উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৭ স্পেনীয় সুপার কাপ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দ্বারা আয়োজিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতা স্পেনীয় সুপার কাপের ৩৪তম আসর ছিল, যেখানে স্পেনীয় ফুটবল লিগ পদ্ধতির মূল প্রতিযোগিতা লা লিগা এবং কোপা দেল রেইয়ের পূর্ববর্তী মৌসুমের চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করেছিল। এই ম্যাচে ২০১৬–১৭ লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (যারা ৯৩ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপা জয়লাভ করেছিল)[ ১] [ ২] এবং ২০১৬–১৭ কোপা দেল রেইয়ের চ্যাম্পিয়ন বার্সেলোনা (যারা ফাইনালে দেপোর্তিভো আলাভেসকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে কোপা দেল রেইয়ের শিরোপা জয়লাভ করেছিল) প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[ ৩] [ ৪] [ ৫] ২০১২ সালের পর এবারই প্রথমবারের মতো সুপার কাপে এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছিল।
বার্সেলোনা স্পেনীয় সুপার কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৬ সালে সেভিয়াকে দুই লেগে সামগ্রিকভাবে ৫–০ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বাদশবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[ ৬] [ ৭] রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে প্রথম লেগে ৩–১[ ৮] এবং নিজেদের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল; যার ফলে তারা সামগ্রিকভাবে ৫–১ গোলের ব্যবধানে দুই লেগের ম্যাচটি এবং স্পেনীয় সুপার কাপের ইতিহাসে দশমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[ ৯] [ ১০] [ ১১] [ ১২]
দল
বাছাইপর্ব
পূর্ববর্তী অংশগ্রহণ[ ক]
রিয়াল মাদ্রিদ
২০১৬–১৭ লা লিগার চ্যাম্পিয়ন
১৪ (১৯৮২ , ১৯৮৮ , ১৯৮৯ ,[ খ] ১৯৯০ , ১৯৯৩ , ১৯৯৫ , ১৯৯৭ , ২০০১ , ২০০৩ , ২০০৭ , ২০০৮ , ২০১১ , ২০১২ , ২০১৪ )
বার্সেলোনা
২০১৬–১৭ কোপা দেল রেইয়ের চ্যাম্পিয়ন
২১ (১৯৮৩ , ১৯৮৫ , ১৯৮৮ , ১৯৯০ , ১৯৯১ , ১৯৯২ , ১৯৯৩ , ১৯৯৪ , ১৯৯৬ , ১৯৯৭ , ১৯৯৮ , ১৯৯৯ , ২০০৫ , ২০০৬ , ২০০৯ , ২০১০ , ২০১১ , ২০১২ , ২০১৩ , ২০১৫ , ২০১৬ )
↑ গাঢ় দ্বারা উক্ত আসরের চ্যাম্পিয়ন নির্দেশিত।
↑ ১৯৮৮–৮৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ ডাবল জয়লাভ করেছিল, যার ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে ১৯৮৯ সালে স্পেনীয় সুপার কাপের শিরোপা লাভ করেছিল।
সহকারী রেফারি :
নুনিয়েস ফের্নান্দেস
দে ফ্রান্সিস্কো গ্রিহালবা
চতুর্থ রেফারি :
সান্তোস পারগানিয়া
ম্যাচের নিয়ম
৯০ মিনিট
সর্বাধিক ৭ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত .
সর্বাধিক ৩ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে চতুর্থ খেলোয়াড় বদল করা যাবে
সহকারী রেফারি :
কাবানিয়েরো মার্তিনেস
গায়েগো গার্সিয়া
চতুর্থ রেফারি :
গায়েগো গাম্বিন
ম্যাচের নিয়ম
৯০ মিনিট
৩০ মিনিট অতিরিক্ত সময় (যদি প্রয়োজন হয়)
পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)
সর্বাধিক ৭ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত .
সর্বাধিক ৩ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে চতুর্থ খেলোয়াড় বদল করা যাবে
ঘরোয়া লীগ ঘরোয়া কাপ লীগ কাপ সুপারকাপ উয়েফা প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতা