বিষয়বস্তুতে চলুন

দিলরুবা দোয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিলরুবা দোয়েল
জন্ম
দিলরুবা হোসেন দোয়েল
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামদোয়েল ম্যাশ
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১৪-বর্তমান
সন্তান

দিলরুবা হোসেন দোয়েল (দোয়েল ম্যাশ নামেও পরিচিত[]) একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি চন্দ্রাবতী কথা (২০২১) চলচ্চিত্রে চন্দ্রাবতী অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আলফালাল মোরগের ঝুঁটিওটিটিতে তিনি বায়োস্কোপের কে? (২০২২) এবং হইচইয়ের বুকের মধ্যে আগুন (২০১৩) ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দোয়েল উচ্চ মাধ্যমিকে পড়াকালীন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। একই বছর তার সন্তান মাশরিকের জন্ম হয়।[] শ্বশুরবাড়ীর লোকজনের নিগ্রহের শিকার হয়ে তিনি তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। ২০১২ সালে তার ছেলের ৫ম জন্মদিনে তার বন্ধু ও অভিভাবকদের সাথে তার স্বামীকে দাওয়াত দেন। তার স্বামী তার ছেলেকে নিয়ে ঢাকা সাভারে চলে যান। দোয়েলও ঢাকায় তার বোনের বাসায় ওঠেন।[] ২০১৪ সালে তিনি তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইলে তার স্বামী তার ছেলেকে নিয়ে ঝিনাইদহ চলে যান। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তিনি তার ছেলেকে উদ্ধার করে ঢাকা নিয়ে আসেন। পরে ছেলেকে ভারতের কালিম্পং বোর্ডিং স্কুলে ভর্তি করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১৪ সালের আগস্ট মাসে দৈনিক প্রথম আলোর ক্রোড়পত্র নকশামডেল হিসেবে প্রথম তার ছবি ছাপা হয়।[] ২০১৬ সালে তিনি তাসমিয়াহ্‌ আফরিন মৌয়ের কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এটি ভারতের মুম্বইয়ে ১৫তম থার্ড আই এশিয়ান চলচ্চিত্র উৎসবে জুরি স্পেশাল মেনশন পুরস্কার, বোধিসত্ত্ব চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য বিভাগে সিলভার বোধিসত্ত্ব পুরস্কার, বাংলাদেশের ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহারিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কয়টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।[] ২০১৮ সালে তিনি মৌ পরিচালিত দুরন্ত টিভির শিশুতোষ ধারাবাহিক কাবিল কোহকাফী-তে অভিনয় করেন।[]

২০১৯ সালে নাসির উদ্দীন ইউসুফের নাট্যধর্মী আলফা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তার অভিনীত ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রটি দেশের বাইরে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এতে তিনি "আফটার টুয়েলভ এএম" খণ্ডে একটি ছোট অংশে অভিনয় করেন। ২০২১ সালে তার অভিনীত এন রাশেদ চৌধুরীর ঐতিহাসিক নাট্যধর্মী চন্দ্রাবতী কথানুরুল আলম আতিকের মুক্তিযুদ্ধভিত্তিক লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্র দুটি সমাদৃত হয়। ২০১৫ সালে আলফা চলচ্চিত্রের শুটিং সেটে পরিচালক এন রাশেদ তাকে প্রথম দেখেন। দোয়েল এরপর অডিশন দেন এবং মাসখানের মহড়ার পর ২০১৫ সালের শেষদিকে এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়।[][] এই চলচ্চিত্রে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[] ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ২০১৬ সালে।[] এটি নোনা জলের কাব্য চলচ্চিত্রের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[]

২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় তার অভিনীত চলচ্চিত্র আজব কারখানা[] তিনি ২০২২ সালের আগস্ট মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নিশীথে নাটকে অভিনয় করেন।[] একই বছর তাকে চরকির যদি আমি বেঁচে ফিরি ওয়েব ধারাবাহিকে মিশা সওদাগর অভিনীত দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী রবিউলের বান্ধবী চরিত্রে[১০][১১] এবং বায়োস্কোপের কে? ওয়েব ধারাবাহিকে তৌকীর আহমেদ অভিনীত পরিচালক ফয়সাল রহমানের বান্ধবী ও অভিনেত্রী দিয়া চরিত্রে দেখা যায়।[১২][১৩]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
আসন্ন কাঠগোলাপ সাজ্জাদ খান নির্মাণাধীন
২০২৪ পটু জমেলা আহমেদ হুমায়ুন [১৪]
২০২৩ ক্যাসিনো সৈকত নাসির
লাল শাড়ি বন্ধন বিশ্বাস
২০২২ আজব কারখানা শবনম ফেরদৌসী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত
২০২১ ইতি, তোমারই ঢাকা নারী মীর মোকাররম হোসেন অংশ - "আফটার টুয়েলভ এএম"
চন্দ্রাবতী কথা চন্দ্রাবতী এন রাশেদ চৌধুরী
লাল মোরগের ঝুঁটি রেবা নুরুল আলম আতিক
২০১৯ আলফা গুলেনূর নাসির উদ্দীন ইউসুফ
২০১৬ কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দী রুবি তাসমিয়াহ্‌ আফরিন মৌ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ওয়েব প্ল্যাটফর্ম

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক প্ল্যাটফর্ম
২০২৩ বুকের মধ্যে আগুন শেফালি তানিম রহমান অংশু হইচই
২০২২ কে? দিয়া গৌতম কৈরী বায়োস্কোপ
যদি আমি বেঁচে ফিরি শীলা তানিম পারভেজ চরকি

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০২২ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) চন্দ্রাবতী কথা মনোনীত []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অভিমান থেকেই নাম বদলেছিলাম"দৈনিক সমকাল। ২৬ জানুয়ারি ২০২২। ১৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  2. শারমিন, জিনাত (৯ নভেম্বর ২০২১)। "দোয়েলের জীবন হার মানায় সিনেমার গল্পকেও"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  3. "তাসমিয়াহ্ আফরিন মৌয়ের 'কাবিল কোহকাফী'"বাংলা ট্রিবিউন। ১৮ জানুয়ারি ২০১৮। ১৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  4. "এখনও চন্দ্রাবতীর ভেতর ঢুকে আছি: দোয়েল"সময় নিউজ। ১৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  5. "'লাল মোরগের ঝুঁটি' দেখা যাবে যেসব সিনেমা হলে"দৈনিক ইত্তেফাক। ৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  6. ওয়াজেদ, মইনুল (২৪ মে ২০২২)। "'মনোনয়ন পাওয়াটাই অনেক বড় অর্জন'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  7. "আতিক ভাই আমার ওপর ভরসা করে সুযোগ দিয়েছেন : দোয়েল"আরটিভি অনলাইন। ৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  8. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১: সেরা চলচ্চিত্র 'লাল মোরগের ঝুঁটি' ও 'নোনাজলের কাব্য'"দৈনিক প্রথম আলো। ২৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  9. "রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বিশেষ নাটক 'নিশীথে'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  10. "যদি আমি বেঁচে ফিরি"দৈনিক কালের কণ্ঠ। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  11. "ওয়েব সিরিজে এসে 'ফেঁসে গেলেন' মিশা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  12. "ওয়েব সিরিজে দুই বন্ধুর চরিত্রে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ"দৈনিক প্রথম আলো। ৬ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  13. "একসঙ্গে জাহিদ হাসান-তৌকীর আহমেদ"দৈনিক কালের কণ্ঠ। ৮ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  14. "'পটু'তে আছেন দোয়েলও, তাঁর চরিত্র কী জানেন?"www.kalerkantho.com। ২০২৪-০২-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]