তথ্য সূত্র বারবার উল্লেখ করছেন তা বলতে কি বুঝাচ্ছেন আর কপিরাইটকৃত মুক্ত লেখা হিসেবে অনুমতি প্রাপ্ত বলতে আপনি কি বুঝাচ্ছেন তা পরিষ্কার করতে অনুরোধ রইলো। কারণ প্রায় সব লেখাই কপিরাইটকৃত এবং পত্রিকা থেকে যা দেওয়া হয় তাও। সুতরাং আমার লেখার জবাব দিবেন বলে আশা করছি।(Mohd. Toukir Hamid (আলাপ) ০৬:৪০, ২০ অক্টোবর ২০১২ (ইউটিসি))উত্তর দিন

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১১:২১, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ[সম্পাদনা]

আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষক করার জন্য বেলায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Hopeoflight (আলাপ) ০৮:৪২, ১৩ নভেম্বর ২০১২ (ইউটিসি)hopeoflightউত্তর দিন

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় টেমপ্লেট সমস্যা পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ০৬:২৫, ২০ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের শিরোনাম বিষয়ে সাহায্য[সম্পাদনা]

লালন শিরোনামের পাতাটির শিরোনাম পরিবর্তন করে ফকির লালন/ ফকির লালন সাঁই/ ফকির লালন শাহ কোনটি উপযুক্ত হবে সে ব্যপারে সাহায্য প্রার্থনা করছি। আলাপ:লালন দ্রষ্টব্য।রাহাত (আলাপ) ১৬:২৯, ২৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

পাতা মোছার আবেদন[সম্পাদনা]

Balanced food in bangla পাতাটি দ্রুত মোছা জরুরীরাহাত (আলাপ) ১৭:২৭, ২৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ[সম্পাদনা]

বেলায়েত ভাই, ডেভিড কপারফিল্ড (জাদুকর) নিবন্ধটি আমি সংস্কার করছিলাম। পাতাটি আপনি মুছে ফেললেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৪:০৯, ২৮ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আমি আবার ফিরিয়ে দিচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১১, ২৮ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ)

কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

মাহবুব-উল-আলম (বীর প্রতীক) নিবন্ধের আলাপ পাতায় আপনার জন্য একটি বার্তা আছে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৩৭, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর করার জন্য[সম্পাদনা]

সাকিব আল-হাসান পাতাটিকে সাকিব আল হাসান শিরোনামে স্থানান্তর করার জন্য অনুরোধ করছি। -ধন্যবাদ Leemon2010 (আলাপ) ১৪:২৪, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উইকিসংকলন সংক্রান্ত সাহায্য[সম্পাদনা]

উইকিসংকলনে আমি লালনের কিছু গান যুক্ত করেছি যেগুলি বিষয়শ্রেণী:লালন পাতায় বর্ণানুক্রমে এসেছে কিন্তু লেখক:লালন পাতায় আসছে না। কীভাবে এই পাতায় আনতে পারি? নতুন যুক্ত করা গানঃ

ঠিক করা হয়েছে। ক্যাটাগরি যোগ করলেই পাতায় চলে আসবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫১, ৪ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

রেফারেন্স সম্পর্কে[সম্পাদনা]

ইউটিউবের রেফারেন্স গ্রহণযোগ্য কারণ এটি যাচাইযোগ্য। যেহেতু বক্তার নামসহ নিবন্ধে উল্লেখ করা হয়েছে, এবং তথ্যসূত্রটি ভ্যালিড, তাই তথ্যসূত্রটি অপসারণের প্রয়োজন নাই।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫৮, ৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মুছে ফলা নিবন্ধ[সম্পাদনা]

আপনি আমার জিতু মিয়ার বাড়ী নিবন্ধটি মুছে ফেলেছেন। আমি সেটি আবার যোগ করতে যাচ্ছি; এ বিষয়ে আপনার বক্তব্য আশা করছি।
আপনি অনেক দ্রুত নিবন্ধগুলো মুছে ফেলেন; একটু সময় দেয়া উচিৎ বলে আমি মনে করি। কারণ আমি এগুলোতো এডিট করার আগেই মুছে দিলেন! আশা করি নিবন্ধ মুছার আগে আলাপ পাতায় বলবেন।

ধন্যবাদান্তে Ashiq Shawon (আলাপ) ১৬:৪৯, ৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


আপনি আমার ইমামবাড়া নিবন্ধটি মুছে ফেলেছেন। আমি সেটি আবার যোগ করতে যাচ্ছি; এ বিষয়ে আপনার বক্তব্য আশা করছি।
আপনি অনেক দ্রুত নিবন্ধগুলো মুছে ফেলেন; একটু সময় দেয়া উচিৎ বলে আমি মনে করি। কারণ আমি এগুলোতো এডিট করার আগেই মুছে দিলেন! আশা করি নিবন্ধ মুছার আগে আলাপ পাতায় বলবেন।

ধন্যবাদান্তে Ashiq Shawon (আলাপ) ১৭:০০, ৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


আপনি আমার আবু নছর মোহাম্মদ এহিয়া (খান বাহাদুর) নিবন্ধটি মুছে ফেলেছেন। আমি সেটি আবার যোগ করতে যাচ্ছি; এ বিষয়ে আপনার বক্তব্য আশা করছি।
আপনি অনেক দ্রুত নিবন্ধগুলো মুছে ফেলেন; একটু সময় দেয়া উচিৎ বলে আমি মনে করি। কারণ আমি এগুলোতো এডিট করার আগেই মুছে দিলেন! আশা করি নিবন্ধ মুছার আগে আলাপ পাতায় বলবেন।

ধন্যবাদান্তে Ashiq Shawon (আলাপ) ১৭:০২, ৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

রফিকুল ইসলাম (বীর বিক্রম) নিবন্ধের আলাপ পাতায় আপনার জন্য একটি বার্তা আছে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৩৭, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা[সম্পাদনা]

হ্যালো Bellayet, রফিকুল ইসলাম (বীর বিক্রম), শাফায়াত জামিল, মতিউর রহমান (বীর প্রতীক)-এর আলাপ পাতায় আপনার জন্য নতুন একটি বার্তা এসেছে।--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৩:৫৪, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


টেমপ্লেট সমস্যা[সম্পাদনা]

বেলায়েত ভাই,

আপনি ওয়াম্প নিবন্ধে একটি

রেখেছেন; যা কাজ করছে না; দয়া করে একটু দেখবেন। --Ashiq Shawon (আলাপ) ১৬:৪৫, ১০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বেলায়েতবট[সম্পাদনা]

বেলায়েত ভাই, আশা করি ভালো আছেন। বেলায়েতবট সম্পর্কে বলার জন্য এই বার্তা:

