লুৎফর রহমান রিটন
লুৎফর রহমান রিটন | |
---|---|
জন্ম | ১ এপ্রিল, ১৯৬১ ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
লুৎফর রহমান রিটন (জন্ম: ১ এপ্রিল, ১৯৬১[১]) বাংলাদেশি ছড়াকার,[২][৩] যিনি সত্তরের দশকে আত্মপ্রকাশ করেন। তার শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে জনপ্রিয়তা লাভ করেছেন। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। [৪]
শৈশব ও ছাত্রজীবন
পুরনো ঢাকার ওয়ারী এলাকায় তার শৈশব অতিবাহিত হয়। ১৯৭৯ খ্রিষ্টাব্দে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৮৯ খ্রিষ্টাব্দে আবুজর গিফারি কলেজ থেকে স্নাতক শেষ করেন।
কর্মজীবন
তিনি ২০০১ খ্রিষ্টাব্দে জাপানে বাংলাদেশের কালচারাল এটাশে নিযুক্ত হয়েছিলেন। সাবেক সম্পাদক হিসেবে ছোটদের কাগজ (অধুনালুপ্ত); জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি (২০০০-২০০১) ছিলেন। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন। [৫]
গ্রন্থাবলি
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: ছড়া: ধুত্তুরি (১৯৮২); ঢাকা আমার ঢাকা (১৯৮৪); উপস্থিত সুধীবৃন্ধ (১৯৮৪); হিজিবিজি (১৯৮৭); তোমার জন্য (১৯৮৯); ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ (১৯৮৯); রাজাকারের ছড়া (১৯৯৯); শেয়ালের পাঠশালা (১৯৯২); রোকনুজ্জামান খান দাদাভাই স্মারকগ্রন্থ (২০০০); নেপথ্য কাহিনী (২০০১)।
সম্মাননা ও স্বীকৃতি
- সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার ১৯৮২
- অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ১৯৮২, ১৯৯৬
- ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার ১৯৮৪
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০০৭ [৬]
তথ্যসূত্র
- ↑ "লুৎফর রহমান রিটন | মতামত"। opinion.bdnews24.com (ইংরেজি ভাষায়)। ২০১১-০৯-১৯। ২০২২-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ↑ "About Riton"। Official website of Lutfor Rahman Riton। সংগ্রহের তারিখ মার্চ ২২, ২০১৬।
- ↑ "Rhyme and reason"। The Daily Star। সেপ্টেম্বর ২৫, ২০০৯। সংগ্রহের তারিখ মার্চ ২২, ২০১৬।
- ↑ "লুৎফর রহমান রিটন – Bangla Boi Mela"। banglaboimela.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ↑ Shazu, Shah Alam (২০১৩-০২-২৫)। "Lutfor Rahman Riton: Rhymes unlimited"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ↑ "Lutfor Rahman Riton: Rhymes unlimited"। The Daily Star। ফেব্রুয়ারি ২৫, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ২২, ২০১৬।
- লেখক অভিধান, বাংলা একাডেমী, ঢাকাঃ ২০০৭।
বহিঃসংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |