আলাপ:রফিকুল ইসলাম (বীর বিক্রম)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনি কি কোন তথ্যসূত্র যোগ করেছেন? আপনি ঠিক কি যোগ করেছেন ঠিক বুঝলাম না। বহিঃসংযোগ অংশে সাধারণত নিবন্ধবিষয় সম্পর্কিত কোন ওয়েবলিঙ্ক থাকে। আপনি ওয়েবলিঙ্কও যোগ করেননি। আর কিভাবে এটি যাচাইযোগ্য হল? অনুগ্রহ করে বিস্তারিত লিখুন। একটি নিবন্ধ তখনই যাচাইযোগ্য হবে যখন এর তথ্যগুলো সহজেই কোন নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা যাবে। বিস্তারিত দেখুন en:Wikipedia:Verifiability পাতায়।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০৯, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এবার তথ্যসূত্রই যোগ করা হয়েছে..বই থেকে..এবার যদি বই নির্ভরযোগ্য না হয় তা হলে মনে হয় আর কিছু করার নেই..আর আমার মনে হয় নিবন্ধের স্বার্থে ট্যাগ কম লাগিয়ে আলাপ করা যেতে পারে..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৩:৫২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

হাসিব বই থেকে তথ্যসূত্র দেওয়ার জন্য ধন্যবাদ। বই হলেই নির্ভরযোগ্য হবে তা নয়, তবে আপনার তথ্যসূত্রের বইটি তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মানে সরকারী নথি বলা চলে, এই কারণে সূত্রটি নির্ভরযোগ্য। তবে সূত্রটি যাচাই করার মতন নয়, কারণ এর কোন অনলাইন সংস্করণ এখনও নেই। ফলে তথ্যটি বা সূত্রটি যাচাই করতে সূত্রের মুদ্রণ সংস্করণ প্রয়োজন। যা এ মূহুর্তে আমার কাছে নেই। আর ট্যাগের কাজই কিন্তু নিবন্ধের অবদানকারী এবং ব্যবহারকারীকে সচেতন করা, নিবন্ধের সৌন্দর্য্যহানী করা নয়। ট্যাগ, আলোচনা সূত্রপাতের একটি সহায়ক মাধ্যম।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১২, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র যোগ এবং কপিরাইট সমস্যা সংক্রান্ত অংশটুকু ঠিক করা হয়েছে..তাই ট্যাগ অপসারণ করা হলো..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৯:১৭, ১৭ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]