২০২২ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ৯)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ৫ মার্চ ২০২২ – ১৪ মার্চ ২০২২
স্থানসংযুক্ত আরব আমিরাত
দলসমূহ
 ওমান  নামিবিয়া  সংযুক্ত আরব আমিরাত
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ খেরহার্ট এরাসমাস আহমেদ রাজা
সর্বাধিক রান
শোয়েব খান (২৬৯) খেরহার্ট এরাসমাস (২৭১) বৃত্য অরবিন্দ (২০৭)
সর্বাধিক উইকেট
বিলাল খান (১৭) ইয়ান ফ্রাইলিংক (৮) জহুর খান (১১)

২০২২ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৯ম পর্ব যা ২০২২ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[১] প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বর মাসে সিরিজটি আয়োজিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে সিরিজটিকে ২০২২ সালের মার্চ মাসে নিয়ে আসা হয়।[২][৩] সিরিজটি ছিল ওমান, নামিবিয়াসংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[৪] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[৫] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৬][৭] এ সিরিজে ওমান ও নামিবিয়ার মধ্যে অনুষ্ঠিত একটি অতিরিক্ত ওডিআই ম্যাচও অন্তর্ভুক্ত ছিল।[৮] ম্যাচটি ২০২০ সালের জানুয়ারি মাসে টুর্নামেন্টের চতুর্থ পর্বে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু ওমানের তৎকালীন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের আকস্মিক মৃত্যুর কারণে ম্যাচটি তখন স্থগিত করা হয়।[৯]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[১০][১১]  নামিবিয়া[১২]  সংযুক্ত আরব আমিরাত[১৩]

সূচি[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৫ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২২৫/৭ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২১৩ (৪৮.৫ ওভার)
শোয়েব খান ৬১ (৮৯)
জহুর খান ৩/৫৫ (১০ ওভার)
বৃত্য অরবিন্দ ৪৪ (৬৫)
বিলাল খান ৫/৩১ (৯.৫ ওভার)
ওমান ১২ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিলাল খান (ওমান)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আসিফ খান (সংযুক্ত আরব আমিরাত)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিলাল খান (ওমান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৪][১৫]

২য় ওডিআই[সম্পাদনা]

৬ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২২৬ (৪৯.৫ ওভার)
 ওমান
১১৬ (৪২.১ ওভার)
খেরহার্ট এরাসমাস ১২১* (১২০)
বিলাল খান ৪/৪২ (১০ ওভার)
খাওয়ার আলি ৪৩ (৯৯)
তাংগেনি লুংগামেনি ২/১৪ (৮ ওভার)
নামিবিয়া ১১০ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: খেরহার্ট এরাসমাস (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তাংগেনি লুংগামেনি (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
  • খেরহার্ট এরাসমাস (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৬]

৩য় ওডিআই[সম্পাদনা]

৮ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২০৬/৮ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২০৭/৭ (৪৭.১ ওভার)
ডেভিড ভিসা ৬৭ (৮৪)
জহুর খান ৩/৪৪ (১০ ওভার)
কাশিফ দাউদ ৭৬* (৮৬)
ইয়োহানেস জোনাথান স্মিট ৪/৩৬ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৩ উইকেটে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাশিফ দাউদ ও বাসিল বিন আব্দুল হামিদ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

৯ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২২১/৭ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২১৩ (৪৮.৩ ওভার)
খাওয়ার আলি ৬৩ (৭৮)
জহুর খান ৪/৫১ (১০ ওভার)
চিরাগ সুরি ৬৩ (৮৭)
ফাইয়াজ বাট ৩/২৮ (৯.৩ ওভার)
ওমান ৮ রানে জয়ী
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অ্যাকাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: খাওয়ার আলি (ওমান)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

১১ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২৭৫/৮ (৫০ ওভার)
 ওমান
২৭৬/৩ (৪৬.১ ওভার)
খেরহার্ট এরাসমাস ৭৬ (৯৮)
বিলাল খান ৫/৬০ (১০ ওভার)
শোয়েব খান ১০৫* (৭৫)
বার্নার্ড স্‌খোলৎজ ২/৪৯ (৯ ওভার)
ওমান ৭ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়েব খান (ওমান)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শোয়েব খান (ওমান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৭]

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

১২ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৩৪৮/৩ (৫০ ওভার)
 নামিবিয়া
৩০৫/৯ (৫০ ওভার)
বৃত্য অরবিন্দ ১১৫* (৭৬)
তাংগেনি লুংগামেনি ১/৩৪ (৪ ওভার)
ক্রেইগ উইলিয়ামস ৭৯ (৮৪)
আহমেদ রাজা ৩/৬০ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪৩ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: বৃত্য অরবিন্দ (সংযুক্ত আরব আমিরাত)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃত্য অরবিন্দ (সংযুক্ত আরব আমিরাত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৮]

৭ম ওডিআই[সম্পাদনা]

১৪ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২৬৫/৫ (৫০ ওভার)
 নামিবিয়া
২৬৬/৫ (৪৭.৩ ওভার)
শোয়েব খান ৮৬ (১০৩)
ইয়ান ফ্রাইলিংক ৩/২৯ (১০ ওভার)
ইয়ান নিকোল লফটি-ইটন ৬৩ (৭১)
বিলাল খান ২/৩০ (৯ ওভার)
নামিবিয়া ৫ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়ান নিকোল লফটি-ইটন (নামিবিয়া)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াসিম আলি (ওমান) ও লো-আন্দ্রে লাউরেনস (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UAE to host Oman, Namibia, Nepal and PNG for CWC League 2 series in March 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  3. "Basil Hameed and CP Rizwan help UAE to second win over Oman in consecutive days"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Complete schedule of UAE cricket team in 2020 including Under 19 World Cup"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  5. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  6. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  7. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  8. "ICC Men's Cricket World Cup League 2, supported by Dream 11, resumes this week in UAE"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২ 
  9. "Two Men's Cricket World Cup League 2 fixtures abandoned"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০ 
  10. "Oman Cricket announces next set of fixtures in ICC Men's CWC League 2"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২ 
  11. "UAE to host Oman, Namibia, Nepal and PNG for CWC League 2 series in March 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২ 
  12. "Eagles aim to soar in UAE"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  13. "ECB announce team that will represent the UAE in upcoming ICC CWCL2 against Namibia and Oman"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২ 
  14. "Oman beat UAE in opening match of five game tour"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২ 
  15. "UAE back down to earth after World Cup League defeat to Oman"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  16. "Brilliant Erasmus leads Namibia to victory"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  17. "Oman extend League 2 lead with win over Namibia"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  18. "Chirag Suri and Vriitya Aravind thrive in Sharjah as records tumble in World Cup League 2"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]