  • একটু লক্ষ করবেন এ কে এম রফিকুল হক‎ নিবন্ধে বটটি Orphan ট্যাগ যুক্ত করেছে এই নভেম্বরে। অথচ নিবন্ধে বেশ গুরুত্বপূর্ণ দুটো লিংক ছিল, যার ফলে ওটা ওরফ্যান হবার কথা না, যথাক্রমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বীর প্রতীক।
  • এছাড়া আবদুল কাদের সিদ্দিকী নিবন্ধে কোনো তথ্যসূত্রই দেয়া নেই, তাই এখানে refimprove-এর চেয়ে unref-ই বেশি প্রযোজ্য বলে মনে হচ্ছে। কিন্তু বটটি ওখানেও আর-সব নিবন্ধের মতো refimprove যোগ করে চলেছে। অবশ্য এ কে এম রফিকুল হক‎ নিবন্ধে refimprove যোগ করা ঠিক ছিল, কারণ ওখানে একটাই মাত্র তথ্যসূত্র ছিল।

একটা আবেদন: পুরোন আলোচনাগুলো মনে করলে আপনার মনে পড়বে, আমরা এখন খুব প্রয়োজন না হলে নিবন্ধে ট্যাগ সেঁটে দেখাই না যে, এখানে সমস্যা আছে। যেমন: মাঝখানে গণহারে unref ট্যাগ সাঁটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো। আমাদের নিবন্ধগুলোর কলেবর কম, তাছাড়া এগুলোতে একটা-দুটা হয়তো তথ্যসূত্র কেউ উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে ছোট নিবন্ধগুলো এমনিতেই পাঠককে বলে দেয়, এখানে তথ্য যোগ করুন। সেখানে আমরা বট দিয়ে refimprove এবং orphan ট্যাগ সাঁটলে আসলে নিবন্ধের সংখ্যাটা অনেক হয়ে যায়, যেখানে ত্রুটিটা খুবই লঘু, অথচ চোখে আঙ্গুল দিয়ে বাংলা উইকিপিডিয়ার পাঠকদের বোঝাচ্ছি, আমরা এখনও তৈরি হইনি। এমতাবস্থায় আমরা কি বটের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারি? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২২, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মঈনুল, আমার বটটি আমি নির্দিষ্ট কিছু নিবন্ধের জন্য চালাই এবং তা অনিয়মিত। ফলে সব নিবন্ধে ট্যাগ যুক্ত করার কোন ভয় বা কারণ নেই। আপনার হয়তো মনে আছে গণভাবে (ঢালাওভাবে) নিবন্ধে ট্যাগ যোগে আমিই বিরোধিতা করেছি। ফলে এ ব্যাপারে আমি অসচেতন এমনটা ভাবার কোন কারন নেই। আপনার উল্লেখ করা নিবন্ধে অরফান ট্যাগ যুক্ত হয়েছে কারণ এ অন্যকোন নিবন্ধে এ নিবন্ধের কোন লিঙ্ক সম্ভবত পাওয়া যায়নি, আপনি সম্ভবত উল্টোটা বুঝেছেন। আসলে নিবন্ধে কোন রেফারেন্স না থাকলে unref আর থাকলে refimprove ব্যবহার করতে হবে এমনটা নয়। আর দুটো টেমপ্লেটের ভাষায়ও এমন কিছু বোঝায় না। ফলে refimprove ব্যবহারে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না। তবে রেফারেন্স না থাকলে unref ব্যবহার করা ভাল।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৪, ১৭ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাই, আমি যদি কোনো ভুল বুঝে থাকি, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ঢালাওভাবে ট্যাগ, বটটি সাঁটবে না জেনে ভালো লাগলো, এটা নিরাপদ। তবে আপনার বাকি কথাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না। আপনার মনে হতে পারে এটা একটা যেচে পড়ে ঝগড়া, আসলে মোটেই তা নয়: আপনাদের এই বটগুলো আমাদের অনেক পরিশ্রম লাঘব করে দেয়, তাই বটগুলোর বাগ ফিক্স করা আমি মনে করি, আমাদেরও কর্তব্য। ...এ কে এম রফিকুল হক‎ নিবন্ধে, বটের Orphan ট্যাগ যোগ করার সময় নিবন্ধে যথেষ্ট লিংক ছিল (এখানে দেখুন), আমার মনে হয়, বটের স্ক্রিপ্টটা দেখে নেয়া দরকার। ...আর unref এবং refimprove-এর মধ্যে আমি এভাবেই কনক্রিট একটা পার্থক্য দেখি যে, unref সেই নিবন্ধে মানায়, যেখানে কোনো রেফারেন্স নেই (আপনিও তা-ই বলেছেন); আর refimprove সেখানে মানায়, যেখানে উল্লেখিত রেফারেন্স যথেষ্ট নয়, প্রসঙ্গত উল্লেখ্য: refimprove-এ অতিরিক্ত তথ্যসূত্র প্রয়‌োজন কথাটা বোঝায় যা আছে, তা যথেষ্ট নয়, যেখানে unref-এ বলা আছে কোনো তথ্যসূত্র উল্লেখিত হয়নি। —যাহোক, এপ্রসঙ্গ বাদ দেই, এগুলো অযথা আলোচনা। আপনি Orphan ট্যাগের লজিকগুলো একটু যাচাই করে দেখুন প্লিজ। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৯, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ[সম্পাদনা]

শীতের শুভেছা জানিয়ে শুরু করছি। উইকিপিডিয়া:অধিকারের আবেদন পাতায় আমাকে দেয়া পরামরশ গুলর জন্য ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। সেটি হল এখানে পর্যালোচনা অধিকার আবেদনের জন্য কি কোন ব্যবস্থা আছে?--প্রত্যয় (আলাপ করুন) ০৩:১৯, ২২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় অবদানকারীর অধিকারসমূহ সম্পর্কে জানতে en:Wikipedia:User access levels এই পাতা দেখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৮, ২২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ[সম্পাদনা]

বেলায়েত ভাই, এই Navbar টেমপ্লেটটি অনুবাদ করা জন্য ধন্যবাদ। কিন্তু টেমপ্লেটটি পূর্ণ অনুবাদ করা হয়নি। অনুগ্রহ করে v-t-e (দে-আ-স) টি একটু অনুবাদ করে দেবেন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:১০, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


ট্যাগ লাগানো প্রসঙ্গে[সম্পাদনা]

