২০২১–২২ বাহামা দ্বীপপুঞ্জ ক্রিকেট দলের কেইম্যান দ্বীপপুঞ্জ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ বাহামা দ্বীপপুঞ্জ পুরুষ ক্রিকেট দলের কেইম্যান দ্বীপপুঞ্জ সফর
 
  কেইম্যান দ্বীপপুঞ্জ বাহামা দ্বীপপুঞ্জ
তারিখ ১৩ এপ্রিল ২০২২ – ১৭ এপ্রিল ২০২২
অধিনায়ক র‍্যামন সিলি মার্ক টেলর
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে কেইম্যান দ্বীপপুঞ্জ ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান র‍্যামন সিলি (১৮১) মার্ক টেলর (১৩২)
সর্বাধিক উইকেট কেভন ব্যাজিল (৮) মার্ক টেলর (৫)

বাহামা দ্বীপপুঞ্জ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের এপ্রিল মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলার উদ্দেশ্যে কেইম্যান দ্বীপপুঞ্জ সফর করে[১][২] সিরিজের প্রথম দুটি ম্যাচ ওয়েস্ট বে-এর জিমি পাওয়েল ওভালে ও শেষ তিনটি ম্যাচ জর্জ টাউনের স্মিথ রোড ওভালে খেলা হয়।[৩] সিরিজে কেইম্যান দ্বীপপুঞ্জ ৫–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 কেইম্যান দ্বীপপুঞ্জ  বাহামা দ্বীপপুঞ্জ[৫]
  • র‍্যামন সিলি (অধি.) (উই.)
  • অ্যালিস্টেয়ার ইফিল
  • আলেসান্দ্রো মরিস
  • ওমর উইলিস (উই.)
  • কনরয় রাইট
  • কেভন ব্যাজিল
  • গ্রেগরি স্মিথ
  • জ্যালন লিন্টন
  • ট্রয় টেলর
  • ডেমার জনসন
  • পল চিন (উই.)
  • প্যাট্রিক হেরন
  • মারভিন সোয়্যাক
  • লুক হ্যারিংটন-মায়ারস
  • মার্ক টেলর (অধি.)
  • আন্তোনিও হ্যারিস
  • এভারেট হেভেন
  • কিথ বারোজ
  • গ্রেগরি টেলর (উই.)
  • জগন্নাথ জগরু
  • ডেরিক এজকম্ব
  • ডোয়াইট হুইটলি
  • ফেস্টাস বেন (উই.)
  • ভুমেশ্বর জগরু
  • রুডল্ফ ফক্স
  • রেনফোর্ড ডেভসন
  • সন্দীপ গৌড়
  • হুলিও জেমিসন (উই.)

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৩ এপ্রিল ২০২২
১৪:০০
স্কোরকার্ড
বাহামা দ্বীপপুঞ্জ 
৮৫/৬ (২০ ওভার)
বনাম
 কেইম্যান দ্বীপপুঞ্জ
৮৮/২ (১১.২ ওভার)
রুডল্ফ ফক্স ২৪* (২১)
মারভিন সোয়্যাক ২/১২ (৪ ওভার)
প্যাট্রিক হেরন ৫৬* (৩৮)
ভুমেশ্বর জগরু ১/৮ (১ ওভার)
কেইম্যান দ্বীপপুঞ্জ ৮ উইকেটে জয়ী
জিমি পাওয়েল ওভাল, ওয়েস্ট বে
আম্পায়ার: লিওন ওয়াটসন (কেইম্যান দ্বীপপুঞ্জ) ও লিভিংস্টোন বেইলি (কেইম্যান দ্বীপপুঞ্জ)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্যাট্রিক হেরন (কেইম্যান দ্বীপপুঞ্জ)
  • কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেভন ব্যাজিল, জ্যালন লিন্টন, পল চিন, প্যাট্রিক হেরন, মারভিন সোয়্যাক, র‍্যামন সিলি (কেইম্যান দ্বীপপুঞ্জ), ডোয়াইট হুইটলি, ফেস্টাস বেন, রুডল্ফ ফক্স ও হুলিও জেমিসন (বাহামা দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৪ এপ্রিল ২০২২
১৪:০০
স্কোরকার্ড
কেইম্যান দ্বীপপুঞ্জ 
১৪৮/৬ (২০ ওভার)
বনাম
 বাহামা দ্বীপপুঞ্জ
১৩৩/৯ (২০ ওভার)
র‍্যামন সিলি ৪৩ (২৪)
ভুমেশ্বর জগরু ২/৩৪ (৪ ওভার)
জগন্নাথ জগরু ৩৪ (৩৮)
আলেসান্দ্রো মরিস ৪/২৬ (৪ ওভার)
কেইম্যান দ্বীপপুঞ্জ ১৫ রানে জয়ী
জিমি পাওয়েল ওভাল, ওয়েস্ট বে
আম্পায়ার: ডেরিক উইলিয়ামস (কেইম্যান দ্বীপপুঞ্জ) ও লিভিংস্টোন বেইলি (কেইম্যান দ্বীপপুঞ্জ)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলেসান্দ্রো মরিস (কেইম্যান দ্বীপপুঞ্জ)
  • বাহামা দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৬ এপ্রিল ২০২২
১০:০০
স্কোরকার্ড
বাহামা দ্বীপপুঞ্জ 
১১৩/৪ (১৭ ওভার)
বনাম
 কেইম্যান দ্বীপপুঞ্জ
১১৯/৩ (১৩.২ ওভার)
মার্ক টেলর ৬৭ (৪৯)
কেভন ব্যাজিল ২/৯ (৪ ওভার)
র‍্যামন সিলি ৭৩* (৩২)
জগন্নাথ জগরু ১/২৫ (৩ ওভার)
কেইম্যান দ্বীপপুঞ্জ ৭ উইকেটে জয়ী
স্মিথ রোড ওভাল, জর্জ টাউন
আম্পায়ার: এজরা হিউইট (কেইম্যান দ্বীপপুঞ্জ) ও কোর্টনি ইয়াং (কেইম্যান দ্বীপপুঞ্জ)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যামন সিলি (কেইম্যান দ্বীপপুঞ্জ)
  • কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
  • গ্রেগরি স্মিথ ও ডেমার জনসন (কেইম্যান দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১৬ এপ্রিল ২০২২
১৫:০০
স্কোরকার্ড
কেইম্যান দ্বীপপুঞ্জ 
১৬৬/৪ (২০ ওভার)
বনাম
 বাহামা দ্বীপপুঞ্জ
১০১ (১৭.১ ওভার)
কনরয় রাইট ৫০ (৩০)
গ্রেগরি টেলর ২/২৭ (৪ ওভার)
সন্দীপ গৌড় ২৫ (২১)
অ্যালিস্টেয়ার ইফিল ২/১২ (৩.১ ওভার)
কেইম্যান দ্বীপপুঞ্জ ৬৫ রানে জয়ী
স্মিথ রোড ওভাল, জর্জ টাউন
আম্পায়ার: এজরা হিউইট (কেইম্যান দ্বীপপুঞ্জ) ও কোর্টনি ইয়াং (কেইম্যান দ্বীপপুঞ্জ)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যামন সিলি (কেইম্যান দ্বীপপুঞ্জ)
  • কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কিথ বারোজ (বাহামা দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

১৭ এপ্রিল ২০২২
১৪:০০
স্কোরকার্ড
কেইম্যান দ্বীপপুঞ্জ 
১৮০/৬ (২০ ওভার)
বনাম
 বাহামা দ্বীপপুঞ্জ
১৩৮/৭ (২০ ওভার)
প্যাট্রিক হেরন ৫৯ (৪০)
মার্ক টেলর ৩/৩৫ (৪ ওভার)
মার্ক টেলর ৪২ (৩৭)
অ্যালিস্টেয়ার ইফিল ২/১৮ (৪ ওভার)
কেইম্যান দ্বীপপুঞ্জ ৪২ রানে জয়ী
স্মিথ রোড ওভাল, জর্জ টাউন
আম্পায়ার: এজরা হিউইট (কেইম্যান দ্বীপপুঞ্জ) ও ডেরিক উইলিয়ামস (কেইম্যান দ্বীপপুঞ্জ)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্যাট্রিক হেরন (কেইম্যান দ্বীপপুঞ্জ)
  • বাহামা দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bahamas national cricket team set for T-20 Cayman matches"দ্য ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  2. "Cricket: Cayman welcomes Bahamas for T20 series"কেইম্যান কম্পাস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  3. "Bahamas Men's team to tour Cayman Islands for T20I series in April 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২ 
  4. "Cayman Islands whitewash Bahamas in international return"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২২ 
  5. "BCA sends 14-member team to the Cayman Islands"দ্য নাসাউ গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]