শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: জয়া আহসান | |
বিবরণ | সমালোচকের দৃষ্টিতে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (মেরিল ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ২০০৪ (২০০৩ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | জয়া আহসান (দেবী-এর জন্য) |
ওয়েবসাইট | prothom-alo |
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ২০০৪ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ২০০৩ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১] এই বিভাগে প্রথমবার পুরস্কার লাভ করেন চন্দ্রকথা (২০০৩) চলচ্চিত্রের জন্য মেহের আফরোজ শাওন। জয়া আহসান এই বিভাগে সর্বাধিক দুইবার পুরস্কার অর্জন করেন এবং তিনি সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী।
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
- গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

নুসরাত ইমরোজ তিশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
২০০০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
- শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given"। দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award ceremony held"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"। ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril Prothom Alo Awards Gala Night"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৪"। দৈনিক প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রী সাঁঝবাতি"। দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ "'দেবী' ও 'স্বপ্নজাল' সমানে সমান"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।