বেলায়েত ভাই, মাহমুদুর রহমান মজুমদার নিবন্ধে আপনি ট্যাগ লাগিয়েছেন তথ্যসূত্রের জন্য। কিন্তু আমি দেখেছি, উইকীতে ইতিমধ্যেই অন্তর্ভূক্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং অপারেশন সার্চলাইট নিবন্ধ দুটিতে এই ভদ্রলোকের নাম এসেছে একাধিকবার, আর আমিও কয়েকটি তথ্যসূত্র দিয়েছি। বিষয়টি আমি বুঝতে পারছিনা; একটু বুঝিয়ে বলবেন কি বিষয়টি? ধন্যবাদ -----Ashiq Shawon (আলাপ) ১৫:০৩, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রশ্নটিও আমি ঠিক বুঝতে পারছি না। তথ্যসূত্রের সাথে অন্য নিবন্ধে নাম থাকার কি সম্পর্ক? অন্য নিবন্ধে তার নাম থাকতে পারে, তাই বলে তথ্যসূত্রের প্রয়োজন হবে না তা নয়। সেখানেও তথ্যসূত্র প্রয়োজন। আর মজুমদারের নিবন্ধে যা যা লেখা হয়েছে, তার জন্যেও তথ্যসূত্র প্রয়োজন। তথ্যসূত্র যেকোন তথ্যের জন্যই গুরুত্বপূর্ণ। তথ্যে যা দাবি করা হয়েছে তা যে সত্যই ঠিক তা প্রমাণ করতে তথ্যসূত্রের কোন বিকল্প নেই। তবে তথ্যসূত্রের বিভিন্ন রকম রয়েছে। বিস্তারিত জানতে en:Wikipedia:Citing_sources পাতা দেখুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৭, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
তারমানে আমাকে মোটামুটি যতটা পারা যায় সিটেশন দিতে হবে। আমি ভেবেছিলাম কয়েকটি দিলেই হবে। আর, কোনো নাম পূর্ববর্তী নিবন্ধে এসেছে অর্থ আমি ধরে নিয়েছিলাম যে তথ্যগুলো যাচাই যোগ্যতা উৎরে এসেছে, বিশেষতঃ নিবন্ধটি যুক্ত হয়েছে যত দীর্ঘ-সময় পূর্বে। ধন্যবাদ।--Ashiq Shawon (আলাপ) ১৫:২৮, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সিলেট বিভাগ[সম্পাদনা]

সিলেট বিভাগ নিবন্ধটি হারিয়ে গেল । না কি মুছে ফেলা হল ? বুঝতে পারি নাই । একটু অবগত করালে ধন্য হবMdyusufmiah (আলাপ)

নিবন্ধটি কোথাও যায়নি। টেমপ্লেটে সমস্যা ছিল তাই লেখাগুলো দেখা যায়নি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৫, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট সুরক্ষিত করার জন্য[সম্পাদনা]

  1. টেমপ্লেট:প্রবেশদ্বার/কোর <--- টেমপ্লেট:Portal/core
  2. টেমপ্লেট:প্রবেশদ্বার/চিত্র <--- টেমপ্লেট:Portal/Images
  3. টেমপ্লেট:প্রবেশদ্বার <--- টেমপ্লেট:Portal
  4. টেমপ্লেট:প্রবেশদ্বার-সারিরমধ্যে <--- টেমপ্লেট:Portal-inline
  5. টেমপ্লেট:প্রবেশদ্বার দন্ড <--- টেমপ্লেট:Portal bar
  6. টেমপ্লেট:প্রবেশদ্বার:বক্স-ফুটার XX <--- টেমপ্লেট:Portal:Box-footer XX
  7. টেমপ্লেট:প্রবেশদ্বার:বক্স-হেডার XX <--- টেমপ্লেট:Portal:Box-header XX
  8. টেমপ্লেট:প্রবেশদ্বার দন্ড/আইটেম

এই টেমপ্লেটগুলি সুরক্ষিত করা খুব প্রয়োজন।কেউ যদি না বুজে সম্পাদনা করে তাহলে প্রবেশদ্বার গুলিতে সমস্যা হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষিত করার জন্য ব্যাবস্থা করেন । (প্রত্যেক টেমপ্লেট কে আমি ইংরেজি নাম থেকে বাংলা নামে রিডাইরেক্ট করে দিসি।এতে কেউ যদি ইংরেজি তে ব্যাবহার করে তাহলেও টেমপ্লেট কাজ করবে, বাংলা তে ব্যাবহার করলেও কাজ করবে।

  • তবে কেউ যদি আবার বাংলা নাম থেকে ইংরেজি নামে রিডাইরেক্ট করে তাহলে টেমপ্লেট কাজ করবে না কারন আমি টেমপ্লেটগুলির ভিতর বাংলাতে সম্পাদনা করছি।

তাই এই ৮টা টেমপ্লেট এবং ৭টা রিডাইরেক্ট কে সুরক্ষিত করা খুব দরকার।) ধন্যবাদ --Leemon2010 (আলাপ) ১৬:১২, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

একেবারে শেষেরটি ছাড়া বাকি টেমপ্লেটগুলো সুরক্ষিত করা হয়েছে। টেমপ্লেটগুলো সুরক্ষিত করা ফলে এখন এতে কোন পরিবর্তন করার জন্য অবশ্যই কোন প্রশাসকের সাহায্যের প্রয়োজন হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০২, ২৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ধন্যবাদ। কিন্তু ১টা সমস্যা তৈরি হয়ছে,রিডাইরেক্ট পাতা গুলিকে সুরক্ষিত করার ফলে সেগুলি আর কাজ করছে না। আমি এইমাত্র ইংরেজি উইকি দেখলাম তারা রিডাইরেক্ট পাতা গুলিকে সুরক্ষিত করে নাই।উদা: Portal:Box-footer।তাই এই টেমপ্লেট:Portal, টেমপ্লেট:Portal-inline,টেমপ্লেট:Portal bar, টেমপ্লেট:Portal/Images ৪টা রিডাইরেক্ট পাতা থেকে সুরক্ষিত তুলে ফেলেন।
 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৬, ২৭ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


আবদুল বারী চৌধুরী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

নিবন্ধটি সম্পূর্ণ নতুন ভাবে তথ্য দিয়ে এবং তথ্যসূত্র সংযোজন করে আবারো যুক্ত করছি। আশা করতে পারি, এবার আপত্তি আর থাকবেনা।Syed Nur Kamal (আলাপ) ১২:০৯, ২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Bellayet। Leemon2010-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

---Leemon2010 (আলাপ) ১৬:৫২, ৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Justification, reply to your comment.[সম্পাদনা]

আমি এই জিনিসটি বুঝতে পেরেছি এবং আপনার WARNING দেবার অনেক আগেই আমি আমার সকল JUSTIFY করা পেজ আগের মতন করে দিয়েছি। আমি যদিও JUSTIFY করার পক্ষে, তবুও আমি নিজ থেকেই পিছু সরে যাই, কারণ এমন কাজ একজন দ্বারা সম্ভব নয়। উইকিপিডিয়া এর সকল ARTICLE আমার মতে JUSTIFY হলে ভালো দেখা যায়। তাই এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আবারও বলছি, আমি নিজ থেকেই আমার CHANGE সমূহ আগের পর্যায়ে নিয়ে গেছি। ধন্যবাদ।--দেওয়ান নাঈম (আলাপ) ১৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমি পোকিমন পেজটিকে পোকেমন ঠিকানায় স্থানান্তরের জন্যে অনুরধ করছি। Pokémon এর সঠিক উচ্চারণ পোকেমন, পোকিমন নয়।--দেওয়ান নাঈম (আলাপ) ১৬:১৫, ৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


দুটি প্যারার মধ্যে গ্যাপ দেয়া প্রসঙ্গে[সম্পাদনা]

এক একটি নিবন্ধের দুটি ভিন্ন শিরোনামের প্যারার মধ্যে আমি দুটি স্পেস গ্যাপ রেখে লিখছি। তাতে আপনি কাঁচি চালিয়েছেন দেখলাম (যদিও আমি কিছু কিছু ক্ষেত্রে আবার তা আগের মতো করে ফেলেছি)। আমি জানতে চাচ্ছি, এর কি কোনো নির্দিষ্ট নীতিমালা আছে, মানে এটি কতটুকু রাখা উচিৎ, ০ (আপনি করেছিলেন)/এক (সাধারণত দৃষ্ট)/দুই (আমি দেই এবং বেশ কিছু নিবন্ধকারও রাখেন)? ধন্যবাদ---Ashiq Shawon (আলাপ) ১৬:০০, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে উইকিপিডিয়ার প্রত্যেকটি অনুচ্ছেদের মাঝে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস থাকে। তাই আলাদা করে খালি স্পেস ব্যবহার করার প্রয়োজন নাই। যদি রাখেন তো সমস্যা কি? তাহলে বলবো, স্পেসের অপচয়। এমন একটু একটু স্পেস হিসেব করলে একটি বড় স্পেসের অপচয় হয় যার কোন প্রয়োজন নাই। তাছাড়া অযথা নিবন্ধের আকার লম্বা করার কোন মানে হয় না। আশা করি বোঝাতে পেরেছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৪, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের আকার নিয়ে আসলে আমি খুব একটা চিন্তা ভাবনা করিনা। তবে, স্পেস থাকলে এডিট করার সময় সুবিধাজনক বলে মনে হয় আমার নিকট, তাই রাখি। এখন থেকে তাহলে একটি স্পেস রাখবো। ধন্যবাদ---Ashiq Shawon (আলাপ) ১৭:৫৮, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাকার হিসেবে আবেদন[সম্পাদনা]

বেলায়েত ভাই, আমি রোলব্যাকার সুবিধা পাওয়ার জন্য রোলব্যাক পাতায় আবেদন করেছি। আমাকে এই সুবিধা দেয়া যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ রইল।(Mohd. Toukir Hamid (আলাপ) ১১:০৯, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

সুবিধা দেওয়া হয়েছে। শুভেচ্ছা রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৮, ১০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রোল ব্যাক সুবিধা দেয়ার জন্য ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:৪১, ১০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

বিষয়শ্রেণী সরানোর জন্য[সম্পাদনা]

• বিষয়শ্রেণী:১৯৪০-প্রতিষ্ঠিত • বিষয়শ্রেণী:২০১১-প্রতিষ্ঠিত • বিষয়শ্রেণী:১৮৯১-প্রতিষ্ঠিত • বিষয়শ্রেণী:১৮৪১-প্রতিষ্ঠিত • বিষয়শ্রেণী:১৭৬৪-প্রতিষ্ঠিত =>বিষয়শ্রেণীগুলি ভুল ভাবে করা হইছে। হওয়া উচিত ছিল বিষয়শ্রেণী:১৯৪০-এ প্রতিষ্ঠিত (অন্য বিষয়শ্রেণীগুলি এই ভাবেই বানানো হইছে)। এই বিষয়শ্রেণী গুলি Delete করে দেন। Delete করার পর আমি ঠিক করে বিষয়শ্রেণী গুলি তৈরি করে ফেলবো। --লিমন (আলাপ) ১৮:০৮, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Please check this article for mistakes. Thank you! --S.M.Samee (আলাপ) ১৯:৪২, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন[সম্পাদনা]

বেলায়েত ভাই, ব্যবহারকারী দেওয়ান নঈম আমার আলাপ পাতায় তাঁর ব্যবহারকারী নাম পরিবর্তনের অনুরোধ জমা দিয়েছেন। আমি তাঁকে বিষয়টা বুঝিয়ে বলছি। কিন্তু তাঁর আবেদন অনুযায়ী তাঁর ব্যবহারকারী নামটি পরিবর্তনের অনুরোধ করছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:১৪, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


ভুল বানানে নিবন্ধ তৈরি[সম্পাদনা]

আমি ভুল বানানে একটি নিবন্ধ তৈরি করেছি। এটি কিভাবে মুছতে হবে?--Ashiq Shawon (আলাপ) ১৭:৪৪, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে নিবন্ধের লিঙ্ক দিন এবং সঠিক বানানটি উল্লেখ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩১, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বেলায়েত ভাই, আপনি বা অন্য কেউ সেটা মুছে দিয়েছেন মনে হয়। ভুল বানান সাজ্জাদ কাদির নামে লিখেছিলাম, পরে ঠিক করে শুদ্ধ বানান সাযযাদ কাদির নামে করেছি; এখন দেখছি ভুলটি মুছে ফেলা হয়েছে।
এমনটি হলে আমার করনীয় কি? আপনাকে জানানো ছাড়া আমি নিজে কি এটা করতে পারবো? পারলে কিভাবে?---Ashiq Shawon (আলাপ) ০৯:১২, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ভুল যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করতে হবে। তবে এ ধরনের অবস্থায়, যদি নিবন্ধের শিরোনাম পরিবর্তনের প্রয়োজন হয় তখন নিবন্ধটি অন্য নামে স্থানান্তর করতে হবে। নিবন্ধ স্থানান্তর করতে পাতার উপরিভাগে তারকা চিহ্নের পাশের তীরে ক্লিক করলে "স্থানান্তর" বলে একটি অপশনে ক্লিক করলে যে পাতায় আসবে তাতে নতুন শিরোনামে শুধু নিবন্ধের নতুন নামটি দিয়ে "পাতা সরান" ক্লিক করুন। এতে পাতা নতুন পাতায় স্থানান্তর করা যাবে। তাতে পুরনো বা ভুল নামটিও থেকে যাবে এবং তা নতুন নামে রিডাইরেক্ট বা পুননির্দেশ হয়ে যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১১, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বার বার কেন যে ভুলে যাই! এই কাজটি আমি করেছি আগেও! আর রি-ডাইরেক্টতো করতেই হয়! আমি চাচ্ছিলাম ভুল হলে পাতা পুরোপুরি মুছে ফেলতে, সেটা কি সম্ভব নয়?- --Ashiq Shawon (আলাপ) ১৫:২৮, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
(অনাকাঙ্খিত অংশগ্রহণ - আশিক শাওন ভাইয়ের জ্ঞাতার্থে) আমরা যারা সাধারণ ব্যবহারকারী তারা পাতা অবলোপনের অধিকার সংরক্ষণ করেন না। সম্মানিত প্রশাসক কিংবা ব্যুরোক্র্যাটগণই এ অধিকারপ্রাপ্ত হন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:০৩, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তবে সাধারণ ব্যবহারকারীরা পাতা পুরোপুরি মুছে ফেলতে না পারলেও, তাদের অনুরোধে প্রশাসকেরা পাতা মুছে ফেলতে পারেন। সেক্ষেত্রে প্রশাসকেরা যাচাই করেন পাতা মুছে ফেলা উচিত কি না। তাই কোন পাতা মুছে ফেলতে উপযুক্ত কারণ সহকারে যে কোন প্রশাসককে অনুরোধ করুন। আপনার হয়ে তারাই পাতা মুছে দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:০৩, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, জানলাম। ধন্যবাদ সুব্রতদা-কে। ধন্যবাদ আপনাকেও, বেলায়েত ভাই। - --Ashiq Shawon (আলাপ) ১৭:৪৮, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি আপনার ক্ষমতার অপব্যাবহার করছেন[সম্পাদনা]

আপনি আপনার ক্ষমতার অপব্যাবহার করছেন --কিভাবে ? আপনি না পড়ে সরাসরি অন্যের লেখা মুছে দেন । বাংলায় লেখা পেজ এমনিতেই কম। তারপর আপনি না পড়েই যদি পেজ মুছে দেন , বাংলা উইকিপেডিয়ার খারাপ ছাড়া ভাল হবে না । আপনার যদি লেখা পছন্দ না হয় ,তবে আপনি যেটুকু ভাল লাগছে না ,সেটুকু আপনি এডিট করুন ,যেটা ইংলিশ পেজ এ করা হয় । কিন্তু এভাবে পৃষ্ঠা মুছে জানিনা বাংলা উইকিপেডিয়ার কি লাভ হচ্ছে তবে যাদের পেজ মুছে ফেলছেন , তারা আর কখনও লিখবেন না , এটুকু অনুভব করা যায়।
আমি সর্বান্তকরনে আপনাকে অনুরোধ করছি - ভবিষ্যতে দয়া করে অন্যের লেখা পেজ মুছে দিবেন না , আপনি যেটুকু নিয়ম মত হয়নি , সেটুকু ঠিক করুন , সেটাই আপানাদের মত প্রশাসকের কাছে কাম্য।Parvez gsm (আলাপ) ১৭:৪৪, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বাংলা উইকিপিডিয়া এবং ইংরেজি উইকিপিডিয়ার মধ্যে মানে এবং জনবলে পার্থক্য রয়েছে তাই প্রায় সবকিছু ইংরেজি উইকিপিডিয়ার মত হলেও এর রক্ষণাবেক্ষণের পন্থায় পার্থক্য রয়েছে। এবং এ পন্থা বাংলা উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীরাই ঠিক করে থাকেন। আপনার তৈরি করা পাতা আমি পড়ে দেখেছি এবং স্বজ্ঞানে, কারণ সহকারে উইকিপিডিয়া থেকে অপসারণ করা হয়েছে। এ ব্যাপারে যদি আপনার কোন আপত্তি থাকে তাহলে তা যথাযথ যুক্তিসহকারে লিখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আইডি প্রসঙ্গে[সম্পাদনা]

আমার ব্যবহারকারী নাম একটু মোডিফাই করতে চাই। কোনো উপায় আছে কি?--সাবর্ণি (আলাপ) ১৬:১৪, ১৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫৩, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপেডিয়া অধিকারের আবেদন[সম্পাদনা]

আমি আমার ইংলিশ উইকিপেডিয়া-এর অভিজ্ঞতা দিয়ে কি বাংলা ওয়িকিপেদিয়া-তে কোন অধিকারের আবেদন করতে পারব? আমার ইংলিশ উইকিপেডিয়া-এর পাতা দেখতে হলে প্রথমে আমার বাংলা উইকিপেডিয়া-এর ব্যবহারকারী পাতায় গিয়ে সেখান থেকে ইংলিশ উইকিপেডিয়া-এর ব্যবহারকারীর পাতায় জেতে পারবেন।--প্রত্যয় (আলাপ করুন) ১১:১০, ২৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রত্যয়, ইংরেজি উইকিপিডিয়ার অভিজ্ঞতা বাংলা উইকিপিডিয়ায় তখনই কাজে আসে যখন আপনি তা বাংলা উইকিপিডিয়ায় প্রয়োগ করবেন। বাংলা উইকিপিডিয়ায় কোন অধিকারের ক্ষেত্রে অবশ্যই বাংলা উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা ইতিহাস পর্যালোচিত হবে। তাই বাংলা উইকিপিডিয়াতেই আপনাকে যথাযথভাবে কাজে অংশ নিতে হবে। তাছাড়া আপনার অবদানের জন্য অধিকারের প্রয়োজনীয়তাও সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪২, ২৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় উপজেলাভিত্তিক নিবন্ধে বট দরকার। আপনাকে ধন্যবাদ।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:০৮, ২৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অভিনন্দন নতুন ব্যুরোক্র্যাট![সম্পাদনা]

