ঊনলৌকিক
ঊনলৌকিক | |
---|---|
ধরন | |
চিত্রনাট্য |
|
গল্প লেখক | শিবব্রত বর্মণ |
পরিচালক | রবিউল আলম রবি[১] |
অভিনয়ে | |
সুরকার | রাশেদ শরীফ শোয়েব |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৫ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক | সালেহ সোবহান অনীম |
চিত্রগ্রাহক |
|
সম্পাদক |
|
ব্যাপ্তিকাল | ২০-৩০ মিনিট |
নির্মাণ কোম্পানি |
|
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | চরকি[২] |
মূল মুক্তির তারিখ | ১২ জুলাই ২০২১ ১২ আগস্ট ২০২১ | –
ওয়েবসাইট |
ঊনলৌকিক রবিউল আলম রবি পরিচালিত বাংলাদেশী অমনিবাস ওয়েব ধারাবাহিক। শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন শিবব্রত বর্মণ, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, নেয়ামত উল্লাহ মাসুম, ও নাসিফ আমিন। চরকি ওয়েব প্ল্যাটফর্মে ধারাবাহিকটির প্রথম মৌসুমের প্রচার শুরু হয় ২০২১ সালের ১২ই জুলাই এবং সমাপ্ত হয় ১২ই আগস্ট। প্রথম মৌসুমে পাঁচটি পর্ব রয়েছে। প্রতিটি পর্বে বিভিন্ন চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের চিত্র তুলে ধরা হয়েছে।
এই ধারাবাহিকের জন্য শিবব্রত বর্মণের রচিত চারটি গল্প - "মরিবার হলো তার স্বাদ", "দ্বিখণ্ডিত", "জাগার বেলা হলো" ("মিসেস প্রহেলিকা" নামে উপযোগকৃত), এবং "টেলিভিশন" ("হ্যালো লেডিজ" নামে উপযোগকৃত) নেওয়া হয়। পঞ্চম গল্প "ডোন্ট রাইট মি" তিনি কেবল এই ধারাবাহিকের জন্য লিখেন।[৩]
ধারাবাহিকটি ফিল্ম সিন্ডিকেট ও ফিল্ম নোয়ারের ব্যানারে নির্মিত হয়। সালেহ সোবহান অনীম এর প্রযোজক এবং মীর মোকাররম হোসেন, তানিম নূর ও রুমেল চৌধুরী এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।[৪]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ১ম পর্ব
- মোস্তফা মনওয়ার - কবির
- গাজী রাকায়েত - মনোরোগ বিশেষজ্ঞ
- নাজিবা বাশার - নওশিন
- সুমন আনোয়ার - শেফ
- ২য় পর্ব
- আসাদুজ্জামান নূর - ফরহাদ মাহমুদ
- সোহেল মণ্ডল - আমির হোসেন
- ফারহানা হামিদ - রোকেয়া
- ৩য় পর্ব
- নুসরাত ইমরোজ তিশা - হুমায়রা
- চঞ্চল চৌধুরী - মনোরোগ বিশেষজ্ঞ
- ৪র্থ পর্ব
- রাফিয়াথ রশিদ মিথিলা - সিসিলি
- ইরেশ যাকের - আশরাফ
- শাহানা রহমান সুমী
- ৫ম পর্ব
- ইন্তেখাব দিনার - মোস্তাক আহমেদ
পর্ব
[সম্পাদনা]নং. | পর্ব | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ | |
---|---|---|---|---|---|
১ | মরিবার হলো তার স্বাদ[৫] | রবিউল আলম রবি | রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী | ১২ জুলাই ২০২১ | |
রোগে ভুগতে থাকা কবির তার এই অবস্থা থেকে মুক্তি চান। কবির মরতে চায়। তার আত্মহত্যার প্রবণতা রয়েছে। তিনি আত্মহত্যা অনেক চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি নিয়মিত একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, যিনি তাকে তার মানসিক ব্যাধির সাথে লড়াই করতে সহায়তা করার চেষ্টা করছেন। অভিনয়ে : মোস্তফা মনোয়ার, গাজী রাকায়েত, নাজিবা বাশার, সুমন আনোয়ার | |||||
২ | ডোন্ট রাইট মি[৬] | রবিউল আলম রবি | নেয়ামত উল্লাহ মাসুম, শিবব্রত বর্মণ, রবিউল আলম রবি | ১৫ জুলাই ২০২১ | |
আমির হোসেন একটি ছাপাখানার দোকানে কাজ করেন। একদিন তিনি 'আমিরের দিনরাত্রি' নামে একটি বই পান এর একটি অনুলিপি তৈরি করার জন্য। বইটিতে তার নাম দেখে তিনি এতে আগ্রহী হন এবং এটি পড়তে শুরু করেন। এটি পড়ে তিনি আবিষ্কার করেন যে এই গল্পটি তার নিজের জীবনেরই গল্প। তিনি কৌতূহলী হয়ে পড়েন এবং বইয়ের লেখকের সাথে দেখা করতে যান। অভিনয়ে : সোহেল মণ্ডল, আসাদুজ্জামান নূর, ফারহানা হামিদ | |||||
৩ | মিসেস প্রহেলিকা[৭] | রবিউল আলম রবি | রবিউল আলম রবি, নেয়ামত উল্লাহ মাসুম, নাসিফ আমিন | ২৯ জুলাই ২০২১ | |
