আলাপ:মাহবুব-উল-আলম (বীর প্রতীক)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

নিবন্ধটিতে এর দেওয়া তথ্যসূত্র থেকে হুবুহু লেখা যুক্ত করা হয়েছে, যা স্পষ্টতই কপিরাইট লঙ্ঘন। সংশ্লিষ্ট অবদানকারীকে কপিরাইটকৃত লেখা অপসারণ করার অনুরোধ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১২, ২৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ..তবে ঠিক হুবুহু বলা মনে হয় ঠিক হবে না..কারন তথ্যসূত্রে কোথা লেখা নেই.. জন্ম ও শিক্ষাজীবন, কর্মজীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা, পুরস্কার ও সম্মাননা, তথ্যসূত্র ইত্যাদি! লেখার ক্ষেত্রেও তথ্যসূত্রে আরো কিছু লেখা আছে যা নিবন্ধে যোগ করা হয়নি (যেমন: বর্তমানে তিনি ঢাকায় (বাসা ৫৩০/এ, সড়ক ১০ ডিওএইচএস, বারিধারা) স্থায়ীভাবে বসবাস করেন, পরে ব্রিগেডিয়ার জেনারেল, মুক্তিযুদ্ধে বিশেষত ভানুগাছ যুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মাহবুব-উল-আলমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ২৫।) এছাড়া এমন কিছু আছে যা তথ্যসূত্রে নেই (যেমন: মাহবুব-উল-হক (জন্ম: অজানা) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে।)। তাই হুবুহু লেখা যুক্ত করা হয়েছে এমন মন্তব্য সঠিক নয়। তবে মুক্তিযুদ্ধে ভূমিকা লেখায় কিছুটা মিল রয়েছে সেটা নিবন্ধের স্বার্থেই আমি মনে করি..তারপরও এটা সম্পাদনার প্রয়োজন রয়েছে। শুভ কামনা। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৩২, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

হাসিব, আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি বলেছি হুবুহু লেখা যোগ করা হয়েছে। এর মানে এই নয় যে আমি শুধু হুবুহু নিবন্ধ যোগের কথা বলেছি। আপনি তথ্যসূত্র থেকে হুবুহু লেখা যোগ করেছেন আর তা নিবন্ধের যেকোন অংশ বা অংশবিষেশ হতে পারে। উইকিপিডিয়া নিবন্ধের যেকোন অংশের দোষেই পুরো নিবন্ধ দুষ্ট হতে পারে। নিবন্ধটির একমাত্র গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে বিষয়ের মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্টতা, যে কারণে এ বিষয়ের উপরে নিবন্ধ উইকিপিডিয়ায় আপনি যোগ করেছেন। একজন অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে আমাকে অবশ্য পুরো নিবন্ধ পড়তে হয়নি। শুধু ঐ অনুচ্ছেদটি দেখে তথ্যসূত্রে খুঁজে দেখতেই পাওয়া গেল হুবুহু দাড়ি কমা সমেত মুক্তিযুদ্ধে অবদানের বর্ণনা। হুবুহু বর্ণনা, কি স্বার্থে আপনি উইকিপিডিয়ার নিবন্ধে যোগ করেছেন তা আপনি পরিস্কার করেননি। তবে কোন ভাবেই উইকিপিডিয়ায়, হুবুহু অন্য কোন কপিরাইটকৃত লেখা (লেখক বা প্রকাশকের অনুমতি ছাড়া) থাকতে পারবে না। যা স্পষ্টতই কপিরাইটের লঙ্ঘণ। এই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি অবশ্যই একাধিক নির্ভরযোগ্য (স্বীকৃত, সরকারী বা যথাযথ কর্তৃপক্ষের সূত্র) এবং নিরপেক্ষ তথ্যসূত্র দাবি করে। সেখানে শুধুমাত্র পত্রিকার মত অনির্ভরযোগ্য সূত্র থেকে হুবুহু তুলে দেওয়া অংশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমি জানি আপনি উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাদের জীবনী তুলে ধরার মহৎ উদ্দেশ্য নিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধগুলো তৈরি করছেন। কিন্তু আপনার তৈরি করা প্রায় সবগুলো নিবন্ধই এ দোষে দুষ্ট। অনুগ্রহ করে নিবন্ধগুলোর হুবুহু অংশবিষেশ নতুন করে প্যারাফ্রেস, রিফ্রেস বা নিজের ভাষায় লিখে তা নিবন্ধে যোগ করুন। নতুবা লেখাগুলো সরিয়ে ফেলুন। আর অবশ্যই মুক্তিযুদ্ধের ভূমিকায় জোরালো তথ্যসূত্র যোগের ব্যাপারে লক্ষ্য রাখবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪৩, ১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]