গোলাম রহমান (শিশুসাহিত্যিক)
গোলাম রহমান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১২ জানুয়ারি ১৯৭২ | (বয়স ৪০)
মৃত্যুর কারণ | হত্যা |
পেশা | সাহিত্যিক, সাংবাদিকতা |
পরিচিতির কারণ | শিশু সাহিত্যিক, সাংবাদিকতা |
পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬৯ |
গোলাম রহমান (২৮ নভেম্বর ১৯৩১ - ১২ জানুয়ারি ১৯৭২) বাংলাদেশের একজন শিশু-সাহিত্যিক এবং সাংবাদিক। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। [১]
জন্ম
[সম্পাদনা]গোলাম রহমান ১৯৩১ সালের ২৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
[সম্পাদনা]গোলাম রহমান ১৯৪৭ সালে কলকাতার মডার্ন স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং ১৯৪৯ সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজে, ল ভর্তি হলেও পড়াশোনা অসমাপ্ত রেখে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) চলে আসেন। বাংলাদেশে এসে তিনি জগন্নাথ কলেজে ভর্তি হলেও শিক্ষা সমাপ্ত করতে পারেন নি।
কর্ম জীবন
[সম্পাদনা]পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনসাফ পত্রিকায় শিশুদের পাতা ও সাহিত্য সাময়িকী সম্পাদনার কাজে যোগ দেন। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। সাংবাদিকতা ছাড়াও তিনি পুস্তক প্রকাশনা ও বিক্রয়ের ব্যবসায় যুক্ত ছিলেন; নিউ মার্কেটে তার 'প্রিমিয়ার বুকস্' নামে তার একটি বইয়ের দোকান ছিলো। ১৯৬০ খ্রিষ্টাব্দে 'মধুবালা' নামক একটি পত্রিকা প্রকাশ করতেনন নিজস্ব সম্পাদনায়।
মৃত্যু
[সম্পাদনা]১৯৭২ সালের ১২ জানুয়ারি সকালে তার মৃতদেহ পাওয়া যায়।
প্রকাশিত গ্রন্থ
[সম্পাদনা]গোলাম রহমান শিশুদের জন্য একাধারে উপন্যাস, গল্প, কবিতা প্রভৃতি যেমন রচনা করেছেন তেমনি সকল বয়সীদের জন্য লিখেছেন ছোট গল্প, নাটক, আত্মজীবনী। তার লেখা অতি পরিচিত কিছু গ্রন্থ হচ্ছে:
- রকমফের
- পানুর পাঠশালা
- বাড়ি নিয়ে বাড়াবাড়ি
- আজব দেশে এলিস
- বুদ্ধির ঢেঁকি
- চকমকি
- জ্যান্ত ছবির ভোজবাজি
- রুশ দেশের রূপকথা
- ঈশপের গল্প
- নেতা ও রাণী,
- আমাদের বীর সংগ্রামী
- জীবনের বিচিত্রা
- চেনামুখ (নাটক)
বাংলা একাডেমী থেকে শহীদ বুদ্ধিজীবী প্রকল্পের অধীনে 'গোলাম রহমান রচনাবলী' (চার খণ্ডে) প্রকাশিত হয়েছে।
পুরস্কার ও সম্মননা
[সম্পাদনা]গোলাম রহমান ১৯৬৯ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
আরও দেখুন
[সম্পাদনা]বহি:সংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ১৯৩১-এ জন্ম
- ১৯৭২-এ মৃত্যু
- বাংলাদেশী কবি
- বাঙালি কবি
- বাংলাদেশী প্রাবন্ধিক
- শিশুসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী প্রাবন্ধিক
- সুরেন্দ্রনাথ আইন কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর সাংবাদিক
- বাঙালি লেখক
- বাংলাদেশে খুন
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- বাংলাদেশী সাংবাদিক
- ২০শ শতাব্দীর বাংলাদেশী লেখক
- কলকাতার ব্যক্তি
- জগন্নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী