অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস
অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস-এর প্রচ্ছদ
লেখকড্যান ব্রাউন
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরনরহস্য উপন্যাস
প্রকাশকপকেট বুকস
প্রকাশনার তারিখ
মে ২০০০
পৃষ্ঠাসংখ্যা৪৮০
আইএসবিএন০-৬৭১-০২৭৩৫-২
পূর্ববর্তী বইডিজিটাল ফোরট্রেস 
পরবর্তী বইডিসেপশন পয়েন্ট 

অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস (ইংরেজি: Angels and Demons) মার্কিন ঔপন্যাসিক ড্যান ব্রাউন রচিত একটি নন-ফিকশন থ্রিলার উপন্যাস[১]। এটি ২০০০ সালে প্রকাশিত হয়েছে এবং সর্বাধিক বিক্রিত বইগুলির অন্যতম[২]। এই উপন্যাসেই ড্যান ব্রাউন রবার্ট ল্যাংডন-কে পাঠকের কাছে নিয়ে আসেন। ড্যান ব্রাউনের পরবর্তি এবং আরো সাড়া জাগানো উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড-এর প্রধান চরিত্রও এই রবার্ট ল্যাংডন।

ভ্যাটিকান সিটিকে ঘিরে এর কাহিনী আবর্তিত হয়েছে। ধর্ম ও বিজ্ঞানের সংঘাতকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। এ উপন্যাসে একটি অত্যন্ত পুরনো গুপ্ত সংগঠন ইলুমিনাতি (ইংরেজিতে Illuminati)'র সাথে রোমান ক্যাথলিক চার্চের সংঘাত ফুটে উঠেছে কাহিনীতে। এই উপন্যাসে ইউরোপের প্রভাবশালী বিজ্ঞান সংস্থা সার্ন (CERN)[৩]-এরও উল্লেখ রয়েছে। কাহিনীর বেশ বড় অংশ জুড়ে সার্ন এবং এর কণা ত্বরক যন্ত্র এবং এন্টিম্যাটার এর কথা বলা হয়েছে।

অন্যতম চরিত্রগুলো[সম্পাদনা]

  • রবার্ট ল্যাংডন
  • লিওনার্দো ভেট্রা
  • ভিত্তোরিয়া ভেট্রা
  • কার্ডিনাল স্যাভেরিও মোরতাতি
  • ম্যাক্সিমিলান কোহলার
  • কার্লো ভেন্ট্রেস্কা

তথ্যসূত্র[সম্পাদনা]