আপনার ব্যুরোক্র্যাটশিপের আবেদন সফল হিসেবে সমাপ্ত হয়েছে এবং আপনাকে প্রয়োজনীয় কারিগরী অধিকারও প্রদান করা হয়েছে। স্বাগতম! কোনো প্রয়োজনে, যে-কোনো প্রশ্নে স্বাগতম। ভালো থাকুন। — তানভিরআলাপ১২:২১, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ব্যুরোক্র্যাটশিপের নতুন ভূমিকায় রাগিব সাহেবতানভির সাহেবের পাশে আপনার নাম দেখতে পেয়ে সত্যিই ভাল লাগলো। 'ধৈর্য্য মহৎ গুণ' এবং উপযুক্ত ব্যক্তিকে যথোপযুক্ত স্থানে ব্যুরোক্র্যাট হিসেবে মর্যাদা দেয়ায় আপনাকে সবিশেষ অভিনন্দন জানাচ্ছি। আন্তরিকভাবে আশাবাদী যে, উইকির পরিবেশকে আরো আলোকিত করতে ব্যুরোক্র্যাটত্রয় যথোপযুক্ত ভূমিকায় একযোগে অবতীর্ণ হবেন। এ আশাবাদ নিশ্চয়ই অমূলক নয়! ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১২:৪২, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
নতুন ব্যুরোক্র্যাট হিসেবে আপনাকে অভিনন্দন। আশাকরি বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে নিতে আপনার প্রয়াস অব্যাহত থাকবে। --মনিরুজ্জামান (আলাপ) ১৩:১৫, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
অভিনন্দন বেলায়েত ভাই! উইকি-ব্যুরোক্রেসিতে আপনাদের তিনজনের নেতৃত্বে এগিয়ে যাক উইকিপিডিয়া - এই শুভ কামনা। শুভেচ্ছা!!!  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২২, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সকলকে ধন্যবাদ, বাংলা উইকিপিডিয়ার বর্তমান সময়ের প্রয়োজনকে অনুধাবন এবং আমাকে ব্যুরোক্রেট হিসেবে সমর্থন দেওয়ার জন্য। উইকিপিডিয়ার অগ্রগতিতে বিগত বছরগুলোতে আপনাদের সহচার্য ও সমর্থন পেয়েছি আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৭, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অভিনন্দন বেলায়েত ভাই বাংলা উইকির তৃতীয় ব্যুরোক্র্যাট হবার জন্য। আশা করি বাংলা উইকির অগ্রযাত্রায় আপনার ইতিবাচক অবদান দিয়ে একে আরও সমৃদ্ধ করবেন।  – তানভির মোর্শেদ (আলাপ) ১৬:৪১, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আন্তরিক অভিনন্দন। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:১৩, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ব্যুরোক্র্যাটশিপ প্রাপ্তিতে আপনাকে অভিনন্দন। একইসাথে আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন। তাইফ সাহেদ (আলাপ) ১৭:৫২, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি) --উত্তর দিন
অভিনন্দন বেলায়েত ভাই..:) ----নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:৫৭, ২৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


অভিনন্দন বেলায়েত ভাই বাংলা উইকির তৃতীয় ব্যুরোক্র্যাট হবার জন্য। পত্রিকা মারফত জানতে পারলাম আপনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্র। আমিও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি যদি আপনার ফোন নাম্বার দেন তাহলে বিশ্ববিদ্যালয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারি যদি আপনি আপত্তি না করেন। তাহলে উইকিপেডিয়াতে কাজের সুবিধারতে আপনার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারব। ধন্যবাদ। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:১৭, ২৯ জানুয়ারি ২০১৩ (ইউটিসি))উত্তর দিন
অভিনন্দন রইলো। --Ashiq Shawon (আলাপ) ২০:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যুরোক্র্যাট হিসেবে আপনাকে অভিনন্দন। --Hopeoflight (আলাপ) ০৩:২১, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টকব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Bellayet। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

- Suvray ১৬:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি) + Suvray ০৯:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)

Translate the english text in বাঙলা কলেজ but don't delete it

বাংলা ভাষা আন্দোলন - আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ[সম্পাদনা]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন পাতার আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ০৮:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:বাংলা ভাষা আন্দোলন#নির্বাচিত নিবন্ধ হিসাবে স্বীকৃতি অনুচ্ছেদে নতুন আলোচনা। --নাসির খান সৈকতআলাপ ১৭:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমি ইতোমধ্যে আলাদা পাতায় প্রধান পাতায় কি লেখা রাখা যায় তার প্রস্তাব করেছি, আলোচনা সভাতে এ নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক জায়গা লাগতে পারে, মানে আলোচনা সভা পাতা ভরে যাওয়ার সম্ভবনা রয়েছে, তাই আলাদা পাতায় করেছি। অনুগ্রহ করে সেখানেই এ বিষয় মতামত পরামর্শ লেখ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রয়োজন[সম্পাদনা]

ব্যবহারকারী:Leemon2010/যা অপসারণ করা দরকার‎ -এই পাতায় কারনসহ কয়েকটি বিষয়শ্রেণীর তালিকা দিয়েছি, যে গুলি অপসারণ করা প্রয়োজন। --Leemon2010 (আলাপ) ১৬:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণী:উইকিপেডিয়ান এই বিষয়শ্রেণীটি ও এতে অন্তর্ভুক্ত উপবিষয়শ্রেণীগুলিকে উইকিপেডিয়ান থেকে উইকিপিডিয়ান করা দরকার। আর ব্যবহারকারীদের কি নিবন্ধের মত বিষয়শ্রেণীর নাম স্থানান্তর করার অধিকার আছে, থাকলে কিভাবে? --Leemon2010 (আলাপ) ১৭:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
পাতাগুলোকে একটি একটি করে নতুন বা সঠিক বিষয়শ্রেণীতে নিতে হবে। সরিয়ে নেওয়া হয়ে গেলে পুরনো বা ভুল বিষয়শ্রেণীগুলো মুছে ফেলতে হবে। না বিষয়শ্রেণীর নাম স্থানান্তর করা ঠিক নয়। ভুলগুলো মুছে ফেলতে হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কেন্দ্রীয় শহীদ মিনার[সম্পাদনা]

বেলায়েত ভাই, কেন্দ্রীয় শহীদ মিনার পাতাটি ভাল নিবন্ধ পর্যালোচনা করে নির্বাচিত নিবন্ধে স্থান দেয়া যায় কিনা তা দেখার অনুরোধ রইল। আমি প্রস্তাবনায় এখনো নাম দেইনি আপনার পর্যালোচনার জন্য অপেক্ষা করছি। আপনি প্রয়োজন মত আরও যোগ করতে পারেন বা বাদ দিতে পারেন। সামনে ২১ ফেব্রুয়ারী উপলক্ষে পাতাটি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।(Mohd. Toukir Hamid (আলাপ) ০৯:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

তৌকির, নিবন্ধটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও অনেক তথ্য এবং তথ্যসূত্র যোগ করার সুযোগ রয়েছে। অনুগ্রহ করে আপনি এতে তথ্য যোগ করতে থাকুন। অন্যদেরও অনুরোধ এবং উৎসাহিত করুন নিবন্ধে অবদান রাখার জন্য।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia Bangladesh[সম্পাদনা]

এই উইকিমিডিয়া বাংলাদেশ এর সদস্যরা কিভাবে নির্বাচিত হন? এছারাও যে কেউ কি Wikimedia Bangladesh-এ যোগ দিতে পারে? আর কি কি যোগ্যতা থাকলে আমি Wikimedia Bangladesh এর সদস্য হতে পারব?--প্রত্যয় (আলাপ করুন) ০৭:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে এই মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করুন এবং এ সংক্রান্ত যেকোন প্রশ্ন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

