কাজী আবুল কাসেম (কার্টুনিস্ট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী আবুল কাসেম
কাজী আবুল কাসেম (কার্টুনিস্ট).jpg
জন্ম(১৯১৩-০৫-০৭)৭ মে ১৯১৩
মৃত্যু১৯ জুলাই ২০০৪(2004-07-19) (বয়স ৯১)
জাতীয়তাবাংলাদেশী
পেশাচিত্রশিল্পী, রাজনৈতিক কার্টুনিস্ট, কবি, ছোট গল্প লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক
দাম্পত্য সঙ্গীহাসিনা বেগম (বি. ১৯৩৭১৯৯২)
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৭৮
স্বাক্ষর
কাজী আবুল কাসেমের হাতের স্বাক্ষরটি কৌনিক জাঁটির অক্ষর সহ।

কাজী আবুল কাসেম (৭ মে ১৯১৩–১৯ জুলাই ২০০৪) ছিলেন চিত্রশিল্পী, অলঙ্করণ-চিত্রী, লেখক, ছোটদের জন্য চিত্রে গল্প-কাহিনির লেখক, গীতিকার, অনুবাদক, ছড়াকার। তিনি ভারত উপমহাদেশের প্রথম মুসলিম কার্টুনিস্ট, প্রখ্যাত চিত্রশিল্পী ও শিশুসাহিত্যিক।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

কাজী আবুল কাসেম ৭ মে ১৯১৩ সালে ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোয়ালন্দের পাংশা থানার পাকুনা গ্রামে। তার পিতা কাজী মকবুল আলী। মাতা মেহেরুননেসা খাতুন। তিনি ৪ বছর বয়সে পিতা এবং ৫ বছর বয়সে মাকে হারান। তার বড় ভাই কথাসাহিত্যিক কাজী আবুল হোসেন।

সম্মাননা[সম্পাদনা]

কাজী আবুল কাসেম বাংলা একাডেমী পদক, জাতীয় গ্রন্থকেন্দ্র স্বর্ণপদক, শিল্পী এসএম সুলতান স্বর্ণপদক, বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, কাজী মাহবুব উল্লাহ-জেবুন্নেছা স্বর্ণপদকসহ অনেক পুরস্কার ও সংবর্ধনায় সম্মানিত হয়েছেন।[৩][৪]

মৃত্যু[সম্পাদনা]

কাজী আবুল কাসেম ১৯ জুলাই ২০০৪ সালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্ম র ণ : কাজী আবুল কাসেম"দৈনিক নয়া দিগন্ত। ১৯ জুলাই ২০১৯। ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ 
  2. "কাজী আবুল কাসেম : আপন প্রচেষ্টায় সফল চিত্রকর"দৈনিক আজাদী। ৭ মে ২০২০। ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ 
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০ 
  4. প্রথম সংখ্যা, প্রথম বর্ষ (২১ ফেব্রুয়ারি ১৯৯৪)। "কাজী আবুল কাসেম"। চারুকলা 
  5. "কাজী আবুল কাসেম, উপমহাদেশের প্রথম মুসলিম চিত্রশিল্পী"দৈনিক জনতা। ২০ সেপ্টেম্বর ২০২০। ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]