২০২২–২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ
অবয়ব
তারিখ | ১৫ ডিসেম্বর ২০২২ – ২৩ ডিসেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | বাহরাইন |
রানার-আপ | মালয়েশিয়া |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | বিরনদীপ সিং |
সর্বাধিক রান সংগ্রহকারী | বিরনদীপ সিং (৩১৯) |
সর্বাধিক উইকেটধারী | সরফরাজ আলি (১২) মোহাম্মদ রিজওয়ান বাট (১২) |
২০২২–২৩ মালয়েশিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটিতে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশগ্রহণ করে কাতার, বাহরাইন ও সিঙ্গাপুর।[২] টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়-সিম ডার্বি ফাউন্ডেশন ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[৩]
টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়ে বিজয়ী হয় বাহরাইন।[৪]
দলীয় সদস্য
কাতার | বাহরাইন | মালয়েশিয়া | সিঙ্গাপুর |
---|---|---|---|
|
|
রাউন্ড-রবিন
পয়েন্ট তালিকা
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মালয়েশিয়া (H) | ৬ | ৫ | ০ | ০ | ১ | ১১ | +৩.৫১০ |
২ | বাহরাইন | ৬ | ৩ | ২ | ০ | ১ | ৭ | +০.০১৭ |
৩ | কাতার | ৬ | ২ | ২ | ০ | ২ | ৬ | +০.৩৯৭ |
৪ | সিঙ্গাপুর | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −৩.২৪১ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
ব
|
||
জুবাইদি জুলকিফলি ৭৩ (৫৩)
মোহাম্মদ রিজওয়ান বাট ২/২৪ (৪ ওভার) |
ইমরান জাভেদ আনোয়ার ৪৪ (২৮)
রিজওয়ান হায়দার ৩/২২ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রিজওয়ান হায়দার ও সৈয়দ রহমতউল্লাহ (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অমন দেসাই ২৭ (১৭)
মোহাম্মদ নাদিম ২/১৩ (৪ ওভার) |
ইমল লিয়ানাগে ৬০ (৩৬)
জনক প্রকাশ ২/২০ (৩.৪ ওভার) |
- সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আকাশ বাবু, আসাদ ফাজির, ইকরামুল্লাহ খান, ওয়ালিদ নয়ন বীট্টিল, ধর্মাঙ্গ প্যাটেল (কাতার), আব্দুর রহমান ভাদেলিয়া, আর্যন মোদি ও ইশান পাল (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ওয়ালিদ নয়ন বীট্টিল ৫৩ (৪৪)
রিজওয়ান হায়দার ৩/২৪ (৪ ওভার) |
জুবাইদি জুলকিফলি ৪০ (৩০)
মুহাম্মদ তানভির ২/৩১ (৩.৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
প্রশান্ত কুরূপ ৩৩ (৩২)
জনক প্রকাশ ২/২৭ (৪ ওভার) |
অমর্ত্য কৌল ৫৬ (৬৪)
মোহাম্মদ রিজওয়ান বাট ৩/১৯ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অমর্ত্য কৌল ও বিহান হম্পিহল্লিকার (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জুনায়েদ আজিজ ৫২ (২৯)
ইকরামুল্লাহ খান ৩/৪১ (৪ ওভার) |
মুহাম্মদ তানভির ৮৮* (৪৬)
সরফরাজ আলি ৪/১২ (৩ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সৈয়দ ইউসুফ তামিম (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
বিরনদীপ সিং ৭১ (৪২)
জনক প্রকাশ ২/৫৪ (৪ ওভার) |
অমন দেসাই ১৬ (১০)
শারভিন মুনিয়ান্দি ৪/২১ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মনপ্রীত সিং ৫৩ (৩৯)
মোহাম্মদ নাদিম ২/১৮ (৪ ওভার) |
ইমল লিয়ানাগে ৫৮* (৩৯)
বিনোদ ভাস্করন ১/২১ (৩ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
হায়দার আলি বাট ৪৯* (৩২)
ফিতরি বিন মোহাম্মদ শাম ২/১২ (৪ ওভার) |
বিরনদীপ সিং ৯৬ (৫৪)
সরফরাজ আলি ২/২১ (৩.৫ ওভার) |
- বাহরাইন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আব্দুর রহমান ভাদেলিয়া ৬৭ (৫৫)
মোহাম্মদ রিজওয়ান বাট ৫/১৬ (৩.৫ ওভার) |
সোহেল আহমেদ ৫২ (৩৯)
বিনোদ ভাস্করন ২/২৩ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ রিজওয়ান বাট প্রথম বাহরাইনি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
- মোহাম্মদ রিজওয়ান বাট (বাহরাইন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
জুবাইদি জুলকিফলি ৩০* (২৫)
ওয়ালিদ নয়ন বীট্টিল ১/৪ (০.৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
আহমেদ ফাইজ ৮৬ (৫০)
বিনোদ ভাস্করন ২/৩৬ (৪ ওভার) |
মনপ্রীত সিং ২৬ (১৬)
ফিতরি বিন মোহাম্মদ শাম ৩/২৩ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আসলাম খান বিন মালিক (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ইমরান জাভেদ আনোয়ার ৪৬ (৪০)
ইকরামুল্লাহ খান ১/৮ (২ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- ইউসুফ ওয়ালি (বাহরাইন)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় স্থান নির্ধারণী
ব
|
||
মনপ্রীত সিং ৭১ (৩৩)
ইকরামুল্লাহ খান ৩/২৪ (৪ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
- ইউসুফ আলি (কাতার) ও সিদ্ধান্ত শ্রীকান্ত (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
ফাইনাল
ব
|
||
জুবাইদি জুলকিফলি ৩৪ (১৯)
সরফরাজ আলি ৪/২৭ (৪ ওভার) |
সোহেল আহমেদ ৬৬* (৪৪)
ফিতরি বিন মোহাম্মদ শাম ১/২২ (৪ ওভার) |
- মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- ↑ "🏏🏏MATCH FIXTURES FOR THE UPCOMING QUADRANGULAR T20 SERIES MALAYSIA 2022 🏏🏏"। বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Malaysia Cricket to host Men's Quadrangular T20I series in December 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২।
- ↑ "Stayed Tuned"। মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Bahrain win 2022-23 Malaysia Quadrangular T20I Series"। গাল্ফ ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।