বাংলা ব্রেইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bengali Braille থেকে পুনর্নির্দেশিত)
বাংলা ব্রেইল
লিপির ধরন
মুদ্রণের ভিত্তিবাংলা লিপি
ভাষাসমূহবাংলা, অসমীয়া
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি

বাংলা ব্রেইল হল একটি ব্রেইল লিখন পদ্ধতি যা বাংলাঅসমীয়া ভাষার জন্য ব্যবহৃত হয়। ইউনেস্কো মতে (২০১৩),[১] বাংলাদেশভারতে বাংলা ভাষার জন্য ব্রেইলের নিয়মাবলীতে কিছুটা ভিন্নতা রয়েছে। এই নিবন্ধটিতে দুই দেশের বাংলা ব্রেইলের তুলনা দেওয়া হয়েছে। অসমীয়া ভাষাটি বাংলা লিপির একটি সামান্য পরিবর্তিত সংস্করণে লেখা হয়। ফলে বাংলা ব্রেইল অসমীয়া ভাষার জন্যও ব্যবহার করা হয়।

⠎⠍⠎⠈⠞ ⠍⠜⠝⠥⠯ ⠎⠈⠃⠜⠮⠔⠝⠘⠜⠃⠑ ⠎⠍⠜⠝ ⠍⠗⠈⠽⠜⠙⠜ ⠁⠑⠃⠁⠰ ⠁⠁⠮⠊⠅⠜⠗ ⠝⠊⠢⠑ ⠚⠝⠈⠍⠛⠈⠗⠓⠼ ⠅⠗⠑⠲ ⠞⠜⠄⠙⠑⠗ ⠃⠊⠃⠑⠅ ⠁⠑⠃⠁⠰ ⠃⠥⠙⠈⠮⠊ ⠁⠜⠡⠑⠆ ⠎⠥⠞⠗⠜⠰ ⠎⠅⠇⠑⠗⠁⠊ ⠁⠑⠅⠑ ⠁⠁⠏⠗⠑⠗ ⠏⠈⠗⠞⠊ ⠘⠈⠗⠜⠞⠐⠗⠞⠈⠃⠎⠥⠇⠘ ⠍⠝⠕⠘⠜⠃ ⠝⠊⠢⠑ ⠁⠜⠉⠗⠼ ⠅⠗⠜ ⠁⠥⠉⠊⠞⠲
সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।

বাংলা ব্রেইল লেখচিত্র[সম্পাদনা]

স্বরবর্ণ[সম্পাদনা]

মুদ্রণ
বাংলাদেশ ⠁ (ব্রেইল নিদর্শন বিন্দু-1) ⠜ (ব্রেইল নিদর্শন বিন্দু-345) ⠊ (ব্রেইল নিদর্শন বিন্দু-24) ⠔ (ব্রেইল নিদর্শন বিন্দু-35) ⠥ (ব্রেইল নিদর্শন বিন্দু-136) ⠳ (ব্রেইল নিদর্শন বিন্দু-1256) ⠑ (ব্রেইল নিদর্শন বিন্দু-15) ⠌ (ব্রেইল নিদর্শন বিন্দু-34) ⠕ (ব্রেইল নিদর্শন বিন্দু-135) ⠪ (ব্রেইল নিদর্শন বিন্দু-246) ⠐ (ব্রেইল নিদর্শন বিন্দু-5)⠗ (ব্রেইল নিদর্শন বিন্দু-1235) -[২]
ভারত ⠐ (ব্রেইল নিদর্শন বিন্দু-5)⠇ (ব্রেইল নিদর্শন বিন্দু-123)

ব্যঞ্জনবর্ণ[সম্পাদনা]

