নির্খ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nirkh District থেকে পুনর্নির্দেশিত)

নির্খ আফগানিস্তানের পূর্বদিকে ৪৮০ বর্গ কিলোমিটার দূরত্বে অবস্থিত ওয়ারদক প্রদেশের একটি অন্যতম জেলা। ২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা প্রায় ৫৭,০০০ জন এর মত, যার মধ্যে থেকে ৮০% পশতুন, ১৫% তাজিক এবং ৫% হাজারা সম্প্রদায়ের বসতি রয়েছে। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে কেন ইজ্জাত নামক শহর।

১৯৭০-এর দশকের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ দাউদ খান নির্খ জেলায় অনেকগুল ফল গাছ গাছ রোপণ করেছিলেন।

নিরাপত্তা ও রাজনীতি[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০০৯ তারিখে, আফগানিস্তান ও ন্যাটোর বাহিনীর একটি অপারেশন চলাকালে একজন কৃষক ও একজন জঙ্গিকে নিহন হন। এছাড়াও ২০ নভেম্বর তারিখে, প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, আইইডি এবং ছোটখাট একটি অস্ত্র আক্রমণের জন্য তালিবানদের ব্যবহৃত বেশ কয়েকটি যৌগ অনুসন্ধানের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি আটক করা হয়েছিল।[১] তবে এই ঘটনাটি দারমান্দানের এলাকায় সংঘটিত হয়েছিল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Afghan, NATO forces kill 5 Taliban insurgents, arrest 17 near Kabul ." Xinhua News. Kabul. 17 November 2009. Accessed at: http://news.xinhuanet.com/english/2009-11/17/content_12478006.htm
  2. "IJC Operational Update, Nov. 20: ISAF condemns IED attack; Joint Forces Kill, Detain Suspected Militants in three provinces; ISAF Casualties " Kabul. 20 November 2009 Accessed at: http://www.nato.int/isaf/docu/pressreleases/2009/11/pr091120-xxa.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ নভেম্বর ২০২০ তারিখে

বহিঃসংযোগ[সম্পাদনা]