ব্যবহারকারী:Nayeem Hossain

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Nayeem Hossain
— উইকিপিডিয়ান —
নামনাঈম হোসাইন
জন্মনাদিম মাহমুদ মোহাম্মদ নাঈম হোসাইন
(1999-06-25) ২৫ জুন ১৯৯৯ (বয়স ২৪)
ত্রিশাল, ময়মনসিংহ
জাতীয়তাবাংলাদেশি
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানত্রিশাল, ময়মনসিংহ
সময় অঞ্চল+6GMT
জাতিবাঙ্গালি
উচ্চতা৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)
ওজন৫৫ কেজি (১২১ পাউন্ড)
চুলকালো
চোখকালো
রক্তের ধরনAB+
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাশিক্ষার্থী, ওয়েব ডিজাইনার
উচ্চ বিদ্যালয়ধানীখোলা উচ্চ বিদ্যালয়
কলেজসরকারি নজরুল কলেজ
বিশ্ববিদ্যালয়বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখবইপড়া, ভ্রমণ করা
ধর্মইসলাম
যোগাযোগের তথ্য
ওয়েবসাইটamarsangeet24.ga
ইমেইলnayeemhossain850@gmail.com
ফেসবুকnayeemhossainbd
ইন্সটাগ্রামnayeemhossainbd
টুইটারnayeemhossainbd
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদানআগষ্ট ৩১, ২০১৬
সম্পাদনা সংখ্যা৯০৯+
স্বাক্ষরনাঈম হোসাইন
ব্যবহারকারী বাক্স

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আমি নাঈম হোসাইন (ইংরেজি: Nayeem Hossain) ২৫ জুন, ১৯৯৯ খ্রিস্টাব্দে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামে জন্মগ্রহণ করি।[১]

শিক্ষা জীবন[সম্পাদনা]

আমি ধানীখোলা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ খ্রিষ্টাব্দে থেকে এস.এস.সি. পাশ করেছি। ২০১৯ খ্রিষ্টাব্দে সরকারি নজরুল কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেছি এবং এই কলেজেই জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে স্নাতক (পাস) কোর্সে অধ্যয়ন করছি।

কর্মজীবন[সম্পাদনা]

আমার কর্মজীবন এখনো শুরু হয় নি। তবে ছোটখাটো একটা চাকরির সন্ধানে আছি। আপাতত শখের বশে ওয়েব ডিজাইনিং করে সময় কাটছে। যদিও খুব এক্সপার্ট না, সি.এস.এস. ও এইচ.টি.এম.এল., বুস্টট্র্যাপ, ব্লগার ও ওয়ার্ডপ্রেস মোটামুটি দক্ষতা আছে। প্রযুক্তি আমাকে ভীষণ টানে। আর তা যদি অনলাইন জগত হয়, তাহলে তো কথাই নেই। আমি আমার দেশের জন্য ইতিবাচক কিছু করতে চাই। আমার স্বপ্ন: নিজের একটি ফিল্যান্সিং প্লাটফর্ম তৈরী করতে চাই। আমি মনে করি ডিজিটাল ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য ফ্রিল্যান্সিং খুবই জরুরী। এ জন্য আই.টি. খাত আমার টার্গেট। দেখা যাক সূদূর ভবিষ্যত কি হয়!

ব্যাক্তিগত জীবন[সম্পাদনা]

ব্যাক্তিগত জীবনে আমি খুব সাদামাটা একজন মানুষ। তবে আমার চিন্তা, চেতনা ও মন মানসিকতা অন্যদের তুলনায় ভিন্ন। আমি আমার মত থাকতে পছন্দ করি। আমি যুক্তিতে বিশ্বাসী, অথাৎ যুক্তিবাদী। তবে আমি নাস্তিক নয়। সদা সত্য কথা বলার চেষ্টা করি, মিথ্যা কথার বলার পরিমাণ খুব কম।

প্রণীত নিবন্ধ[সম্পাদনা]

  1. আরেফিন রুমি
  2. ছাত্র
  3. লিসা আজিজ
  4. মুসাফির (চলচ্চিত্র)
  5. ফাল্গুনি রহমান জলি
  6. রুবায়াত জাহান
  7. রিচার্ড ডিন অ্যান্ডারসন
  8. সরকারি নজরুল কলেজ
  9. নাসিরাবাদ কলেজ
  10. ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ
  11. নন্দিনী ঘোষাল
  12. শহীদ স্মৃতি সরকারি কলেজ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Facebook Official Profile Of Nayeem Hossain 

বহিঃসংযোগ[সম্পাদনা]