হুমাইরা এক মনোবিজ্ঞানীর কাছে চিকিৎসা নিতে এসেলেন। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে না ঘুমের ব্যাধিতে ভুগছিলেন ও স্বপ্ন দেখতে পারছিলেন না। মনোবিজ্ঞানী তাকে মনোবিজ্ঞানীর পরিবর্তে স্নায়ুরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করার পরামর্শ দেয়। অভিনয়ে : নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী | |||||
৪ | হ্যালো লেডিজ[৮] | রবিউল আলম রবি | নেয়ামত উল্লাহ মাসুম, শিবব্রত বর্মণ, রবিউল আলম রবি | ৫ আগস্ট ২০২১ | |
হ্যালো লেডিস নামের একটি টেলিভিশন অনুষ্ঠান গৃহিণীদের মাঝে খুব জনপ্রিয়। একদিন অনুষ্ঠানের শুটিং সেটে, সঞ্চালকের মনে হচ্ছিল যে তিনি ক্যামেরার লেন্স দিয়ে তার দর্শকদের ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। অভিনয়ে : রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, শাহানা রহমান সুমি | |||||
৫ | দ্বিখণ্ডিত[৯] | রবিউল আলম রবি | নেয়ামত উল্লাহ মাসুম, শিবব্রত বর্মণ, রবিউল আলম রবি | ১২ আগস্ট ২০২১ | |
মোস্তাক আহমেদ কেরানি হিসেবে একটি সরকারী অফিসে কাজ করেন। তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে কর্তব্যরত উপ-পরিদর্শকের সাথে কিছু গল্প করেন। এবং পরিশেষে, প্রকাশ করুন যে তিনি একজন বেনামী ব্যক্তির কাছ থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। অভিনয়ে : ইন্তেখাব দিনার |
মুক্তি
[সম্পাদনা]২০২১ সালের ২৬ জুন, চরকি, তার সামাজিক মাধ্যমগুলিতে ঊনলৌকিকের পোস্টার প্রকাশ করা করে। ১০ জুলাই ২০২১ তারিখে তারা ইউটিউবে ঊনলৌকিকের ট্রেইলার প্রকাশ করে।[১০] ২০২১ সালের ১২ জুলাই ঊনলৌকিকের প্রিমিয়ার হয়, ও এক পর্ব মুক্তি পায়। প্রথম মৌসুমের অবশিষ্ট ৫টি পর্ব পরের প্রতি সাপ্তাহে এক এক করে মুক্তি পায়। শেষ পর্ব দ্বিখণ্ডিত ২০২১ সালের ১২ আগস্ট প্রচারিত হয়।[১১]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]প্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত(গণ) | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
১১ মার্চ ২০২২ | চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার | শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক | ঊনলৌকিক (পর্ব: "দ্বিখণ্ডিত") | বিজয়ী | [১২] |
শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ধারাবাহিক) | ইন্তেখাব দিনার (পর্ব: "দ্বিখণ্ডিত") |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Unoloukik' deals with psychoanalytic journey of the human mind: Robi"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Chorki to begin journey with 'Unoloukik'"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "চরকিতে অ্যান্থোলজি সিরিজ 'ঊনলৌকিক'"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "অ্যান্থোলজি সিরিজ 'ঊনলৌকিক'"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "মরিবার হলো তার স্বাদ: ঊনলৌকিক অ্যান্থোলজির প্রথম পর্ব বাড়িয়েছে প্রত্যাশা!"। সিনে গল্প। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "ডোন্ট রাইট মি: বাস্তব বনাম অবাস্তবের দ্বৈরথের তুখোড় নির্মাণ!"। সিনে গল্প। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "মিসেস প্রহেলিকা: 'ঊনলৌকিক' অ্যান্থোলজির সেরা চমক?"। সিনে গল্প। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "হ্যালো লেডিজ: পরাবাস্তব অথবা ভ্রম!"। সিনে গল্প। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ সরকার, শুভ্র। "দ্বিখণ্ডিত: 'ঊনলৌকিক অ্যান্থোলজি'র শেষটাতেও বজায় রইলো মুগ্ধতা!"। সিনে গল্প। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "ঊনলৌকিক ট্রেইলার- চরকি অরিজিনাল সিরিজ"। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ "আজ শেষ হচ্ছে ভ্রম আর সত্যের গোলকধাঁধার খেলা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"। দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চরকিতে ঊনলৌকিক
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঊনলৌকিক (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ঊনলৌকিক