মুদ্রণ
বাংলাদেশ ⠅ (ব্রেইল নিদর্শন বিন্দু-13) ⠭ (ব্রেইল নিদর্শন বিন্দু-1346) ⠛ (ব্রেইল নিদর্শন বিন্দু-1245) ⠣ (ব্রেইল নিদর্শন বিন্দু-126) ⠬ (ব্রেইল নিদর্শন বিন্দু-346) ⠉ (ব্রেইল নিদর্শন বিন্দু-14) ⠡ (ব্রেইল নিদর্শন বিন্দু-16) ⠚ (ব্রেইল নিদর্শন বিন্দু-245) ⠵ (ব্রেইল নিদর্শন বিন্দু-1356) ⠒ (ব্রেইল নিদর্শন বিন্দু-25)
ভারত ⠨ (ব্রেইল নিদর্শন বিন্দু-46) ⠴ (ব্রেইল নিদর্শন বিন্দু-356)
মুদ্রণ
বাংলাদেশ
&
ভারত
⠾ (ব্রেইল নিদর্শন বিন্দু-23456) ⠺ (ব্রেইল নিদর্শন বিন্দু-2456) ⠫ (ব্রেইল নিদর্শন বিন্দু-1246) ⠿ (ব্রেইল নিদর্শন বিন্দু-123456) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456) ⠞ (ব্রেইল নিদর্শন বিন্দু-2345) ⠹ (ব্রেইল নিদর্শন বিন্দু-1456) ⠙ (ব্রেইল নিদর্শন বিন্দু-145) ⠮ (ব্রেইল নিদর্শন বিন্দু-2346) ⠝ (ব্রেইল নিদর্শন বিন্দু-1345)
মুদ্রণ র / ৰ[৩] [৪]
বাংলাদেশ ⠏ (ব্রেইল নিদর্শন বিন্দু-1234) ⠖ (ব্রেইল নিদর্শন বিন্দু-235) ⠃ (ব্রেইল নিদর্শন বিন্দু-12) ⠧ (ব্রেইল নিদর্শন বিন্দু-1236) ⠍ (ব্রেইল নিদর্শন বিন্দু-134) ⠽ (ব্রেইল নিদর্শন বিন্দু-13456) ⠗ (ব্রেইল নিদর্শন বিন্দু-1235) ⠇ (ব্রেইল নিদর্শন বিন্দু-123) -
ভারত ⠘ (ব্রেইল নিদর্শন বিন্দু-45) ⠧ (ব্রেইল নিদর্শন বিন্দু-1236)
মুদ্রণ ক্ষ জ্ঞ ড় ঢ় য়[৫]
বাংলাদেশ ⠩ (ব্রেইল নিদর্শন বিন্দু-146) ⠯ (ব্রেইল নিদর্শন বিন্দু-12346) ⠎ (ব্রেইল নিদর্শন বিন্দু-234) ⠓ (ব্রেইল নিদর্শন বিন্দু-125) ⠟ (ব্রেইল নিদর্শন বিন্দু-12345) ⠱ (ব্রেইল নিদর্শন বিন্দু-156) ⠻ (ব্রেইল নিদর্শন বিন্দু-12456) ⠷ (ব্রেইল নিদর্শন বিন্দু-12356) ⠢ (ব্রেইল নিদর্শন বিন্দু-26) ⠐ (ব্রেইল নিদর্শন বিন্দু-5)⠞ (ব্রেইল নিদর্শন বিন্দু-2345)
ভারত ⠐ (ব্রেইল নিদর্শন বিন্দু-5)⠻ (ব্রেইল নিদর্শন বিন্দু-12456) (?)[৬]

সংশোধক বর্ণ[সম্পাদনা]

মুদ্রণ
 ্  ং  ঃ  ঁ
বাংলাদেশ

ভারত
⠈ (ব্রেইল নিদর্শন বিন্দু-4) ⠰ (ব্রেইল নিদর্শন বিন্দু-56) ⠠ (ব্রেইল নিদর্শন বিন্দু-6) ⠄ (ব্রেইল নিদর্শন বিন্দু-3) ⠂ (ব্রেইল নিদর্শন বিন্দু-2) ⠲ (ব্রেইল নিদর্শন বিন্দু-256)

সংখ্যা[সম্পাদনা]