আমি মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু নিবন্ধের কাজ শুরু করেছি । এখন প্রশ্ন হলো কাজ চলছে এই ট্যাগ থাকা সত্তেও সেখানে notability ট্যাগ যোগ করার সার্থকতাটা কি তা বোধগম্য নয় । উল্লেক্ষ্য, সূএ হিসেবে gov site এর লিংক ব্যবহার করা হয়েছে । NahidSultan (আলাপ) ২০:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কাজ চলছে ট্যাগ যুক্ত হলে অন্য কোন ট্যাগ যুক্ত করা যাবে না এমন কোন কারণ নেই। নোটাবিলিটি বা উল্লেখযোগ্যতা ট্যাগ এ জন্যই যোগ করা হয়েছে, যে স্কুলের পাতা তৈরি করা হয়েছে তা কেন উল্লেখযোগ্য বা উইকিপিডিয়ায় উল্লেখ করার মত? সে ধরনের তথ্য যুক্ত করার অনুরোধ করা হয়েছে। যেমন সাবেক ছাত্র কোন বিখ্যাত ব্যক্তি, স্কুলের কোন শিক্ষক বিখ্যাত কোন ব্যক্তি, জাতীয় পর্যায়ে স্কুলের কোন অর্জন, জাতীয় পর্যায়ে কোন পুরস্কার ইত্যাদি। অনুগ্রহ করে এ ধরনের কারণ রয়েছে শুধু মাত্র সেসব স্কুলের নিবন্ধ পাতা তৈরি করুন। এছাড়া যে পাতাগুলো তৈরি করেছেন তাতেও এ ধরনের তথ্য যুক্ত করুন। ধন্যবাদ। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ও, ব্যাপার তাহলে এই।এরপর থেকে মাথায় রাখব। ধন্যবাদ :) NahidSultan (আলাপ) ০৬:২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Notun Pagol কে সতর্ক করার অনুরোধ[সম্পাদনা]

বেলায়েত ভাই, গত রাতে আমি user:Notun Pagol কর্তৃক সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর বহিঃসংযোগ অংশের সম্পাদনা বাতিল করি অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্তির জন্য। আজকে আবার উনি সেই একই সম্পাদনা যোগ করে দিয়েছেন। উনাকে সতর্ক করার অনুরোধ করছি।--Hopeoflight (আলাপ) ০৬:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস[সম্পাদনা]

বেলায়েত ভাই, অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস পাতায় মার্চ, ২০১০ থেকে তথ্যসূত্র সংক্রান্ত একটি নোটিশ রয়েছে। আমি সম্প্রতি কিছু তথ্য যোগ করা ছাড়াও তথ্যসূত্র-ও যোগ করেছি। সাবিলা

সম্পাদনার জন্য[সম্পাদনা]

টেমপ্লেট:Reflist এই টেমপ্লেটটিকে en:Template:Reflist অনুযায়ী নতুন কোড দেওয়ার জন্য অনুরোধ করছি। (আমি এই ব্যাপারে পরীক্ষা করে দেখেছি। ব্যবহারকারী:Leemon2010/তথ্যছক এ কোড দিয়ে তা ২০১০-১১ বাংলাদেশ লীগএ দিয়ে দেখেছি, তা কাজ করে , কোন সমস্যা করে নাই।) --লিমন আলাপ ১৭:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

-[সম্পাদনা]

সুপ্রিয়, Bellayet। উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--লিমন আলাপ ১৮:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Infobox settlement জনিত সমস্যা[সম্পাদনা]

বেলায়েত ভাই, {{Infobox settlement}} টি সংশোধন করা দরকার। অনেক সমস্যা করছে। Infobox settlement এর জন্য ইতালির শহরসমুহের তথ্যছক গুলো (রোম) দেখাচ্ছে না। তা ছাড়া তথ্যছকসমুহের ভেতরে আয়তন এবং জনসংখ্যার পাশে মাইল/বর্গকিলমিটার দেখাচ্ছে না। অনুগ্রহ করে, বিষয়টি একটু দেখবেন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ২০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Unblock Rezabot[সম্পাদনা]

Hi, please Unblock user:Rezabot (my bot). I don't run it in your wiki and I will remove this wiki from my user_config thanks Reza1615 (আলাপ) ১৪:২৭, ১০ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 unblocked--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৩, ১০ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বায়োজেনেসিস[সম্পাদনা]

আমি বায়োজেনেসিস নামে একটি পাতা লিখেছিলাম। যেটা English wikipedia "biogenesis" এর অনুবাদ। কিন্তু পাতাটি অপসারণ করা হয়েছে। এর কারণ কি? en.wikipedia.org/wiki/Biogenesis

বায়োজেনেসিসের অনুবাদ[সম্পাদনা]

ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। শীঘ্রই বাকি অংশটুকু অনুবাদ করবো। এবং ইংরেজি উইকিপিডিয়া সম্পূর্ণ অনুসরণ করা হবে :)

নোটিশ[সম্পাদনা]

উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা তে একটি নতুন সমস্যা নিয়ে লিখেছি! যেটা আপনার দেখা প্রয়োজন। --—লিমন— আলাপ ১৮:০৯, ১৯ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আইডি প্রসঙ্গে[সম্পাদনা]

উইকিতে কিছু সমস্যা হওয়ায় আমি নতুন ১টি আইডি খুলেছি (User:Aftab1995 নামে)। আমি এখন আমার এই আইডিতে থাকা ২টি ব্যবহারকারী অধিকার (রোলব্যাকার, স্বয়ংক্রিয় পরীক্ষক) সেই আইডিতে নিতে চাচ্ছি (কিন্তু এই ২টি আইডি একীভূত করতে চাচ্ছি না)। সেই ক্ষেত্রে যদি এই আইডির ব্যবহারকারী অধিকার শূন্য করে ফেলা হয়, তাহলেও আমার আপত্তি নেই। এই ক্ষেত্রে সেই আইডি যে আমার এইটা কি প্রমান করা লাগবে? --—লিমন— আলাপ ২৩:০৫, ২৫ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এই আইডি --—লিমন— ১ আলাপ ২৩:১০, ২৫ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
প্রথমত একই ব্যাক্তির দুটো আলাদা অ্যাকাউন্ট পরিচালনা নীতিগত ভাবে ঠিক নয়। তাই যদি নতুন অ্যাকাউন্টে পুরনো অ্যাকাউন্টের সকল সুবিধা, ইতিহাস এবং সম্পাদনা সংখ্যা চান তাহলে, পুরনোটি নতুনের সাথে একীভূত করতে হবে, মানে ইউজার নেম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার পরে পুরনো অ্যাকাউন্ট ব্যবহার না করলেই আর কোন সমস্যা হওয়ার কথা নয়। আর নতুন নামে পরিবর্তনের পরে এমনিতেই পুরনোটি অধিকার শূন্য হয়ে পরবে। তাই নাম পরিবর্তনের অনুরোধ করুন। কিন্তু একই সাথে দুটো অ্যাকাউন্ট চালানো যাবে না এবং একটা অধিকার আরেকটিতে সরিয়ে নেওয়া যাবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:২৮, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আমি একই সাথে দুটো অ্যাকাউন্ট চালানোর কথা বলিনি আর চালাবোও না —লিমন— ১ আলাপ ১৫:১৭, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তাহলে নাম পরিবর্তনের জন্য উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় অনুরোধ জানান।--বেলায়েত (আলাপ | অবদান)
এখন করব না। করলে পরে।—লিমন— ১ আলাপ ১৭:০৭, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দৃষ্টি আকর্ষন[সম্পাদনা]

