খাঁচার ভেতর অচিন পাখিরায়হান রাফী পরিচালিত ২০২১ সালের বাংলাদেশী থ্রিলার চলচ্চিত্র। এটি যৌথভাবে রচনা করেছেন রায়হান রাফী, নাজিম-উদ-দৌলা ও সিদ্দিক আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তমা মির্জা, ইন্তেখাব দিনার ও সুমন আনোয়ার। চলচ্চিত্রটি ২০২১ সালের ২১শে অক্টোবর চরকিতে মুক্তি পায়। চলচ্চিত্রটি আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার ও ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।[১][২]
রায়হান রাফী এই চলচ্চিত্রের গল্প লিখেন কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর সময়ে এবং ঘরবন্দী থাকার অবস্থা মাথায় রেখে এর নামকরণ করা হয় "খাঁচার ভেতর অচিন পাখি"।[৩] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয় রংপুরের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে চিত্রগ্রহণ করা হয়।[৪]
খাঁচার ভেতর অচিন পাখি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি। এতে লালনের "খাঁচার ভিতর অচিন পাখি" গানটি ব্যবহার করা হয়। গানে কণ্ঠ দেন রিজভী রিজু।