সংখ্যা
বাংলাদেশ

ভারত
⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠁ (ব্রেইল নিদর্শন বিন্দু-1) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠃ (ব্রেইল নিদর্শন বিন্দু-12) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠉ (ব্রেইল নিদর্শন বিন্দু-14) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠙ (ব্রেইল নিদর্শন বিন্দু-145) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠑ (ব্রেইল নিদর্শন বিন্দু-15) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠋ (ব্রেইল নিদর্শন বিন্দু-124) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠛ (ব্রেইল নিদর্শন বিন্দু-1245) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠓ (ব্রেইল নিদর্শন বিন্দু-125) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠊ (ব্রেইল নিদর্শন বিন্দু-24) ⠼ (ব্রেইল নিদর্শন বিন্দু-3456)⠚ (ব্রেইল নিদর্শন বিন্দু-245)

বিরামচিহ্ন[সম্পাদনা]

মুদ্রণ , ; : ? ! -
বাংলাদেশ

ভারত
⠂ (ব্রেইল নিদর্শন বিন্দু-2) ⠆ (ব্রেইল নিদর্শন বিন্দু-23) ⠒ (ব্রেইল নিদর্শন বিন্দু-25) ⠦ (ব্রেইল নিদর্শন বিন্দু-236) ⠖ (ব্রেইল নিদর্শন বিন্দু-235) ⠤ (ব্রেইল নিদর্শন বিন্দু-36) ⠤ (ব্রেইল নিদর্শন বিন্দু-36)⠤ (ব্রেইল নিদর্শন বিন্দু-36)
মুদ্রণ ‘ ... ’ [ ... ] / *
বাংলাদেশ

ভারত
⠠ (ব্রেইল নিদর্শন বিন্দু-6)⠦ (ব্রেইল নিদর্শন বিন্দু-236)⠀ (ব্রেইল নিদর্শন খালি)⠴ (ব্রেইল নিদর্শন বিন্দু-356)⠄ (ব্রেইল নিদর্শন বিন্দু-3) ⠠ (ব্রেইল নিদর্শন বিন্দু-6)⠶ (ব্রেইল নিদর্শন বিন্দু-2356)⠀ (ব্রেইল নিদর্শন খালি)⠶ (ব্রেইল নিদর্শন বিন্দু-2356)⠄ (ব্রেইল নিদর্শন বিন্দু-3) ⠸ (ব্রেইল নিদর্শন বিন্দু-456)⠌ (ব্রেইল নিদর্শন বিন্দু-34) ⠔ (ব্রেইল নিদর্শন বিন্দু-35)⠔ (ব্রেইল নিদর্শন বিন্দু-35)

ব্রেইলের ব্যবহার[সম্পাদনা]

ব্রেইল একটি অন্যত্র অভিনব সিস্টেম, যা প্রাথমিকভাবে দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটি এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে , যেমন কিছু ক্ষেত্রে কম্পিউটার এক্সেসিবিলিটির জন্য বা ব্লাইন্ড ব্যক্তিদের জন্য ইনফরমেশন প্রদানের জন্য।বর্তমানে ব্রেইলের প্রতি অনেকে আগ্রহ হারাচ্ছে।[৭] শব্দ বই বৃদ্ধি এবং দক্ষ শিক্ষক ও পাঠ্য সামগ্রীর অভাবে এমন হচ্ছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বিশ্ব ব্রেইল ব্যবহার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, ইউনেস্কো, 2013
  2. 'র জন্য ব্রেইল অক্ষর বাংলাদেশ থেকে সত্যায়িত করা হয় না। (এটা আধুনিক বাংলা ভাষার একটি অপ্রচলিত স্বরবর্ণ।)
  3. বাংলাদেশ ও ভারতে বাংলার জন্য "" এবং ভারতে অসমীয়ার জন্য ""
  4. ভারতে আসমীয়ার ""। (বাংলাদেশের প্রমিত মানের "ভ"-এর অনুরূপ।)
  5. অন্যান্য ভারতী ব্রেইলতে, এটি ছোট স্বরবর্ণ "এ" হিসাবে প্রতিলিপি করা হয়।
  6. 'ৎ'-এর জন্য ব্রেইল অক্ষর ভারত থেকে সত্যায়িত করা হয় না।
  7. হোসাইন, মানসুরা। "ব্রেইল পদ্ধতিতে আগ্রহ কমছে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৮