বেলায়েত ভাই, কেমন আছেন? বাংলাদেশের স্বাধীনতা দিবস নিবন্ধটি প্রোটেক্টেড করা যায় কিনা একটু ভেবে দেখবেন। আমি মনে করি এর কিছু অংশ বিকৃত হওয়ার সম্ভবনা আছে। ধন্যবাদ। NahidSultan (আলাপ) ০০:০০, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি প্রোটেক্টেড করার মত মানে এখনও পৌছেনি। অর্থ্যাৎ এমনিতেই কন্টেন্ট কম তাতে প্রোটেক্টেড হলে নিবন্ধটি আর বাড়বে না। আমি কিছু সম্পাদনা করেছি। অসম্পর্কিত লেখা এবং গ্যালারি বাদ দিয়েছি। নিবন্ধটিতে ইতিহাস মূখ্য না হয়ে কিভাবে উৎযাপিত হয় তা লিপিবদ্ধ হওয়া উচিত। ইতিহাস লেখার জন্য অন্যান্য পাতা রয়েছে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:০৪, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টেম্পলেট ঠিক করা প্রসঙ্গে[সম্পাদনা]

বেলায়েত ভাই, আমি টেমপ্লেট:ঘটনার পর্ব নামক একটি টেম্পলেট বানিয়েছি কিন্তু ঠিক করতে পারছিনা। যদি সময় হয় কষ্ট করে একটু ঠিক করে দিয়েন, ধন্যবাদ। (Mohd. Toukir Hamid (আলাপ) ০৪:৫১, ২৬ মার্চ ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

এই টেমপ্লেটটি ইংরেজি কোন টেমপ্লেটের অনুসরণে তৈরি করেছো? যদি লিঙ্ক থাকে তো এখানে জানাও। আর টেমপ্লেটের নাম ইংরেজিতে থাকলে তাতে অসুবিধা নাই, বরং বাংলা করলেই অনেক সময় ঝামেলা হয়।--বেলায়েত (আলাপ | অবদান)

পৃষ্টা অপসারণ প্রয়োজন[সম্পাদনা]

বেলায়েত ভাই, দয়া করে http://bn.wikipedia.org/wiki/ধ্যান দেখবেন? পৃষ্ঠাটি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাতা হয়ে গেলনা? বিশেষ করে ভাষার প্রয়োগ দেখে কিংবা প্রতিষ্ঠানটির বিভিন্ন কোর্স সম্পর্কে স্তুতি বাক্য পড়লে এটাকে বিজ্ঞাপন পৃষ্ঠা হিসেবে ভুল করাটাই স্বাভাবিক। দয়া করে এই পাতাটি কি অপসারণ করা যায়? এটা কি উইকিপিডিয়ার নীতিমালা মেনে লেখা হয়েছে? ধন্যবাদ।

ধ্যান নিবন্ধে দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানানোর জন্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে নিবন্ধটি মোটেও উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি। কোন অবদানকারী নিবন্ধের তথ্যগুলোকে ভুলভাবে উপস্থাপন করেছেন। আমি বিজ্ঞাপনীয় লেখাগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনিও নিবন্ধটি সম্পাদনা করতে পারেন। ইংরেজি উইকিপিডিয়ার অনুসরণে নিবন্ধটি নতুন করে সমৃদ্ধ করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:১০, ২৭ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"মুহাম্মদ রোস্তম কায়ানী"[সম্পাদনা]

"মুহাম্মদ রোস্তম কায়ানী"নিবন্ধটি আমি ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ শুরু করেছিলাম।--Fowzul Azim (আলাপ) ১৬:৩৭, ২৪ মার্চ ২০১৩ (ইউটিসি)

কোন পাতা তৈরি করার সময়ই অন্তত এক প্যারা লেখা যোগ করুন। খালি পাতা তৈরি করে তারপর লেখা যোগ করবেন না। খালি পাতা তৈরি করাকে আমরা বাংলা উইকিপিডিয়ায় উৎসাহিত করি না। আপনার তৈরি করা পাতাকে রক্ষা করতে পাতা তৈরির সময়ই নূন্যতম এক প্যারা লেখা যোগ করুন। পাতাটি আপনি পুনরায় তৈরি করুন এবং পরামর্শ অনুসরণ করুন।--বেলায়েত (আলাপ | অবদান)

ধন্যবাদ। আপনার পরামর্শ খুব কাজে লাগছে। ইতোমধ্যে কাজটি শেষ হয়েছে। এম.আর. কায়ানী শিরোনামে দেখা যাচ্ছে।--Fowzul Azim (আলাপ) ১৮:৫৭, ২৮ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টর্নেডো ভুক্তি প্রসঙ্গে[সম্পাদনা]

টর্নেডো ভুক্তিতে বাংলাদেশ সহ ভারতে সংঘটিত টর্নেডো বিষয়ক অণুচ্ছেদ যোগ করা যেতে পারে - ভালো রেফারেন্স সহ একটি সাইট হল

http://www.bangladeshtornadoes.org/

অপসারণ দরকার[সম্পাদনা]

ব্যবহারকারী:Aftab1995/অপসারণ যোগ্য -- এই পাতায় কারন সহ কিছু বিষয়শ্রেণীর তালিকা দিয়েছি, যেগুলির অপসারণ প্রয়োজন। —লিমন— ১ আলাপ ২২:৪৫, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫৬, ১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
চিত্র:01.jpg -এটিকে - " উত্তরা হাই স্কুল এন্ড কলেজ " এই নামে সরানোর অনুরোধ করতেছি। —লিমন— ১ আলাপ ১৪:১৪, ১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
চিত্র:Uttara school and College.jpg হবে না, স্কুলের নাম উত্তরা হাই স্কুল এন্ড কলেজ - Uttara High School & College (স্কুলের সাইট) । —লিমন— ১ আলাপ ১৭:২৪, ১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

লাল লিঙ্ক দূরীকরণ[সম্পাদনা]

বেলায়েত সাহেব, প্রশাসক বিষয়ে আমি পুণরায় আবেদন করেছি। কিন্তু, সূচনাংশে ব্যবহারকারী:Subrata Roy (প্রশাসক) ২ লাল লিঙ্ক রয়েছে যা সবুজকরণ প্রয়োজন। সবুজকরণে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন - এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ২০:২১, ১১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Thanks a lot for your mail. Regards, MAS